পুণে : দুই ওপেনার ঝোড়ো শুরুটা করেছিলেন। কিন্তু পাওয়ার প্লে শেষ হতেই কার্যত বদলে গেল গোটা ছবিটা। একের পর এক উইকেট খুইয়ে প্রবল চাপের মধ্যে পড়ল মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians)। মাত্র ২৯ রানে ৬ উইকেট খুইয়ে ফেলেছিল তারা। যদিও শেষ পর্যন্ত অবশ্য সূর্যকুমার যাদবের লড়াকু ইনিংসে ভর করে লড়াকু ১৫১ রান তুলল রোহিত ব্রিগেড। ইনিংসের শেষ বলে ছক্কা সহ মোট ৬ টি ওভার বাউন্ডারি ও ৫ টি বাউন্ডারিতে ৩৭ বলে অপরাজিত ৬৮ রানের দুন্ত ইনিংস খেললেন সূর্যকুমার যাদব (Suryakumar Yadav)। জয়দেব উদানকাটকে সঙ্গে নিয়ে সপ্তম উইকেটে ৭২ রানের অতি মূল্যবান পার্টনারশিপ গড়লেন তিনি।
টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের (Royal Challengerrs Bangalore) অধিনায়ক ফাফ ডু প্লেসি (Faf Du plesis)। মুম্বইয়ের হয়ে রোহিত শর্মা (Rohit Sharma) ও ইশান কিষাণ শুরুটা যে ছন্দে করেছিলেন, তাতে মনে হচ্ছিল এবারের আইপিএলে এখনও জয়ের মুখ না দেখা মুম্বই শিবির মুখিয়ে রয়েছে বড় স্কোর খাড়া করতে। ৬ ওভারে বিনা উইকেটে ৪৯ রান তুলে ফেলেছিল মুম্বই। যদিও পাওয়ার প্লে শেষ হতেই বদলে গেল ছবিটা। রোহিতকে (২৬) সাজঘরে ফিরিয়ে ৫২ রানের ওপেনিং পার্টনারশিপ ভাঙেন আরসিবি-র পেস অলরাউন্ডার হর্ষল প্যাটেল।
তারপর একে একে ডেওয়াল্ড ব্রেভিস (০), তিলক ভার্মা (০), কিয়ের পোলার্ড (০), ইশান কিষাণ (২৬) ও রমনদীপ সিংহ (৬) সাজঘরে ফেরেন। ৫০ রানে প্রথম উইকেট খোওয়ানোর পর ৭৯ রানে ষষ্ঠ উইকেট হারায় মুম্বই। মাত্র ২৯ রানে ৬ উইকেট খুইয়ে টলমল করতে থাকা মুম্বইয়ের তরীর হাল ধরেন সূর্যকুমার। ভয়ঙ্কর হয়ে ওঠার নমুনা মেলে ধরা ইশানকে সাজঘরে ফেরান বাংলার আকাশদীপ (১/২০)। শেষপর্বে সূর্যকুমার যাদবের দুরন্ত ইনিংসে অবশ্য বোলারদের লড়াই করার মতো স্কোর পেয়ে গেল মুম্বই।
আরও পড়ুন- ঋষভদের বিরুদ্ধে লড়াই শ্রেয়সদের, মুখোমুখি দিল্লি-কলকাতা ডুয়েলে পরিসংখ্যানের হাল-হকিকত