জেড্ডা: সাত বছরের সম্পর্ক ছিন্ন হয়েছে। আইপিএলে আর রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালরুর জার্সিতে খেলতে দেখা যাবে না মহম্মদ সিরাজকে। এবার নিলামের আগে আরসিবি রিটেন করেনি ডানহাতি পেসারকে। এরপর নিলামের টেবিলেও তাঁর জন্য আরটিএম কার্ড ব্যবহার করেনি আরসিবি। তবে নিলামের টেবিল থেকে গুজরাত টাইটান্স ১২ কোটি ২৫ লক্ষ টাকা মূল্যে তাঁকে দলে নিয়ে নেয়। এবার সোশ্য়াল মিডিয়ায় আরসিবি সমর্থকদের জন্য আবেগঘন বার্তা লিখলেন মহম্মদ সিরাজ।
নিজের সোশ্য়াল মিডিয়া পোস্টে সিরাজ লিখেছেন, ''আরসিবির সমর্থকদের প্রতি আমি চিরকৃতজ্ঞ থাকব। সাতটা বছর আমি দলের হয়ে খেলেছি। গর্বের সঙ্গে আরসিবির জার্সিতে পরে মাঠে নামতাম আমি। ভালবাসা ও আবেগ আলাদা অনুভব করতাম। আমি প্রথম যেদিন সেই জার্সি গায়ে চাপিয়েছিলাম, সেদিনও বুঝিনি যে এতটা আত্মস্ত হয়ে যাব দলটার সঙ্গে। আরসিবির জার্সি পরে প্রথম বল করা, প্রথম উইকেট পাওয়া, প্রতিটা মুহূর্ত, প্রতিটা ম্য়াচ তোমাদের সঙ্গে কাটিয়েছি। সফরে অনেক ওঠাপড়া ছিল। কিন্তু সবসময় সমর্থন পেয়েছি প্রত্যেকের। আরসিবি একটা ফ্র্যাঞ্চাইজির থেকেও বড় একটা আবেগ আমার কাছে। নিজের বাড়ির মত মনে হত আমার।''
সিরাজ আরও লিখেছেন, ''যেদিন আমরা হেরে যেতাম, সেদিন সবাই হতাশ হয়ে যেতাম। কিন্তু গ্যালারি আমাদের প্রতি মুহূর্তে সমর্থন জুগিয়ে চলেছে। তোমরা উচ্ছ্বাসে মেতে উঠেছ। তোমরা চোখের জলও ফেলেছ। আমি একটা কথা ভীষণভাবে মনে করি আরসিবির মত ক্রিকেট সমর্থক গোটা বিশ্বে আর কোনও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে নেই।''
সৌদি আরবের জেড্ডায় হওয়া নিলামের টেবিলে বেস প্রাইস ২ কোটি টাকা মূল্য ছিল মহম্মদ সিরাজের। প্রথমবার তাঁকে নিয়ে দর তোলে সিএসকে। ৮ কোটি দর পেরিয়ে গেলে সিএসকে দৌড় থেকে সরে আসে। এরপরই গুজরাত ঢুকে পড়ে দৌড়ে। শামিকে রিটেন করেনি গুজরাত এবার। তার জন্যই একজন ভারতীয় পেসারকে দলে নিতে মরিয়া ছিল গুজরাত ফ্র্যাঞ্চাইজি। তবুও ১২ কোটি পর্যন্ত রাজস্থান রয়্যালসও দৌড়ে ছিল। শেষ পর্যন্ত ১২ কোটি ২৫ লক্ষ টাকা মূল্যে সিরাজকে দলে নিয়ে নিল গুজরাত টাইটান্স। গত মরশুম পর্যন্ত শামি ছিলেন গুজরাত টাইটান্সের পেস অ্যাটাকের প্রধান মুখ। কিন্তু শামিকে ছেড়ে দেওয়ায় সিরাজকে দলে নিয়ে নিল শুভমন গিলের নেতৃত্বাধীন ফ্র্যাঞ্চাইজি।