আবু ধাবি: আজ, বৃহস্পতিবার আইপিএলে মুখোমুখি মুম্বই ইন্ডিয়ান্স ও কিংস ইলেভেন পঞ্জাব। টুর্নামেন্টে যে দুই দলের ব্যাটিং লাইন আপ অন্যতম সেরা। তবে বোলিং, বিশেষ করে ডেথ ওভার বোলিংয়ে অনেকটাই এগিয়ে মুম্বই।
কেমন হতে পারে আজ দুই দলের প্রথম একাদশ? মুম্বই আগের ম্যাচে বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের কাছে সুপার ওভারে হারলেও দলে খুব একটা পরিবর্তনের সম্ভাবনা নেই। ওপেনিংয়ে রোহিত শর্মা ও কুইন্টন ডি’কক। এরপর সূর্যকুমার যাদব, ইশান কিষাণ, কায়রন পোলার্ড, হার্দিক পাণ্ড্য ও ক্রুণাল পাণ্ড্যর খেলা নিশ্চিত। জেমস প্যাটিনসন ও নাথান-কুল্টার নাইলের মধ্যে খেলবেন যে কোনও একজন। দলের বাকি তিনজন হতে পারেন রাহুল চাহার, ট্রেন্ট বোল্ট ও যশপ্রীত বুমরা।
কিংস ইলেভেন পঞ্জাবের হয়ে ওপেনিংয়ে বাজি ফর্মে থাকা কে এল রাহুল ও ময়ঙ্ক অগ্রবাল। এরপর নামবেন সম্ভবত করুণ নায়ার, গ্লেন ম্যাক্সওয়েল। ক্রিস গেইলকে বাইরে রেখে নিকলাস পুরানকেই খেলানোর সম্ভাবনা। কেলতে পারেন জেমস নিশাম, সরফরাজ খান, রবি বিষ্ণোই, এম অশ্বিন, শেলডন কটরেল ও মহম্মদ শামি।
মুম্বই ইন্ডিয়ান্স
রোহিত শর্মা (অধিনায়ক)
কুইন্টন ডি’কক
সূর্যকুমার যাদব
ইশান কিষাণ
কায়রন পোলার্ড
হার্দিক পাণ্ড্য
ক্রুণাল পাণ্ড্য
জেমস প্যাটিনসন/নাথান কুল্টার-নাইল
রাহুল চাহার
ট্রেন্ট বোল্ট
যশপ্রীত বুমরা
কিংস ইলেভেন পঞ্জাব
কে এল রাহুল (অধিনায়ক)
ময়ঙ্ক অগ্রবাল
করুণ নায়ার
গ্লেন ম্যাক্সওয়েল
নিকলাস পুরান
জেমস নিশাম
সরফরাজ খান
রবি বিষ্ণোই
এম অশ্বিন
শেলডন কটরেল
মহম্মদ শামি
MI vs KXIP, Dream11 Prediction: আইপিএলে আজ মুখোমুখি মুম্বই-পঞ্জাব, কেমন হতে পারে দু’দলের প্রথম একাদশ
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
01 Oct 2020 06:30 PM (IST)
Mumbai Indians vs Kings XI, IPL 2020 : টুর্নামেন্টে দুই দলের ব্যাটিং লাইন আপ অন্যতম সেরা। তবে ডেথ ওভার বোলিংয়ে অনেকটাই এগিয়ে মুম্বই।
NEXT
PREV
আইপিএল (ipl) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -