MI vs RCB LIVE Score: বুমরার ৫ উইকেট, ঈশান, সূর্যর বিধ্বংসী অর্ধশতরানে আরসিবিকে ৭ উইকেটে হারাল মুম্বই ইন্ডিয়ান্স

IPL 2024, MI vs RCB LIVE Score: আরসিবি-মুম্বইয়ের মুখোমুখি লড়াইয়ে এগিয়ে পল্টনরা। মুম্বই যেখানে ১৮টি ম্যাচ জিতেছে, সেখানে আরসিবির ১৪টি ম্যাচে জয় পেয়েছে।

ABP Ananda Last Updated: 11 Apr 2024 11:18 PM
MI vs RCB LIVE Updates: দুরন্ত জয়

২৭ বল বাকি থাকতেই সাত উইতকেটে ম্যাচ জিতে নিল মুম্বই ইন্ডিয়ান্স। অপরাজিত ২১ রানে দলকে ম্যাচ জিতিয়েই মাঠ ছাড়লেন হার্দিক। 

MI vs RCB LIVE: সূর্যর হাফসেঞ্চুরি

স্বপ্নের ফর্মে সূর্যকুমার যাদব। মাত্র ১৭ বলে নিজের অর্ধশতরান পূরণ করলেন সূর্য। এটাই আইপিএলে বলের নিরিখে তাঁর দ্রুততম হাফসেঞ্চুরি। তড়তড়িয়ে জয়ের দিকে এগিয়ে যাচ্ছে মুম্বই। ১৩ ওভার শেষে মুম্বইয়ের স্কোর ১৬৯/২।

MI vs RCB LIVE Updates: দুরন্ত ক্যাচে রোহিতের ইনিংস শেষ

ফাইন লেগে উইল জ্যাকসের বলে নিজেকে কার্যত শূন্যে ভাসিয়ে এক হাতে অনবদ্য ক্যাচ নিয়ে রোহিত শর্মাকে ফেরালেন রিস টপলি। ১৩৯ রানে দ্বিতীয় উইকেট হারাল মুম্বই। রোহিতের সংগ্রহ ৩৮।

MI vs RCB LIVE: অবশেষে সাফল্য

ওপেনিংয়ে ১০১ রান যোগ করার পর অবশেষে ভাঙল মুম্বই ইন্ডিয়ান্সের ওপেনিং পার্টনারশিপ। ৩৪ বলে ৬৯ রান করে আউট হলেন তিনি। সাফল্য পেলেন আকাশ দীপ। ৯ ওভার শেষে মুম্বইয়ের স্কোর ১০৩/১। রোহিত ২৯ রানে ক্রিজে রয়েছেন

MI vs RCB LIVE Updates: বিধ্বংসী ব্যাটিং

পাওয়ার প্লেতে মুম্বইয়ের বিধ্বংসী ব্যাটিং। ছয় ওভারেই বিনা উইকেটে উঠল ৭২ রান। ২৩ বলে ৫০ রানের গণ্ডি পার করলেন ঈশান কিষাণ। তিনি ৫৫ ও রোহিত ১৫ রানে ব্যাট করছেন।

MI vs RCB LIVE: 'ফিনিশার' ডিকে

২২ বলে দুরন্ত অর্ধশতরান হাঁকালেন দীনেশ কার্তিক। ২০ ওভারে আট উইকেটে ১৯৬ রান তুলল আরসিবি।

MI vs RCB LIVE Updates: বুমরার পাঁচ

দলের প্রয়োজনে ফের একবার এগিয়ে এলেন যশপ্রীত। আরসিবির বিরুদ্ধে মহাগুরুত্বপূর্ণ ম্যাচে পাঁচ উইকেট নিলেন মুম্বই ইন্ডিয়ান্সের তারকা ফাস্ট বোলার। চার ওভারে তাঁর সংগ্রহ ১৯ রানের বিনিময়ে পাঁচ উইকেট। ১৯ ওভার শেষে আরসিবির স্কোর ১৭৫ রানে আট উইকেট। 

MI vs RCB LIVE: বুমরার জোড়া উইকেট

১৭তম ওভারেই অল্পের জন্য রক্ষা পেয়েছিলেন ডু প্লেসি। কিন্তু শেষ হাসি হাসলেন বুমরাই। ফুলটস বলে বড় শট হাঁকাতে গিয়ে ব্যাটে বলে সঠিক সংযোগ ঘটাতে পারেননি আরসিবি অধিনায়ক। লং অন থেকে ছুটে এসে দুরন্ত ক্যাচ ধরলেন টিম ডেভিড। ৬১ রানে শেষ হল ডু প্লেসির ইনিংস। ঠিক পরের বলেই বুমরার ঠিকানা লেখা ইয়র্কারের সামনে পরাস্ত হন মাহিপাল লোমরোরও। খাতা খোলার আগেই তিনি সাজঘরে ফেরেন। ১৭ ওভার শেষে আরসিবির স্কোর ১৫৪/৬।  

MI vs RCB LIVE Updates: ম্যাক্সওয়েলের হতাশাজনক আইপিএল অব্যাহত

এই মাঠেই বিশ্বকাপে অবিশ্বাস্য ২০০ হাঁকিয়েছিলেন গ্লেন ম্যাক্সওয়েল। কার্যত এক পায়ে ম্যাচ জিতিয়েছিলেন অস্ট্রেলিয়াকে। তবে আরসিবির হয়ে আজ খাতাই খুলতে পারলেন না তিনি। তবে ৩৩ বলে ৫০ পূরণ করলেন ফাফ। ১৪ ওভার শেষে স্কোর ১২১/৪।    

MI vs RCB LIVE: ৫০ করেই আউট পাতিদার

মাত্র ২৫ বলে দুরন্ত অর্ধশতরান পূরণ করলেন রজত পাতিদার। জেরাল্ড কোয়েৎজের বিরুদ্ধে পরপর দুই বলে দুই ছক্কা হাঁকান তিনি। আরসিবিও শতরানের গণ্ডি পার করে। তবে দুই ছক্কার পরেই কোয়েৎজের দুরন্ত বাউন্সারে সাজঘরে ফিরতে হল তাঁকে। ১২ ওভার শেষে স্কোর ১০৭/৩।

MI vs RCB LIVE Updates: ইনিংসের মাঝপথে আরসিবির ৮৯/২

নিজেদের ব্যাটিং ইনিংসের মাঝপথে আরসিবির স্কোর ৮৯/২। শুরুতেই দুই উইকেট হারালেও, আরসিবির ইনিংস সামলে নিয়েছেন ডু প্লেসি ও পাতিদার। তৃতীয় উইকেটে ইতিমধ্যেই দুইজনে ৬৬ রান যোগ করে ফেলেছেন। পাতিদার ৩৬ ও ডু প্লেসি ৩৯ রানে ব্যাট করছেন।

MI vs RCB LIVE: পাওয়ার প্লে শেষ

পাওয়ার প্লের ছয় ওভার শেষে আরসিবির স্কোর দুই উইকেটের বিনিময়ে ৪৪ রান। রজত পাতিদার ১১ ও ডু প্লেসি ২২ রানে ব্যাট করছেন।

MI vs RCB LIVE Updates: দ্বিতীয় সাফল্য

দুই চার মেরে শুরুটা বেশ ভালই করেছিলেন। তবে মাধওয়ালের বিরুদ্ধে বড় শট হাঁকাতে গিয়ে শেষমেশ মিড অনে আট রানে ধরা দিলেন উইল জ্যাকস।

MI vs RCB LIVE: কোহলি আউট

বুমরা বনাম বিরাটের লড়াইয়ের দিকে সকলেরই নজর ছিল। দুই তারকার দ্বৈরথই ম্যাচের ভাগ্য নির্ধারণ করতে পারে বলেও মনে করছিলেন অনেকে। সেই দ্বৈরথে শেষ হাসি হাসলেন বুমরা। পঞ্চমবার কোহলিকে আউট করলেন বুমরা। মাত্র তিন রানে সাজঘরে ফিরলেন তিনি। বুমরাকে পুল মারতে গিয়ে কোহলির ব্যাটের কাণায় লেগে বল কিপার ঈশান কিষাণেক হাতে চলে যায়। ১৪ রানে প্রথম উইকেট হারাল আরসিবি। তিন ওভার শেষে স্কোর ১৮/১। 

MI vs RCB LIVE Updates: পয়মন্ত মাঠে নেই গ্রিন

ওয়াংখেড়ের মাঠে গ্রিনের রেকর্ড অনবদ্য। তিনি ৭৬.৩৩ গড় ও ১৭২.১৮ স্ট্রাইক রেটে ২২৯ রান করেছেন এই মাঠে। তবে সেই পয়মন্ত মাঠেই দল থেকে বাদ পড়লেন ক্যামেরন গ্রিন। উইল জ্যাকস আরসিবির হয়ে নিজের অভিষেক ঘটাচ্ছেন।  

MI vs RCB LIVE: টস জিতল মুম্বই ইন্ডিয়ান্স

আরসিবির বিরুদ্ধে টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নিলেন মুম্বই ইন্ডিয়ান্স অধিনায়ক হার্দিক পাণ্ড্য। 

প্রেক্ষাপট

মুম্বই: আজ মুম্বইয়ের ওয়াংখেড়েতে মুখোমুখি সম্ভবত আইপিএলের (IPL 2024) দুই সবথেকে হাই প্রোফাইল দল। এক দলে রোহিত শর্মা, যশপ্রীত বুমরা (Jasprit Bumrah), হার্দিক পাণ্ড্য তো আরেক দলে বিরাট কোহলি (Virat Kohli), ফাফ ডু প্লেসি, গ্লেন ম্যাক্সেওয়েলের মতো মহাতারকা। তবে মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians) বা রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (Royal Challengers Bengaluru), কারুর জন্যই আইপিএলের শুরুটা ভাল হয়নি। একদল তিন ম্যাচ হারের পর অবশেষে প্রথম জয় পেয়েছে। আরেকদল একটি ম্য়াচ জয়ের পর নাগাড়ে তিন ম্যাচ হেরেছে। তাই মুম্বই এবং আরসিবি, উভয় দলেরই যে আজকের ম্যাচে দুই পয়েন্ট জেতাটা খুবই গুরুত্বপূর্ণ, তা বলাই বাহুল্য।


এই ম্যাচের আগে আরসিবির চিন্তার বিষয় স্পিন ফাঁদ। চলতি আইপিএলে মাঝের ওভারগুলিতে আরসিবি গড়ে ৫০ রানের বিনিময়ে চার উইকেট হারিয়েছে। তবে স্পিনের বিরুদ্ধে আরসিবি ব্য়াটারদের স্ট্রাইকরেট ১২৫, টুর্নামেন্টের দ্বিতীয় নিম্নতম। এই সমস্যা দূর করতেই আরসিবি ব্যাটাররা ম্যাচের আগেরদিন জোরকদমে নেটে স্পিনের বিরুদ্ধে অনুশীলন চালালেন। বিরাট কোহলি টুর্নামেন্টের সর্বোচ্চ রানসংগ্রাহক হলেও ডু প্লেসি, ম্যাক্সওয়েলরা রান পাচ্ছেন না। ওয়াংখেড়েতে তাই আরসিবি ব্যাটিংয়ের দিকে বিশেষ নজর থাকবে। তবে মুম্বই কিন্তু চার ম্যাচে মাত্র ১৮ ওভার স্পিনারদের দিয়ে করিয়েছে। গত ম্যাচে মহম্মদ নবি ও পীযূষ চাওলা মিলে চার ওভার হাত ঘোরান। আরসিবির বিরুদ্ধে সেই পরিকল্পনায় বদল ঘটতে পারে। কুমার কার্তিকেয়া, শামস মুলানিরা একাদশে সুযোগ পেলেও পেতে পারেন।


তবে এই ম্যাচে কোহলি বনাম বুমরার দ্বৈরথের দিকে কিন্তু বিশেষ নজর থাকবে। একজন মতান্তরে বিশ্বের সর্বসেরা সীমিত ওভারের ব্যাটার, আরেকজন মতান্তরে বর্তমান বিশ্বের সেরা বোলার। দুই মহাতারকার দ্বৈরথ কিন্তু ম্যাচের ভাগ্য নির্ধারণ করতে পারে। বুমরার বিরুদ্ধে কোহলি ৯২ বলে ১৪০ রান করেছেন। স্ট্রাইক রেট ১৫২.২। তবে কোহলিকে চারবার আউটও করেছেন বুমরা। তাই হাড্ডাহাড্ডি লড়াই হওয়ার সম্ভাবনা প্রবল।


আরেক ক্রিকেটার যার দিকে এই ম্যাচে বিশেষ নজর থাকবেন, তিনি হলেন ক্যামেরন গ্রিন। এ মরশুমেই গ্রিন মুম্বই থেকে ট্রেডিংয়ে আরসিবিতে যোগ দিয়েছেন। ওয়াংখেড়ের মাঠে গ্রিনের রেকর্ড কিন্তু অনবদ্য। তিনি ৭৬.৩৩ গড় ও ১৭২.১৮ স্ট্রাইক রেটে ২২৯ রান করেছেন এই মাঠে। গ্রিন এই ম্যাচে ওয়াংখেড়েতে নিজের রেকর্ড বজায় রাখলে কিন্তু মুম্বই সমর্থক ও ক্রিকেটারদের চিন্তা বাড়বে। দুই তারকাখচিত দলের দ্বৈরথে শেষ হাসি কে হাসে, সেটাই দেখার।  

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.