লখনউ: চলতি আইপিএলে (IPL 2024) ইতিমধ্যেই ইতিহাস গড়ে ফেলেছেন ময়ঙ্ক যাদব (Mayank Yadav)। প্রথম ক্রিকেটার হিসাবে তিনি আইপিএলে নিজের প্রথম দুই ম্যাচেই সেরা ক্রিকেটারের পুরস্কার জিতে নিয়েছেন। তাঁর হাত থেকেই বেরিয়ে এসেছে এবারের আইপিএলের দ্রুততম বলটি। তিনিই কিন্তু জয়ের হ্যাটট্রিকের স্বপ্ন দেখা লখনউ সুপার জায়ান্টসের (Lucknow Super Giants) প্রধান হাতিয়ার। তবে রবিবাসরীয় সন্ধেতে কেএল রাহুলরা এমন এক দলের বিরুদ্ধে মাঠে নামতে চলেছে যাদেরকে কোনওদিনও হারায়নি লখনউ।


চার বার আইপিএলের দুই নবতম দল গুজরাত টাইটান্স (Gujarat Titans) এবং লখনউ একে অপরের মুখোমুখি হয়েছে। চারবারই গুজরাত জয় পেয়েছে। কিন্তু ময়ঙ্ক যাদব ইতিমধ্যেই পাঞ্জাব কিংসকে নিজের গতির আগুনে ছারখার করেছেন। বিরাট কোহলি, ফাফ ডু প্লেসির মতো বিশ্ববন্দিত তারকারাও কিন্তু গত ম্যাচে ময়ঙ্কের গতি সামলাতে হিমশিম খেয়েছেন। গুজরাতের বিরুদ্ধে দুই তরুণ তুর্কি ময়ঙ্ক বনাম শুভমনের লড়াইটা কিন্তু দেখার মতো হওয়ার পূর্ণ সম্ভাবনা রয়েছে।


ময়ঙ্ক অবশ্য এখনও পর্যন্ত কিন্তু নতুন বলে বল করেননি। তাই শুভমন গিলের সঙ্গে শুরুতেই ময়ঙ্কের লড়াই দেখার সম্ভাবনা কম। কিন্তু শুভমন ভাল ফর্মে রয়েছেন। গত ম্যাচে শুভমন ৮৯ রানের ইনিংস খেলেছেন। তাই গুজরাত অধিনায়কের উইকেটটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। এই ম্যাচেও ময়ঙ্ক ভাল পারফর্ম করলে, আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতীয় দলে তাঁর জায়গা পাওয়ার দাবি জোরাল হবে। বিশেষত যেহেতু আইপিএলের মাঝপথেই বিশ্বকাপের দল বাছাই হবে।


অপরদিকে, গুজরাতের রশিদ খান বনাম নিকোলাস পুরানের লড়াইটাও কিন্তু ম্যাচের ভাগ্য নির্ধারণের জন্য বিরাট গুরুত্বপূর্ণ হতে চলেছে। চোট সারিয়ে কিছুদিন আগেই মাঠে ফেরা রশিদ এখনও পর্যন্ত নিজের সেরা ফর্ম দেখাতে পারেননি বলে মনে করছেন বিশেষজ্ঞরা। কিন্তু তিনি উইকেট পাচ্ছেন। অপরদিকে, লখনউ মিডল অর্ডারে পুরান বিগত দুই ম্যাচে ২১ বলে ৪২ ও ২১ বলে ৪০ রানের ইনিংস খেলে দলের হয়ে পার্থক্য গড়ে দিয়েছেন। তাই এই ম্যাচে রশিদ বনাম পুরানের দ্বৈরথের দিকে নজর রাখতেই হবে। লখনউ এ মরশুমে জয়ের হ্যাটট্রিক করে না, গুজরাত নবাবদের শহরের দলের বিরুদ্ধে পাঁচে পাঁচ করে, এবার সেটাই দেখার।


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


আরও পড়ুন: বাটলার ঝড়ে ম্লান কোহলির সেঞ্চুরি, চারে চার করে পয়েন্ট টেবিলের শীর্ষে রাজস্থান