কলকাতা: আইপিএলের পয়েন্ট টেবিলে (IPL Points Table) চলছে সাপ লুডোর খেলা। রেকর্ড গড়েছিল কলকাতা নাইট রাইডার্স (KKR)। এই প্রথম আইপিএলে প্রথম তিন ম্যাচ টানা জিতেছে কেকেআর। যা এর আগের কোনও আইপিএলে হয়নি। তিন ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে ছিল কেকেআর। সবচেয়ে বড় কথা, বিশাখাপত্তনমে ১০৬ রানে দিল্লি ক্যাপিটালসকে হারিয়ে রান রেট দারুণ জায়গায় নিয়ে চলে গিয়েছেন শ্রেয়স আইয়াররা। 


তবে সব হিসেব নিকেশ বদলে গেল শনিবার। কারণ, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে ৬ উইকেটে হারিয়ে দিল রাজস্থান রয়্যালস। বিরাট কোহলির সেঞ্চুরিও আরসিবিকে হারের হাত থেকে বাঁচাতে পারল না। উল্টে সেঞ্চুরি করে জশ বাটলার রাজস্থান রয়্যালসের জয়ের পথ সুগম করে দিলেন। রাজস্থান জিততেই পয়েন্ট টেবিলেও উলটপুরাণ হয়ে গেল। কেকেআরকে সরিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে এল রাজস্থান রয়্যালস। ৪ ম্য়াচে চারটিই জিতে আট পয়েন্ট-সহ শীর্ষে এখন সঞ্জু স্যামসনরা। ৩ ম্যাচে ৬ পয়েন্ট সহ কেকেআর নেমে গেল দুই নম্বরে।


পরপর দুই ম্যাচে হেরে কিছুটা চাপে গতবারের চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস। ৪ ম্যাচে রুতুরাজ গায়কোয়াড়, মহেন্দ্র সিংহ ধোনিদের পয়েন্ট ৪। ২টি ম্যাচ জিতেছে সিএসকে। পয়েন্ট টেবিলের তিন নম্বরে রয়েছে পাঁচবারের চ্যাম্পিয়নরা।


পয়েন্ট টেবিলের চারে রয়েছে লখনউ সুপার জায়ান্টস। কে এল রাহুলরা ৩ ম্যাচের মধ্যে দুটিতে জিতেছে। তাঁদের ঝুলিতে চার পয়েন্ট। তবে রান রেটে সামান্য পিছিয়ে রয়েছে লখনউ। সেই কারণে পয়েন্ট সমান হলেও চারে লখনউ।


চার পয়েন্ট করে রয়েছে সানরাইজার্স হায়দরাবাদ, পাঞ্জাব কিংস ও গুজরাত টাইটান্সের ঝুলিতেও। তিন দলই চারটি করে ম্যাচ খেলে দুটি করে জিতেছে, দুটি করে হেরেছে। তবে রান রেটে পিছিয়ে থাকায় এই তিন দল রয়েছে যথাক্রমে পাঁচ, ছয় ও সাত নম্বরে।


তবে চাপে রয়েছে তিনটি দল - রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর, দিল্লি ক্যাপিটালস ও মুম্বই ইন্ডিয়ান্স। এদের মধ্যে আরসিবি ৫টি ম্য়াচ খেলে মাত্র একটি জিতে ২ পয়েন্ট পেয়েছে। শনিবার হারের হ্যাটট্রিক হয়ে গেল কোহলিদের। ৪ ম্যাচ খেলে একটি জিতে ২ পয়েন্ট সহ নয়ে রয়েছে দিল্লি। আর তিন ম্যাচের সবকটি হেরে এখনও খাতাই খুলতে পারেনি মুম্বই ইন্ডিয়ান্স।


প্লে অফের দৌড়ে শেষ পর্যন্ত দেখা যাবে কোন চার দলকে?


আরও পড়ুন: নিজেই নিজেকে বিশ্বের সেরা বলেন, প্রীতির দলকে আরও বিপজ্জনক করে তুলেছেন শশাঙ্ক




আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।