চেন্নাই : এবার আর চেন্নাই সুপার কিংসের নেতৃত্বে দেখা যাবে না মহেন্দ্র সিং ধোনিকে। তাঁর জায়গায় আসছেন রবীন্দ্র জাদেজা। ২০১২ সাল থেকে চেন্নাই সুপার কিংসের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত জাদেজা। এই দলকে নেতৃত্ব দেওয়া তিনি হবেন তৃতীয় খেলোয়াড়।


সম্প্রতি, সবাইকে পিছনে ফেলে আইসিসি ক্রমতালিকায় টেস্ট ক্রিকেটে বিশ্বের এক নম্বর অলরাউন্ডারের তাজ পরেছিলেন রবীন্দ্র জাদেজা (Ravindra Jadeja)। মোহালিতে শ্রীলঙ্কার বিরুদ্ধে ব্যাটে-বলে দুরন্ত পারফরম্যান্স মেলে ধরে ওয়েস্ট ইন্ডিজের জেসন হোল্ডারকে (Jason Holder) পিছনে ফেলে টেস্ট অলরাউন্ডারদের ক্রমতালিকায় শীর্ষে পৌঁছে যান জাদেজা। ধারাবাহিক এই সাফল্যের উপর ভর করে এবার সিএসকে-কে নেতৃত্ব দিতে চলেছেন 'জাড্ডু'। এক বিবৃতি অনুযায়ী, চেন্নাই সুপার কিংসের প্রতিনিধিত্ব করে যাবেন ধোনি। এই মরসুমে এবং আগামী সময়েও।


২০০৮ সালে আইপিএলের একেবারে শুরু থেকেই চেন্নাই সুপার কিংসের অধিনায়কত্বের দায়িত্ব সামলেছেন ধোনি। এই মরসুমে সম্ভবত তিনি শেষ আইপিএল খেলতে চলেছেন। ইতিমধ্য়ে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরও নিয়ে ফেলেছেন মাহি।


তাঁর নেতৃত্বে চেন্নাই নজরকাড়া সাফল্য পেয়েছে। ২০১০, ২০১১, ২০১৮ ও ২০২১ সালে জয়লাভ করেছে। চার চার বার আইপিএল জয়ী সিএসকে-র আগে রয়েছে শুধু মুম্বই ইন্ডিয়ান্স। আইপিএলে সব দলের মধ্যে জয়ের শতাংশের নিরিখে রয়েছে সর্বোচ্চ স্থানে। ৬৪.৮৩ শতাংশ।


ডিফেন্ডিং চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস এবার তাদের অভিযান শুরু করবে শেষ বারের রানার-আপ কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে। শনিবার ওয়াংখেড়ে স্টেডিয়ামে শুরু হচ্ছে লড়াই। এদিকে এই মরসুমে রুতুরাজ গাইকোয়াড় সিএসকে-র হয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলে ভবিষ্যবাণী করেছেন প্রাক্তন ক্রিকেটার সুনীল গাভাসকার।


তিনি বলেন, "রুতুরাজ গাইকোয়াড় এমন একজন খেলোয়াড় যাকে খুব কম জায়গায় উন্নতি করতে হবে। বাস্তবিকই তাঁকে কোনও বিষয়েই উন্নতি করতে হবে না। বইয়ে যত রকম শট আছে, তার সবই রয়েছে তাঁর হাতে। কিন্তু, সবথেকে উল্লেখযোগ্য বিষয় তাঁর শট নির্বাচন ক্ষমতা।"