বেঙ্গালুরু: কলকাতা নাইট রাইডার্স শিবিরে ফের করোনার হানা। এবার একই দিনে দুজন আক্রান্ত হওয়ার খবর প্রকাশ্যে এল। নিউজিল্যান্ডের টিম সিফার্ট ও ভারতের প্রসিদ্ধ কৃষ্ণ। শুক্রবারই নিউজিল্যান্ডের বিরুদ্ধে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল ও ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজের জন্য ভারতীয় দলে স্ট্যান্ড বাই হিসাবে জায়গা পেয়েছিলেন। তার একদিন পরেই করোনা পজিটিভ হলেন ভারতীয় দলের পেসার ও কলকাতা নাইট রাইডার্সের ক্রিকেটার প্রসিদ্ধ। 


তিনি হলেন কলকাতা নাইট রাইডার্সের চতুর্থ ক্রিকেটার যাঁর করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে। বরুণ চক্রবর্তী ও সন্দীপ ওয়ারিয়রের পরে কলকাতা নাইট রাইডার্সের তৃতীয় ক্রিকেটার হিসাবে করোনায় আক্রান্ত হয়েছিলেন টিম সিফার্ট। এবার করোনা পজিটিভ কর্নাটকের প্রসিদ্ধ। 


বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল ও ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজের জন্য ভারতীয় দলে স্ট্যান্ড বাই ক্রিকেটার হিসাবে রাখা হয়েছে প্রসিদ্ধকে। তিনি ছাড়াও আবেশ খান, অভিমন্যু ঈশ্বরন ও আর্জান নাগওয়াসওয়ালাও দলে স্ট্যান্ড বাই হিসাবে জায়গা পেয়েছেন। 


ভারতীয় ক্রিকেট বোর্ড সূত্রে খবর, ইংল্যান্ড রওনা হওয়ার আগে ভারতীয় দলকে ৮ দিনের জৈব সুরক্ষা বলয়ে থাকতে হবে। তারপরেই ইংল্যান্ডের উদ্দেশে রওনা হতে পারবে ভারতীয় দল। জৈব সুরক্ষা বলয়ের শুরু হবে ২৫শে মে থেকে। তার আগে প্রত্যেক ক্রিকেটারকে করোনার নেগেটিভ রিপোর্ট জমা দিতে হবে। প্রসিদ্ধকে এখন দু'সপ্তাহ কোয়ারেন্টিনে থাকতে হবে। যার অর্থ, ২৩ মে-র আগে তিনি বাইরে বেরতে পারবেন না। তারপর তাঁকে ফিটনেস টেস্টে পাশ করতে হবে। সব মিলিয়ে চাপ বাড়ল ডানহাতি পেসারের।


আইসোলেশনের পরে ফের প্রসিদ্ধের করোনা টেস্ট করানো হবে। সেখানে যদি রিপোর্ট নেগেটিভ আসে, তবেই ইংল্যান্ডের সফরে জন্য ভারতীয় দলে জায়গা পাবেন তিনি। তা না হলে বিকল্প কারও খোঁজ করতে হবে বোর্ডকে।

এদিকে, করোনা আক্রান্ত কেকেআরের বিদেশি ক্রিকেটার সিফার্টও। তিনি বাড়ি ফেরার বিমানও ধরতে পারেননি। নিউজ়িল্যান্ড ক্রিকেট বোর্ডের শীর্ষকর্তা ডেভিড হোয়াইট বলেছেন, "খুব দুর্ভাগ্যজনক ঘটনা। ওকে সবরকমভাবে সাহায্য করব। আশা করছি, ওর পরবর্তী রিপোর্টটা নেগেটিভ আসবে। তবে ভারতে সেরা চিকিৎসা ব্যবস্থা পাবে ও।"