দুবাই: কলকাতা নাইট রাইডার্স-রাজস্থান রয়্যালস ম্যাচে বিতর্কে জড়ালেন রবিন উথাপ্পা। কোভিড-বিধি ভেঙে ফিল্ডিং করার সময় বলে থুতু লাগাতে দেখা যায় তাঁকে। আর তাতেই তৈরি হয়েছে নয়া বিতর্ক।
কেকেআর ইনিংসের তৃতীয় ওভারে টম কারানের বলে সুনীল নারাইনের ক্যাচ ফেলেন রবিন উথাপ্পা। সহজ ক্যাচ ফেলার পর আচমকাই বলে থুতু লাগাতে দেখা যায় তাঁকে। থুতু মাখানোর পর বোলার কারানকে তা দেন উথাপ্পা।
করোনাভাইরাসের প্রকোপের মধ্যেও 'নিউ নর্মালে' ক্রিকেট শুরু করার জন্য বেশ কয়েকটি নির্দেশিকা জারি করেছিল ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা আইসিসি। বলে থুতু প্রয়োগ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছিল। তারপরও বুধবার কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে রাজস্থান রয়্যালসের উথাপ্পা বলে থুতু লাগালেন! কোভিড বিধি লঙ্ঘন করে বলে থুতু প্রয়োগ করে নয়া বিতর্কের জন্ম দিলেন রবিন উথাপ্পা।
সোশ্যাল মিডিয়ায় উথাপ্পার বলে থুতু লাগানোর ছবি ভাইরাল হয়েছে। করোনা-বিধি ভেঙে কি শাস্তির মুখে পড়বেন উথাপ্পা। ভারতীয় ক্রিকেট বোর্ড এ নিয়ে কী সিদ্ধান্ত নেয়, সেটাই দেখার।
করোনা-বিধি ভুলে কেকেআরের বিরুদ্ধে ম্যাচে থুতু দিয়ে বল পালিশ! শাস্তি হবে উথাপ্পার?
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
01 Oct 2020 05:24 PM (IST)
সোশ্যাল মিডিয়ায় উথাপ্পার বলে থুতু লাগানোর ছবি ভাইরাল হয়েছে।
NEXT
PREV
আইপিএল (ipl) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -