মুম্বই: অধিনায়ক হিসেবে দেশের জার্সিতে ২ বার বিশ্বকাপ জিতেছিলেন। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও আইপিএলে খেলে যাচ্ছিলেন তিনি। এতদিন পর্যন্ত আইপিএলে চেন্নাই সুপার কিংসের অধিনায়ক হিসেবে খেলেছেন ও নেতৃত্বভারও  সামলেছেন। সময়টা টানা ১৪ বছর (মাঝে পুণে সুপার জায়ান্টস দলের অধিনায়ক ছিলেন যখন চেন্নাই নির্বাসনে ছিল)। এই সময়কালের মধ্যে ৪ বার আইপিএলে চ্যাম্পিয়ন হয়েছে। প্রথমবার আইপিএলের মরসুমে ফাইনালে উঠেছিল ধোনি নেতৃত্বাধীন চেন্নাই। শেষ মরসুমেও গতবার ফাইনালে উঠে চ্যাম্পিয়ন হয়েছিল তারা। এই ১৪ বছরে একাধিক নজির গড়েছেন অধিনায়ক হিসেবে। একনজরে দেখে নেওয়া যাক সেই খতিয়ান -


অধিনায়ক হিসেবে সর্বাধিক ম্যাচ


আইপিএলের একমাত্র অধিনায়ক হিসেবে ২০০ ম্যাচে নেতৃত্ব দেওয়ার নজির গড়েছেন মহেন্দ্র সিংহ ধোনি। ২০০৮ সাল থেকে সিএসকের অধিনায়ক হিসেবে পথ চলা শুরু। এরপর ২ বছর পুণে সুপার জায়ান্টসের অধিনায়ক ছিলেন। 


জয়ের শতকরা হারে সবার ওপরে


সর্বাধিক মোট ১১ বার আইপিএলের প্লে অফে উঠেছিল চেন্নাই সুপার কিংস। ফাইনালে উঠেছে তারা ৯ বার। জয়ের শতকরা হার সর্বাধিক ৫৯.৬০।


অধিনায়ক হিসেবে ১০০ ম্যাচ জয়


ধোনির নেতৃত্বে মোট ২০৪ ম্যাচে খেলেছে চেন্নাই। তার মধ্যে ২ টো চ্যাম্পিয়ন্স লিগও রয়েছে। মোট ১২১ ম্যাচ জয় ছিনিয়ে নিয়েছে সিএসকে। হারতে হয়েছে ৮২ ম্যাচ। ১টি ম্যাচের কোনাে ফলাফল নির্ধারণ হয়নি।  


৪ বার আইপিএল চ্যাম্পিয়ন


গতবার আইপিএলে চ্যাম্পিয়ন হয়েছিল। ধোনির নেতৃত্বে প্রথমবার ২০১০ সালে আইপিএলে খেতাব জিতেছিল সিএসকে। এরপর থেকে ২০১১, ২০১৮ ও ২০২১ সালে তারা খেতাব ঘরে তুলেছে। এছাড়াও ২০১০ ও ২০১৪ সালে ২ টো চ্যাম্পিয়ন্স লিগ খেতাব জিতেছে চেন্নাই। 


জয়ের নিরিখে ওপরের দিকে


রোহিত শর্মা ও গৌতম গম্ভীরের পর একমাত্র অধিনায়ক যিনি এক বার একের বেশিবার আইপিএল খেতাব জিতেছেন। মোট ট্রফি জয়ের নিরিখে রোহিত শর্মার সঙ্গে যুগ্মভাবে সর্বাধিক ট্রফি জয় ধোনির।