রাঁচি: করোনার বাড়বাড়ন্তের জেরে স্থগিত করে দিতে হয়েছে এবারের আইপিএল। আট দলের সব ক্রিকেটারেরাই বাড়ির উদ্দেশে বেরিয়ে পড়েছেন। শুধুমাত্র যাঁরা করোনা আক্রান্ত হয়েছিলেন, তাঁরা টিমহোটেলেই কোয়ারেন্টিনে রয়েছেন। আর আটকে রয়েছেন কয়েকজন বিদেশি ক্রিকেটার।


চেন্নাই সুপার কিংসের সব ক্রিকেটার যে যাঁর বাড়ির উদ্দেশে রওনা হওয়ার পর সকলের শেষে নয়াদিল্লি থেকে রাঁচির উদ্দেশে রওনা হয়েছিলেন মহেন্দ্র সিংহ ধোনি। রাঁচি ফিরেই অবশ্য সুখবর পেলেন তিনি। তাঁদের পরিবারে হাজির নতুন অতিথি। ধোনির স্ত্রী সাক্ষী সোশ্যাল মিডিয়ায় যে অতিথির সঙ্গে সকলের পরিচয় করালেন।


কে সেই অতিথি? চেতক। কালো গাঢ় বাদামি রঙের একটি ঘোড়া। রাঁচির রিং রোডে ধোনির ফার্মহাউসে সেটি এখন সকলের আকর্ষণের কেন্দ্রে। সাক্ষী ইনস্টাগ্রামে চেতকের ছবি দিয়ে লিখেছেন, 'স্বাগত চেতক। খাঁটি ভদ্রলোক। বিশেষ করে যখন লিলির সঙ্গে (পোষা কুকুর) তার দেখা হল। আমাদের বাড়ির পশুদের সকলে ওকে আনন্দের সঙ্গে গ্রহণ করেছে।'




প্রসঙ্গত, ধোনির বাড়িতে স্যাম, লিলি, গব্বর ও জোয়া নামের চারটি কুকুর রয়েছে। এবার সেই পোষ্যদের তালিকায় যুক্ত হল চেতক।



করোনার ধাক্কায় আচমকাই মাঝপর্বে স্থগিত হয়ে গিয়েছে আইপিএল। ভারতীয় সকলেই বাড়ি ফিরে গিয়েছেন। বিদেশিরা অবশ্য অনেকে এখনও বাড়ি ফেরার বিমানের অপেক্ষায়। তবে শুক্রবার পর্যন্ত দলের সঙ্গেই ছিলেন মহেন্দ্র সিংহ ধোনি। টিম ম্যানেজমেন্টকে তিনি জানিয়েছিলেন, দলের সকলে বাড়ি ফেরা না পর্যন্ত তিনিও ফিরবেন না। ধোনির এই সিদ্ধান্ত সকলের কাছে প্রবল প্রশংসিত হয়েছে। অনেকেই কুর্নিশ জানিয়েছেন ধোনির এই মানসিকতাকে। সিএসকে দলের সকলে বাড়ি ফেরার পর অবশেষে শুক্রবার রাঁচি ফেরেন ধোনি। চেন্নাই সুপার কিংস দলের একজন বলেছিলেন, 'মাহি ভাই সকলকে বলে দিয়েছিল যে, সকলের শেষে টিমহোটেল থেকে বেরবে। ও চেয়েছিল যে বিদেশি ক্রিকেটারেরা আগে যাক, তারপর ভারতীয় ক্রিকেটারেরা যাবে। মাহি ভাই বলেই দিয়েছিল যে, সকলে নিরাপদে বাড়ি ফিরে যাওয়ার পর সকলের শেষে বিমান ধরবে।'