দুবাই: এটাই কী মহেন্দ্র সিংহ ধোনির শেষ আইপিএল? সিএসকে ভক্তরা অন্তত এমন প্রশ্নের উত্তর পেলে কিছুটা খুশিই হবেন। তা হল, সংযুক্ত আরব আমিরশাহিতে হওয়া চলতি আইপিএল ধোনির শেষ আইপিএল নয়। দেশের মাটিতেই চেন্নাইয়ের হয়ে শেষ আইপিএল ম্যাচ খেলতে চান বিশ্বজয়ী ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক। 


নিজেই নাকি এমনটা জানিয়েছেন ধোনি। গত বছর আমিরশাহিতে হয়েছিল আইপিএল। আর এবারের আইপিএলে যখন প্রথম পর্বের খেলা চলছিল, তখনও শুরু থেকেই সিদ্ধান্ত হয়েছিল কোনও দল হোম গ্রাউন্ডে খেলতে পারবে না, তার জন্য চেন্নাইয়ে একটি ম্যাচ খেলতে পারেননি ধোনি। সেই অনুযায়ী ২০১৯ সালে, অর্থাৎ ২ বছর আগেই এম চিদাম্বরম স্টেডিয়ামে শেষবার খেলতে নেমেছিলেন ধোনি সিএসকের জার্সিতে। ইন্ডিয়া সিমেন্টসের ৭৫ বছর পূর্তির অনুষ্ঠানে ধোনি সমর্থকদের উদ্দেশে বলেন, ''সিএসকের হয়ে আমার বিদায়ী ম্যাচ আপনারা মাঠে বসেই আমাকে দেখার সুযোগ পাবেন। সুযোগ পাবেন আমাকে ক্রিকেট খেলা থেকে বিদায় জানানোর। আশা করি, আমি চেন্নাইয়ে সেই ম্যাচটি খেলতে পারব সমর্থকদের সামনেই।'' ইউটিউব চ্যানেলে ধোনি আরও জানান যে, আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানোর জন্য ১৫ অগাস্টের থেকে ভাল দিন হতে পারত না তাঁর জীবনে।


চেন্নাইয়েই সিএসকে সমর্থকদের সামনে মহেন্দ্র সিংহ ধোনি খেলতে চান বিদায়ী ম্যাচ। সিএসকে সিইও কাশী বিশ্বনাথন অবশ্য আগেই জানিয়েছিলেন ২০২২ সালের আইপিএলেও খেলবেন ধোনি। ধোনির ইঙ্গিতে বোঝা যাচ্ছে মেগা নিলামের আগে তাঁকে রেখে দেবে সিএসকে। কিন্ত তার আগেই ধোনি জানিয়ে দিলেন যে চেন্নাইয়ে চেনা মাঠে, চেনা সমর্থকদের মাঝেই আইপিএল থেকে অবসর নিতে চান তিনি। 


আমিরশাহিতে হওয়া চলতি আইপিএলে দারুণ ফর্মে রয়েছে চেন্নাই সুপার কিংস। গতবার প্লে অফে উঠতে না পারলেও এবার প্লে অফে জায়গা করে নিয়েছে সিএসকে। যদিও শেষ ২ ম্যাচে তাদের হারতে হয়েছে। কিন্তু তবুও এবারে ট্রফি জিততে মরিয়া ধোনি।