কলকাতা: আইপিএলের (IPL Mega Auction) বহু প্রতীক্ষিত নিলাম পর্ব শেষ হয়েছে। নকশা অনুযায়ী দল সাজিয়ে নিয়েছে দশ দলই। নতুন ঘর সাজিয়েছে গতবারের চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্সও (KKR)। কেমন হল কেকেআর দল? কারা সুযোগ পেতে পারেন প্রথম একাদশে?
সর্বোচ্চ ২৫ জন ক্রিকেটারকে রাখা যায় কোনও দলে। কেকেআর মোট ২১ জনকে নিয়ে গড়েছে দল। আইপিএল নিলামের আগেই ৬ জন ক্রিকেটারকে রিটেন করেছিল কলকাতা নাইট রাইডার্স। তার মধ্যে সর্বোচ্চ ১৩ কোটি টাকা দিয়ে রিটেন করেছিল রিঙ্কু সিংহকে। ক্যারিবিয়ান অলরাউন্ডার আন্দ্রে রাসেলকে ১২ কোটি টাকা দিয়ে রিটেন করেছে কেকেআর। ১২ কোটি টাকা দিয়েই ক্যারিবিয়ান বিস্ময় স্পিনার সুনীল নারাইনকে ধরে রেখেছে নাইট শিবির। বরুণ চক্রবর্তীকে ১২ কোটি টাকা দিয়ে ধরে রেখেছে কেকেআর। হর্ষিত রানাকে ৪ কোটি টাকায় রিটেন করেছে কেকেআর। রামনদীপ সিংহকে রিটেন করা হয়েছে ৪ কোটি টাকায়।
নিলামের টেবিল থেকে সাড়ে ৬ কোটি টাকায় দক্ষিণ আফ্রিকার পেসার অনরিক নখিয়াকে নিয়েছে কেকেআর। দক্ষিণ আফ্রিকার উইকেটকিপার ব্যাটার কুইন্টন ডি'কককে ৩ কোটি ৬০ লক্ষ টাকায় নিয়েছে নাইট শিবির। ৩ কোটি টাকায় পুরনো নাইট অঙ্গকৃষ রঘুবংশীকে এবারও দলে নিয়েছে কেকেআর। নিলামে বেঙ্কটেশ আইয়ারকে ২৩ কোটি ৭৫ লক্ষ টাকায় কেনা হয়েছে। কেকেআরের এবারের দলে সবচেয়ে দামি ক্রিকেটার তিনিই। ২.৮০ কোটি টাকায় স্পেনসার জনসনকে নিয়েছে শাহরুখ খান-জুহি চাওলার দল।
এছাড়া ২ কোটি টাকায় আফগান উইকেটকিপার রহমানউল্লাহ গুরবাজকে এবারও দলে নিয়েছে কেকেআর। ২ কোটি টাকা দিয়ে ইংরেজ তারকা মঈন আলিকে দলে নিয়েছে কেকেআর। গতবারও ছিলেন কেকেআরে। এবার ১.৮০ কোটি টাকায় বৈভব অরোরাকে নিয়েছে নাইট শিবির। ক্যারিবিয়ান তারকা রোভম্যান পাওয়েলকে দেড় কোটি টাকায় কিনেছে কেকেআর।
একটা সময় জাতীয় দলের নির্ভরযোগ্য তারকা অজিঙ্ক রাহানেকেও দেড় কোটি টাকায় নিয়েছে কলকাতা নাইট রাইডার্স। ৭৫ লক্ষ টাকায় জম্মু ও কাশ্মীরের ফাস্টবোলার উমরন মালিককে নিয়েছে কেকেআর। মণীশ পাণ্ডেকেও ৭৫ লক্ষ টাকায় দলে নিয়েছে কেকেআর। ৪০ লক্ষ টাকায় অনুকূল রায়কে কিনেছে কেকেআর। মণীশ ও অনুকূল দুজনই আগেও ছিলেন নাইট শিবিরে।
সেই সঙ্গে ৩০ লক্ষ টাকায় লুভনিথ সিসোদিয়াকে কিনেছে নাইট শিবির। বেস প্রাইস ৩০ লক্ষ টাকায় ময়ঙ্ক মারকান্ডেকে দলে নিয়েছে কেকেআর। সব মিলিয়ে আটজন বিদেশি ও ১৩ জন ভারতীয় ক্রিকেটার রয়েছে দলে।
সম্ভাব্য একাদশ
ওপেনিং - সুনীল নারাইন ও কুইন্টন ডি'কক/রহমানউল্লাহ গুরবাজ
মিডল অর্ডার - অঙ্গকৃষ রঘুবংশী/অজিঙ্ক রাহানে, বেঙ্কটেশ আইয়ার, রিঙ্কু সিংহ, আন্দ্রে রাসেল, রামনদীপ সিংহ
বোলার - হর্ষিত রানা, বরুণ চক্রবর্তী, বৈভব অরোরা ও অনরিক নখিয়া/স্পেনসার জনসন
আরও পড়ুন: কিনব না কথা দিয়েও কেন পন্থের জন্য নিলামে ঝাঁপিয়েছিল দিল্লি? ফাঁস করলেন অন্যতম শীর্ষ কর্তা
পুরো দল:
ব্যাটার - রিঙ্কু সিংহ (রিটেনড), রোভম্যান পাওয়েল, অঙ্গকৃষ রঘুবংশী, মণীশ পাণ্ডে, লুভনিথ সিসোদিয়া, অজিঙ্ক রাহানে
উইকেটকিপার - কুইন্টন ডি'কক, রহমানউল্লাহ গুরবাজ
অলরাউন্ডার - বেঙ্কটেশ আইয়ার, আন্দ্রে রাসেল (রিটেনড), রামনদীপ সিংহ (রিটেনড), সুনীল নারাইন (রিটেনড), অনুকূল রায় ও মঈন আলি
স্পিনার - বরুণ চক্রবর্তী (রিটেনড), ময়ঙ্ক মারকাণ্ডে
ফাস্টবোলার - হর্ষিত রানা (রিটেনড), বৈভব অরোরা, অনরিক নখিয়া, স্পেনসার জনসন ও উমরন মালিক
আরও পড়ুন: ঝুলিতে ২১ ক্রিকেটার, চোখধাঁধানো দাম পেলেন বেঙ্কটেশ, কেমন হল কেকেআর দল?