পুণে : চেনা-ছন্দে চেজ-মাস্টার। কোহলি ক্লাসিক ইনিংসে মুম্বই ইন্ডিয়ান্সকে টেক্কা দিল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। ৭ উইকেটে ম্যাচ জিতে এবারের আইপিএলে তাদের চতুর্থ ম্যাচে তৃতীয় জয় পেয়ে ৬ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকায় ৩ নম্বরে পৌঁছে গেল আরসিবি। বিরাট কোহলি (৪৮) ও অনুজ রাওয়াতের (৬৬) দুরন্ত ব্যাটিংয়ে জয় ছিনিয়ে নিল তারা। এদিকে, চেন্নাইয়ের মতোই টানা চতুর্থ ম্যাচে হারল মুম্বই ইন্ডিয়ান্স।


ব্যাঙ্গালোরের রান তাড়া


১৫২ রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে ব্যাঙ্গালোরের পক্ষে শুরুটা ভাল করেছিলেন অধিনায়ক ফাফ ডু প্লেসি (১৬) ও অনুজ রাওয়াত। ডু প্লেসি অল্প রানে সাজঘরে ফিরলেও তিন নম্বরে নেমে চেজমাস্টার কোহলি নিজের চেনা ছন্দে দলকে টানতে থাকেন। অনুজ কিছুটা আক্রমণাত্মক খেলতে শুরু করেন আর বিরাট একপ্রান্ত আগলে স্কোরবোর্ডে রান তোলা জারি রাখেন। ৮০ রানের পার্টনারশিপ জোড়েন তারা। ৪৭ বলে ২ টি বাউন্ডারি ও ৬টি ওভার বাউন্ডারির সাহায্যে ৬৬ রান করে অনুজ ফিরলেও দলকে টানতে থাকেন বিরাট। ৩৬ বলে ৫টি বাউন্ডারির সাহায্যে ৪৮ রানের ঝকঝকে ইনিংস খেললেও হাফসেঞ্চুরি ফসকান কোহলি। রান তাড়ার শেষপর্বে তিনি ফিরলেও গ্লেন ম্যাক্সওয়েল জোড়া বাউন্ডারি হাঁকিয়ে ১০ বল বাকি থাকতেই ম্যাচ জেতান ব্যাঙ্গালোরকে।


মুম্বইয়ের ইনিংস


টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের (Royal Challengerrs Bangalore) অধিনায়ক ফাফ ডু প্লেসি (Faf Du plesis)। মুম্বইয়ের হয়ে রোহিত শর্মা (Rohit Sharma) ও ইশান কিষাণ শুরুটা যে ছন্দে করেছিলেন, তাতে মনে হচ্ছিল এবারের আইপিএলে এখনও জয়ের মুখ না দেখা মুম্বই শিবির মুখিয়ে রয়েছে বড় স্কোর খাড়া করতে। ৬ ওভারে বিনা উইকেটে ৪৯ রান তুলে ফেলেছিল মুম্বই। যদিও পাওয়ার প্লে শেষ হতেই বদলে গেল ছবিটা। রোহিতকে (২৬) সাজঘরে ফিরিয়ে ৫২ রানের ওপেনিং পার্টনারশিপ ভাঙেন আরসিবি-র পেস অলরাউন্ডার হর্ষল প্যাটেল।


তারপর একে একে ডেওয়াল্ড ব্রেভিস (০), তিলক ভার্মা (০), কিয়ের পোলার্ড (০), ইশান কিষাণ (২৬) ও রমনদীপ সিংহ (৬) সাজঘরে ফেরেন। ৫০ রানে প্রথম উইকেট খোওয়ানোর পর ৭৯ রানে ষষ্ঠ উইকেট হারায় মুম্বই। মাত্র ২৯ রানে ৬ উইকেট খুইয়ে টলমল করতে থাকা মুম্বইয়ের তরীর হাল ধরেন সূর্যকুমার। ভয়ঙ্কর হয়ে ওঠার নমুনা মেলে ধরা ইশানকে সাজঘরে ফেরান বাংলার আকাশদীপ (১/২০)। শেষপর্বে সূর্যকুমার যাদবের দুরন্ত ইনিংসে অবশ্য বোলারদের লড়াই করার মতো স্কোর খাড়া করেছিল মুম্বই। যদিও কোহলি-অনুজের দুরন্ত ব্যাটিংয়ে মুম্বইয়ের জয়ের মুখ দেখা হল না এখনও।


আরও পড়ুন- ঋষভদের বিরুদ্ধে লড়াই শ্রেয়সদের, মুখোমুখি দিল্লি-কলকাতা ডুয়েলে পরিসংখ্যানের হাল-হকিকত