মুম্বই: বৃহস্পতিবার, ওয়াংখেড়ের ময়দানে দুই তারকাখচিত দলের দুরন্ত এক ম্যাচের সাক্ষী হয়ে থাকল ক্রিকেটবিশ্ব। আইপিএলে (IPL 2024) আরসিবিকে হারিয়ে চলতি মরশুমে নিজের দ্বিতীয় ম্যাচটি জিতে নিয়েছে মুম্বই ইন্ডিয়ান্স (MI vsRCB)। ম্যাচে ফাফ ডু প্লেসি, সূর্যকুমার যাদবদের ব্যাটিং বিক্রমের পাশাপাশি যশপ্রীত বুমরার অনবদ্য বোলিংয়েরও সাক্ষী থেকেছেন দর্শকরা। কিন্তু এই ম্যাচ ঘিরেই এবার বিতর্ক দানা বাঁধল।
ম্যাচের টসের সময় এক ঘটনা ঘিরে বিতর্কের সৃষ্টি হয়েছে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল একটি ভিডিওতে দেখা যাচ্ছে ম্যাচ রেফারি টসের কয়েন মাটি থেকে তোলার সময় তার দিক পাল্টে দিচ্ছেন। এর জেরে মুম্বই ইন্ডিয়ান্স টসে জিতে নিজেদের সুবিধামতো সিদ্ধান্ত নিতে পারে, বাড়তি সুবিধা পায়। এই ভিডিওর ভাইরাল হওয়ার পর ফের একবার আইপিএল টুর্নামেন্টে সবকিছুই পূর্বনির্ধারিত থাকে, এই তত্ত্বও ভেসে উঠছে।
এদিন টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেন মুম্বই ইন্ডিয়ান্স অধিনায়ক হার্দিক পাণ্ড্য। প্রথম ইনিংসে ফাফ ডু প্লেসি, রজত পাতিদার ও দীনেশ কার্তিক আরসিবির হয়ে অর্ধশতরান হাঁকিয়ে বোর্ডে ১৯৬/৮ তুলেছিলেন। তবে তা কাজে লাগল না। যশপ্রীত বুমরা এদিন বল হাতে পাঁচ উইকেট নিলেন। ১৯৭ রানের লক্ষ্য চ্যালেঞ্জিং ছিল বটে, তবে তা কার্যত হাসতে হাসতে তুলে নিয়ে জয় পেল মুম্বই ইন্ডিয়ান্স। সৌজন্যে দলের দুই ওপেনার এবং সূর্যকুমার যাদব।
সূর্যকুমার যাদব নিজের প্রত্যাবর্তমন ম্যাচে ব্যাট হাতে রান পাননি। তবে এদিন আরসিবির বোলিং নিয়ে কার্যত ছেলেখেলা করলেন তিনি। ১৯ বলে ৫২ রানের ইনিংস খেলেন তিনি। মাত্র ১৭ বলে নিজের আইপিএল কেরিয়ারের দ্রুততম অর্ধশতরানটি হাঁকান তিনি। তবে জয়ের ভিতটা ঈশান কিষাণ ও রোহিত শর্মাই গড়েই দেন। ওপেনিং পার্টনারশিপে শতরান যোগ করেন তাঁরা। ৩৪ বলে ৬৯ রানের ইনিংস খেলেন ঈশান। রোহিতের সংগ্রহ ২৪ বলে ৩৮। ফলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে কার্যত উড়িয়ে দিয়ে চলতি আইপিএল মরশুমের দ্বিতীয় জয় পেল মুম্বই ইন্ডিয়ান্স। ২৭ বল বাকি থাকতেই সাত উইকেট ম্যাচ জিতে নিল মুম্বই।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।