চেন্নাই: ২০০৮ সালে যখন আইপিএল (IPL 2024) শুরু হয়েছিল, সেই সময়ের থেকে এখন ছবিটা আমূল বদলেছে। খেতাব জয়ের পর চ্যাম্পিয়ন দল যেমন মোটা অঙ্কের আর্থিক পুরস্কার পাবে, তেমনই রানার্স আপ শিবিরও পাবে মোটা অঙ্কের অর্থ পুরস্কার। কিন্তু অঙ্কটা কত? আপনিও জানলে আপনার চোখ কপালে উঠবে। আইপিএলের ফাইনালে (IPL 2024 Final) এবার মুখোমুখি হতে চলেছে কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders) ও সানরাইজার্স হায়দরাবাদ (Sunrisers Hyderabad)। বছরের পর বছর টুর্নামেন্টের আর্থির পুরস্কারের অঙ্কটাও বেড়েছে। মোট ৪৬ কোটি ৫০ লক্ষ টাকা ধার্য করা হয়েছে পুরস্কারমূল্য হিসেবে।
কলকাতা ও হায়দরাবাদ শিবিরের মধ্যে যে দল জিতবে তারা ২০ কোটি টাকা আর্থিক পুরস্কার পাবে। অন্য়দিতে রানার্স আপ দল ১৩ কোটি টাকা পাবে। এছাড়াও তৃতীয় স্থানে থাকা দল ৭ কোটি টাকা আর্থিক পুরস্কার পাবে। ৬.৫ কোটি টাকা আর্থিক পুরস্কার পাবে চতুর্থ স্থানে থাকা দলটি। ব্যক্তিগত স্তরেও দুর্দান্ত পারফরম্য়ান্সের পুরস্কার মিলবে। সেক্ষেত্রে ইমার্জিং প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট যে জিতবেন তিনি ২০ লক্ষ টাকা পুরস্কার পাবেন। অরেঞ্জ ক্যাপ যে জিতবেন, তিনি ক্যাশ প্রাইজ হিসেবে ১৫ লক্ষ টাকা আর্থিক পুরস্কার পাবেন। পার্পল ক্যাপও যিনি জিতবেন, তিনিও ১৫ লক্ষ টাকা পুরস্কার জিতবেন।
পাওয়ার প্লেয়ার অফ দ্য সেশন ও সুপার স্ট্রাইকার অফ দ্য সেশন যিনি হবেন তিনি ১৫ লক্ষ টাকা আর্থিক পুরস্কার পাবেন। মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার ও গেমচেঞ্জার অফ দ্য সেশন যিনি হবেন, তিনি ১২ লক্ষ টাকা পুরস্কার জিতবেন।
শ্রেয়স আইয়ার চলতি মরশুমে কেকআরকে ১৪ ম্য়াচে নেতৃত্ব দিয়েছেন। মাত্র ৩ ম্য়াচ হেরেছেন। ১০ ম্য়াচ জিতেছেন। একটি ম্য়াচ বৃষ্টিতে ভেস্তে গিয়েছে। জয়ের শতকরা শতাংশ ৭৬.৯২। শ্রেয়সের নেতৃত্বে দিল্লি ক্য়াপিটালসও প্লে অফে জায়গা করে নিয়েছিল। অন্যদিকে প্যাট কামিন্স দেশের জার্সিতে অধিনায়ক হিসেবে দুর্দান্ত পারফর্ম করেছেন। চলতি আইপিএলের আগে নিলামে প্যাট কামিন্সকে ২০.৫০কোটি টাকা মূল্যে নেওয়া হয়েছিল। ১৫ ম্য়াচের মধ্যে ৯টি জয় ও ৬টি হারের মুখে পড়তে হয় তাদের। জয় ৬০ শতাংশ।
দেশের জার্সিতে টেস্ট চ্যাম্পিয়নশিপ ও বিশ্বকাপ জিতেছেন। অ্যাশেজ জিতেছেন। এবার আইপিএলে জয়ের সুযোগ কামিন্সের সামনে। শ্রেয়সের সামনেও সুযোগ কেকেআর অধিনায়ক হিসেবে প্রথমবার আইপিএল জেতার।
আরও পড়ুন: ষোলকলা পূরণ করার পালা, আজ কখন, কোথায় দেখবেন কেকেআর-হায়দরাবাদ আইপিএল ফাইনাল?