নয়াদিল্লি: গত বিশ্বকাপের পর থেকে আর ২২ গজে মহম্মদ শামিকে (হ খেলতে দেখা যায়নি। আশা করা হচ্ছিল তিনি ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্টে সিরিজ়েই জাতীয় দলে প্রত্যাবর্তন ঘটাবেন। শামি নিজেও তেমনটাই জানিয়েছিলেন। তবে তা সম্ভব হয়নি। এবার পিটিআইয়ের এক রিপোর্ট অনুযায়ী পরের মাস থেকে শুরু হতে চলা আইপিএলেও (IPL 2024) দেখা যাবে না তারকা ফাস্ট বোলার। 


শামির গোড়ালির চোট প্রাথমিকভাবে যতটা অনুমান করা হয়েছিল, তার থেকে অনেকটাই গুরুতর এবং সেই চোট সারাতে তাঁকে অস্ত্রোপ্রচার করাতে হবে। বিসিসিআইয়ের এক সূত্র পিটিআইকে এমনটাই জানিয়েছেন। এর জেরেই গোটা আইরপিএলেই আর শামির অংশগ্রহণ করা হচ্ছে না বলে উক্ত রিপোর্টে দাবি করা হয়েছে।


শামির না থাকাটা গত বারের রানার্স আপ গুজরাত টাইটান্সের জন্য বড় ধাক্কা। দুই মরশুমেই গুজরাত ফ্র্যাঞ্চাইজির ফাস্ট বোলিং বিভাগকে নেতৃত্ব দেওয়ার পাশাপাশি তিনি দলের হয়ে দুরন্ত পারফর্মও করেন। ২০২২ মরশুমে শামি খেতাবজয়ী দলের হয়ে ২০টি উইকেট নেন। গত মরশুমে তাঁর উইকেটসংখ্যা ছিল ২৮। মাত্র ১৮.৬৪ গড়ে শামি নিজের উইকেটগুলি নিয়েছিলেন। নতুন বল হাতে তাঁর ঘাতক সুইং শুরুতেই প্রতিপক্ষ দলকে ধাক্কা দিয়ে চাপে ফেলে দিতে ভীষণই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।


৩৩ বছর বয়সি ফাস্ট বোলারের না থাকাটা যে গুজরাতের জন্য বড় ধাক্কা, তা বলাই বাহুল্য। এমনিই এ মরশুমে গুজরাতের নেতৃত্ব বদল হয়েছে। বিগত দুই মরশুমের অধিনায়ক হার্দিক পাণ্ড্য এ মরশুমের আগে দল ছেড়ে মুম্বই ইন্ডিয়ান্সে রওনা দিয়েছেন। পল্টনদের নেতৃত্ব দেবেন তিনি। গুজরাতকে এ মরশুমে নেতৃত্ব দেওয়ার দায়ভার পড়েছে শুভমন গিলের কাঁধে। তরুণ অধিনায়ক যে শামির মতো এক অভিজ্ঞ তারকার উপস্থিতিতে উপকৃতই হতেন তা বলাই বাহুল্য। 


শামির ছিটকে যাওয়ার খবরটি অবশ্য গুজরাতের তরফে এখনও সরকারিভাবে ঘোষণা করা হয়নি। শামির বদলে গুজরাত মরশুম শুরুর আগেই নতুন এক খেলোয়াড়কে সই করাতে পারবে। তবে শর্ত একটাই সেই নতুন খেলোয়াড়ের বেস প্রাইস কোনওভাবেই শামির বেস প্রাইসের থেকে অধিক হতে পারবে না। শামির বদলে গুজরাত কাকে দলে নেয়, সেটাই দেখার বিষয়।


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


আরও পড়ুন: দূর থেকে ঘাসে মোড়া, সামনে এলেই রং বদল, রাঁচির পিচ নিয়ে ধন্দে ইংল্যান্ড অধিনায়ক স্টোকস