MI vs DC, IPL 2020 Final Live: ৫ উইকেটে দিল্লি-বধ, আইপিএলে পঞ্চমবারের জন্য চ্যাম্পিয়ন মুম্বই

IPL Final Live Score, MI vs DC: একটা দল ১৩ বছরের মধ্যে প্রথমবার আইপিএলের ফাইনালে। আর এক দল চারবারের চ্যাম্পিয়ন। এবারও ট্রফি জয়ের দৌড়ে ফেভারিট।

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ Last Updated: 11 Nov 2020 12:36 AM
IPL 2020 Final LIVE: পঞ্চমবারের জন্য আইপিএল চ্যাম্পিয়ন হওয়ার পাশাপাশি চেন্নাই সুপার কিংসের একটি নজিরও স্পর্শ করল মুম্বই ইন্ডিয়ান্স। এর আগে একমাত্র দল হিসাবে পরপর দুবার আইপিএল জিতেছিল ধোনির সিএসকে। ২০১৯ সালের পর ২০২০-তেও ট্রপি জিতে সেই ক্লাবে ঢুকে পড়ল মুম্বইও।
IPL 2020 Final LIVE: আইপিএলে ফের চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্স। দিল্লি ক্যাপিটালসকে ফাইনালে ৫ উইকেটে হারিয়ে পঞ্চমবারের জন্য ট্রফি ঘরে তুললেন রোহিত শর্মারা। ৮ বল বাকি থাকতে দিল্লি ক্যাপিটালসের ১৫৬/৭ স্কোর পেরিয়ে গেল মুম্বই।
IPL 2020 Final LIVE: ১৮ ওভারের শেষে মুম্বই ইন্ডিয়ান্সের স্কোর ১৫৪/৪।
IPL 2020 Final LIVE: ১৭ ওভারের শেষে মুম্বই ইন্ডিয়ান্সের স্কোর ১৪৭/৩।
IPL 2020 Final LIVE: ১৬ ওভারের শেষে মুম্বই ইন্ডিয়ান্সের স্কোর ১৩৭/২।
IPL 2020 Final LIVE: ১৫ ওভারের শেষে মুম্বই ইন্ডিয়ান্সের স্কোর ১২৬/২।
IPL 2020 Final LIVE: ১৪ ওভারের শেষে মুম্বই ইন্ডিয়ান্সের স্কোর ১১৬/২।
IPL 2020 Final LIVE: ১৩ ওভারের শেষে মুম্বই ইন্ডিয়ান্সের স্কোর ১১২/২।
IPL 2020 Final LIVE: ১২ ওভারের শেষে মুম্বই ইন্ডিয়ান্সের স্কোর ১০২/২।
IPL 2020 Final LIVE: রোহিত শর্মার সঙ্গে ভুল বোঝাবুঝিতে রান আউট হয়ে গেলেন সূর্যকুমার যাদব (২০ বলে ১৯ রান)। ১১ ওভারের শেষে মুম্বই ইন্ডিয়ান্সের স্কোর ৯১/২। ক্রিজে রয়েছেন রোহিত শর্মা (৩৩ বলে ৪৭ রান) ও ইশান কিষাণ (১ বলে ১ রান)।
IPL 2020 Final LIVE: ১০ ওভারের শেষে মুম্বই ইন্ডিয়ান্সের স্কোর ৮৮/১। ক্রিজে রয়েছেন রোহিত শর্মা (৩০ বলে ৪৬ রান) ও সূর্যকুমার যাদব (১৮ বলে ১৮ রান)।
IPL 2020 Final LIVE: প্রবীণ দুবের এক ওভারে ২টি ছক্কা মারলেন রোহিত শর্মা। ৯ ওভারের শেষে মুম্বই ইন্ডিয়ান্সের স্কোর ৮১/১।
IPL 2020 Final LIVE: ৮ ওভারের শেষে মুম্বই ইন্ডিয়ান্সের স্কোর ৬৭/১।
IPL 2020 Final LIVE: ৭ ওভারের শেষে মুম্বই ইন্ডিয়ান্সের স্কোর ৬৫/১। ক্রিজে রয়েছেন রোহিত শর্মা (১৯ বলে ২৬ রান) ও সূর্যকুমার যাদব (১১ বলে ১৫ রান)।
IPL 2020 Final LIVE: ৬ ওভারের শেষে মুম্বই ইন্ডিয়ান্সের স্কোর ৬১/১।
IPL 2020 Final LIVE: পঞ্চম ওভারের প্রথম বলেই কুইন্টন ডি’কককে তুলে নিলেন মার্কাস স্টোইনিস। দক্ষিণ আফ্রিকার তারকা ফিরলেন ১২ বলে ২০ রান করে। ৫ ওভারের শেষে মুম্বই ইন্ডিয়ান্সের স্কোর ৫৮/১।
IPL 2020 Final LIVE: ৪ ওভারের শেষে মুম্বই ইন্ডিয়ান্সের স্কোর ৪৫/০।
IPL 2020 Final LIVE: ৩ ওভারের শেষে মুম্বই ইন্ডিয়ান্সের স্কোর ৩৩/০।
IPL 2020 Final LIVE: কাগিসো রাবাডার প্রথম ওভারে উঠল ১৮ রান। ২ ওভারের শেষে মুম্বই ইন্ডিয়ান্সের স্কোর ২৬/০।
IPL 2020 Final LIVE: দিল্লি ক্যাপিটালসের ১৫৬/৭ স্কোর তাড়া করতে নেমে ভাল শুরু মুম্বই ইন্ডিয়ান্সের। প্রথম ওভারেই আর অশ্বিনকে ছক্কা মারলেন রোহিত শর্মা। ১ ওভারের শেষে মুম্বই ইন্ডিয়ান্সের স্কোর ৮/০।
IPL 2020 Final LIVE: মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে মাত্র ২২ রানের মধ্যে মার্কাস স্টোইনিস, অজিঙ্ক রাহানে ও শিখর ধবনের উইকেট হারিয়েছিল দিল্লি ক্যাপিটালস। সেখান থেকে ঋষভ পন্থ ও শ্রেয়স আইয়ার পাল্টা লড়াই শুরু করেন। ঋষভ ৩৮ বলে ৫৬ রান করেন। শ্রেয়স অপরাজিত ছিলেন ৪৯ বলে ৬৪ রানে। চতুর্থ উইকেটে ৬৯ বলে ৯৬ রান যোগ করে পন্থ-আইয়ার জুটি। ২০ ওভারের শেষে দিল্লি ক্যাপিটালস তুলল ১৫৬/৭।
IPL 2020 Final LIVE: বল হাতে ডেথ ওভারে ফের মুম্বই ইন্ডিয়ান্সের রক্ষাকর্তা হয়ে দাঁড়ালেন যশপ্রীত বুমরা। ১৯তম ওভারে মাত্র ৬ রান খরচ করলেন তিনি। সব মিলিয়ে ৪ ওভারে দিলেন মাত্র ২৮ রান। মুম্বইয়ের বিরুদ্ধে প্রথমে ব্যাট করে ১৯ ওভারের শেষে দিল্লির স্কোর ১৪৮/৫।
IPL 2020 Final LIVE: বোলিং আক্রমণে ফিরেই ফের দিল্লি ক্য়াপিটালস শিবিরকে ধাক্কা নিউজিল্যান্ডের পেসার ট্রেন্ট বোল্টের। শিমরন হেটমায়ারকে (৫ বলে ৫ রান) ফেরালেন তিনি। তবে ঝোড়ো হাফসেঞ্চুরি করে ক্রিজে আছেন শ্রেয়স আইয়ার (৪৩ বলে ৫৬ রান)। তাঁর সঙ্গে অপরাজিত অক্ষর পটেল (৪ বলে ৫ রান)। ১৮ ওভারের শেষে দিল্লির স্কোর ১৪২/৫।
IPL 2020 Final LIVE: ঋষভ পন্থের (৩৮ বলে ৫৬ রান) পর হাফসেঞ্চুরি করলেন দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক শ্রেয়স আইয়ারও। ৪০ বলে হাফসেঞ্চুরি সম্পূর্ণ করেন তিনি। ৪২ বলে ৫৫ রান করে অপরাজিত তিনি। তাঁর সঙ্গে ক্রিজে আছেন শিমরন হেটমায়ার (৪ বলে ৫ রান)। ১৭ ওভারের শেষে দিল্লির স্কোর ১৩৬/৪।
IPL 2020 Final LIVE: শুরুতেই ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে গিয়েছিল দিল্লি ক্যাপিটালস। সেখান থেকে ঘুরে দাঁড়াল ঋষভ পন্থ ও শ্রেয়স আইয়ারের লড়াইয়ে। ৩৮ বলে ৫৬ রান করে ফিরলেন পন্থ। তাঁর ইনিংসে ছিল ৪টি চার ও ২টি ছক্কা। নাথান কুল্টার নাইল ফেরালেন দিল্লির বাঁহাতিকে। ক্রিজে আছেন শ্রেয়স (৩৬ বলে ৪৪ রান) ও শিমরন হেটমায়ার (৪ বলে ৫ রান)। ১৬ ওভারের শেষে দিল্লির স্কোর ১২৫/৪।
IPL 2020 Final LIVE: মাত্র ২২ রানের মধ্যে ৩ উইকেট হারালেও আইপিএল ফাইনালে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে দিল্লি ক্যাপিটালসের হয়ে পাল্টা লড়াই করছেন ঋষভ পন্থ ও শ্রেয়স আইয়ার। যার প্রশংসা শোনা গেল মুম্বইয়ের কোচ মাহেলা জয়বর্ধনের গলাতেও। বললেন, ‘আমরা ভাল শুরু করলেও এই দুজন দারুণ লড়াই করছে। হয়তো আমরা বেশি আক্রমণ করছি না। তবে একটা উইকেট পড়লেই আমরা ম্যাচে ফিরে আসব।’
IPL 2020 Final LIVE: ১৪ ওভারের শেষে দিল্লির স্কোর ১০৮/৩। ঋষভ পন্থ ৩৩ বলে ৪২ রানে ও শ্রেয়স আইয়ার ৩৩ বলে ৪১ রানে অপরাজিত।
IPL 2020 Final LIVE: ১৩ ওভারের শেষে দিল্লির স্কোর ৯৯/৩। ঋষভ পন্থ ৩০ বলে ৪২ রানে ও শ্রেয়স আইয়ার ৩০ বলে ৩৯ রানে অপরাজিত।
IPL 2020 Final LIVE: আইপিএলের ১৩ বছরের ইতিহাসে প্রথমবার ফাইনালে উঠেছে দিল্লি। তবে মুম্বইয়ের বিরুদ্ধে শুরুতেই চাপে পড়ে গিয়েছিল। মাত্র ২২ রানে তিন উইকেট হারিয়েছিল দিল্লি। সেখান থেকে পাল্টা লড়াই করছেন ঋষভ পন্থ ও শ্রেয়স আইয়ার। ১২ ওভারের শেষে দিল্লির স্কোর ৯৪/৩। ঋষভ ২৬ বলে ৩৯ রানে ও শ্রেয়স ২৮ বলে ৩৭ রানে অপরাজিত।
IPL 2020 Final LIVE: ক্রুণাল পাণ্ড্যর এক ওভারে জোড়া ছক্কা মেরে দিল্লিকে অক্সিজেন দিলেন ঋষভ পন্থ। দশম ওভারে ১৬ রান তুলল দিল্লি ক্যাপিটালস। ১০ ওভারের শেষে দিল্লির স্কোর ৭৫/৩। ঋষভ ২০ বলে ৩২ রানে ও শ্রেয়স আইয়ার ২২ বলে ২৬ রানে অপরাজিত।
IPL 2020 Final LIVE: আইপিএল ফাইনালের শুরুতেই চাপে পড়ে গিয়েছিল দিল্লি ক্যাপিটালস। পরপর ফিরে গিয়েছিলেন আগের ম্যাচের নায়ক মার্কাস স্টোইনিস। আউট হয়ে যান অজিঙ্ক রাহানে ও শিখর ধবনও। তবে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে পাল্টা লড়াই শুরু করেছেন দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক শ্রেয়স আইয়ার ও ঋষভ পন্থ। ৯ ওভারের শেষে দিল্লির স্কোর ৫৯/৩। চতুর্থ উইকেটে ৩৩ বলে ৩৭ রান যোগ করেছেন শ্রেয়স ও ঋষভ।
IPL 2020 Final LIVE: সপ্তম ওভারে মাত্র ৫ রান দিলেন জয়ন্ত যাদব। রাহুল চাহারের পরিবর্তে ফাইনালে যাঁকে খেলাচ্ছে মুম্বই ইন্ডিয়ান্স। ৭ ওভারের শেষে দিল্লি ক্যাপিটালসের স্কোর ৪৬/৩। ফিরে গিয়েছেন মার্কাস স্টোইনিস, অজিঙ্ক রাহানে ও শিখর ধবন।
IPL 2020 Final LIVE: ৬ ওভারের শেষে দিল্লি ক্যাপিটালসের স্কোর ৪১/৩। ফিরে গিয়েছেন মার্কাস স্টোইনিস, অজিঙ্ক রাহানে ও শিখর ধবন।
IPL 2020 Final LIVE: ৫ ওভারের শেষে দিল্লি ক্যাপিটালসের স্কোর ৩৫/৩। ফিরে গিয়েছেন মার্কাস স্টোইনিস, অজিঙ্ক রাহানে ও শিখর ধবন।
IPL 2020 Final LIVE: প্রথমবার আইপিএল ফাইনালে উঠে চাপে দিল্লি ক্যাপিটালস। মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে প্রথমে ব্যাট করে দিল্লি ক্যাপিটালসের স্কোর ৪ ওভারে ২৫/৩। ফিরে গিয়েছেন মার্কাস স্টোইনিস, অজিঙ্ক রাহানে ও শিখর ধবন।
IPL 2020 Final LIVE: তাঁর চোট নিয়ে উদ্বেগ ছিল। কুঁচকির চোটের জন্য কোয়ালিফায়ার ওয়ানে মাত্র ২ ওভার বল করেছিলেন। ফাইনালে অবশ্য বিধ্বংসী ছন্দে ট্রেন্ট বোল্ট। পরপর দু ওভারে দুই উইকেট তুলে নিলেন কিউয়ি পেসার। তাঁর দাপটে ফাইনালে প্রথমে ব্যাট করে দিল্লি ক্যাপিটালসের স্কোর ৩ ওভারে ২০/২।
IPL 2020 Final LIVE: ২ ওভারের শেষে দিল্লি ক্যাপিটালসের স্কোর ১১/১।
IPL 2020 Final LIVE: ম্যাচের প্রথম বলেই ধাক্কা দিল্লি শিবিরে। ট্রেন্ট বোল্টের বলে ফিরে গেলেন মার্কাস স্টোইনিস। ১ ওভারের শেষে দিল্লির স্কোর ৫/১।
IPL 2020 Final LIVE: চোট নিয়ে উদ্বেগ থাকলেও মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে ফাইনালে খেলছেন ট্রেন্ট বোল্ট।
IPL 2020 Final LIVE: টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেওয়া নিয়ে শ্রেয়স বলেছেন, 'আগের ম্যাচে প্রথমে ব্যাট করে সাফল্য পেয়েছি। বোর্ডে বড় রান তুলে দিতে পারলে বোলাররা অনেক বেশি আত্মবিশ্বাস পায়।'
IPL 2020 Final LIVE: টস জিতে প্রথম ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিলেন দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক শ্রেয়স আইয়ার।
IPL 2020 Final LIVE: ট্রেন্ট বোল্টের চোট নিয়ে ধোঁয়াশা থাকলেও হার্দিক পাণ্ড্য জানিয়ে দিলেন, তিনি খেলবেন।
IPL 2020 Final LIVE: চলতি আইপিএলে তিনবারই দিল্লিকে হারিয়েছে মুম্বই। অধিনায়ক রোহিত শর্মা বলছেন, 'মানসিকভাবে আমরা সুবিধা পাব। তবে আইপিএলে প্রত্যেক দিনই নতুন দিন। আমাদের ভাল ক্রিকেট খেলতে হবে।'
IPL 2020 Final LIVE: চলতি টুর্নামেন্টে ৩বারের সাক্ষাতে তিনবারই মুম্বইয়ের কাছে হেরেছে দিল্লি। তবু ফাইনালের আগে আত্মবিশ্বাসী দিল্লি ক্যাপিটালসের কোচ রিকি পন্টিং। বলেছেন, 'মুম্বইকে হারানোর দক্ষতা আমারে দলে রয়েছে। মুম্বই যদি ভাবতে বসে যে কোন দলের সামনে ওরা পড়তে চায় না, সেটা হলাম আমরা। বাকিটা আমাদের ওপর। আমাদের নিজেদের দক্ষতা অনুযায়ী খেলতে হবে।'

প্রেক্ষাপট

দুবাই: একটা দল ১৩ বছরের মধ্যে প্রথমবার আইপিএলের ফাইনালে। আর এক দল চারবারের চ্যাম্পিয়ন। এবারও ট্রফি জয়ের দৌড়ে ফেভারিট। ত্রয়োদশ আইপিএলের ফাইনালে আজ, মঙ্গলবার মুখোমুখি সেই দিল্লি ক্যাপিটালস ও মুম্বই ইন্ডিয়ান্স। টুর্নামেন্টের শেষ দিন হাড্ডাহাড্ডি ক্রিকেটীয় দ্বৈরথের অপেক্ষায় ভক্তরা।

গ্রুপ পর্বে দাপট দেখিয়েছে রোহিত শর্মার মুম্বই। এমনকী, অধিনায়ক চোটের জন্য মাঝে কয়েকটি ম্যাচ খেলতে না পারলেও পারফরম্যান্সে প্রভাব পড়েনি। পয়েন্ট টেবিলের শীর্ষে থেকে প্লে অফে গিয়েছিল মুম্বই। আর কোয়ালিফায়ার ওয়ানে দিল্লিকে হারিয়েই ফাইনালে পৌঁছেছে।

অন্যদিকে শ্রেয়স আইয়ারের দল টুর্নামেন্ট শুরু করেছিল দুর্দান্তভাবে। প্রথম ৯ ম্যাচের মধ্যে ৭টিতেই জিতেছিল দিল্লি। তারপর ধারাবাহিকতার অভাবে সমস্যায় পড়ে রিকি পন্টিংয়ের প্রশিক্ষণাধীন দল। শেষ পর্যন্ত অবশ্য পয়েন্ট টেবিলের দুই নম্বরে থেকে প্লে অফে পৌঁছয়।

অভিজ্ঞতা আর ফর্মে এগিয়ে মুম্বই। রোহিতের পাঁচবার আইপিএল চ্যাম্পিয়ন হওয়ার নজির রয়েছে। কায়রন পোলার্ড চারবার আইপিএল চ্যাম্পিয়ন হয়েছেন। হার্দিক পাণ্ড্য তিনবার আর যশপ্রীত বুমরা, ক্রুণাল পাণ্ড্য ও সূর্যকুমার যাদব দুবার করে ট্রফি জয়ের স্বাদ পেয়েছেন। অন্যদিকে দিল্লি দলে শ্রেয়স আইয়ার, শিখর ধবন, ঋষভ পন্থের মতো বিধ্বংসী ব্যাটসম্যান রয়েছেন। সব মিলিয়ে দুই দলই ফাইনালের জন্য প্রস্তুত।

মুম্বই শিবিরের একমাত্র কাঁটা ফর্মে থাকা পেসার ট্রেন্ট বোল্টের কুঁচকির চোট। কোয়ালিফায়ার ওয়ানে মাত্র ২ ওভার বল করেছিলেন কিউয়ি পেসার। তবে নেটে বোলিং শুরু করেছেন বোল্ট। ম্যাচের আগেরদিন রোহিত বলেছেন, ‘ট্রেন্টকে তো ভালই লাগছে। আমাদের সঙ্গে প্র্যাক্টিস সেশনে দেখি। গত কয়েকদিন অনেক উন্নতি করেছে আর আশা করছি ও খেলবে।’

তবে ষষ্ঠ বোলারের অভাব ভোগাতে পারে মুম্বইকে। পিঠের অস্ত্রোপচারের পর আইপিএলে নামা হার্দিক এই মরসুমে বোলিং করেননি। চলতি টুর্নামেন্টে তিনবার সাক্ষাতে তিনবারই দিল্লিকে হারিয়েছে। প্রথমবার টুর্নামেন্টের ফাইনালে উঠেই কি সেই হিসেব বদলে দেবেন শ্রেয়স আইয়ার-কাগিসো রাবাডারা? উত্তরের জন্য আর কয়েক ঘণ্টার অপেক্ষা।

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.