চেন্নাই: বিয়াল্লিশ ছুঁয়েছেন। কিন্তু তিনি এখনও ২২ গজে নামলে পক্ষ থেকে প্রতিপক্ষ প্রত্যেকের সমীহ আদায় করে নেন। গ্যালারির কোনে কোনে এখনও আওয়াজ ওঠে মাহি মাহি...মহেন্দ্র সিংহ ধোনির (Mahendra Singh Dhoni) জনপ্রিয়তা প্রশ্নাতীত। ২০২০ তে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেও এখনও আইপিএলে খেলেন। এবারও সিএসকে অধিনায়ক হিসেবে মাঠে নামবেন তিনি। এবার কি শেষবার? এই প্রশ্নের সামনে পড়েছিলেন টুর্নামেন্টে অন্যতম জনপ্রিয় এক ক্রিকেটার এবি ডিভিলিয়ার্স (AB De villiers)। কী বললেন তিনি?


প্রাক্তন প্রোটিয়া তারকা বলছেন, "গত মরশুমে শোনা গিয়েছিল যে ওটাই ওর শেষ আইপিএল হতে চলেছে। কিন্তু এম এস ফিরে এসেছে। এই মরশুম শুরুর থেকেও প্রশ্নটা বারবার সবার মধ্যে জাগছে। কিন্তু বিশ্বাস করুন, এই প্রশ্নের উত্তর কারও জানা নেই। ওর ইঞ্জিনের ডিজেল কখনও শেষ হয় না। এই বয়সেও দৌড়াচ্ছে। দুর্দান্ত প্লেয়ার, দুর্দান্ত অধিনায়ক একজন।"


নিজের ইউটিউব চ্যানেলে এবিডি আরও বলেন, "চেন্নাই দলটা অসাধারণ। ওদের অধিনায়ক হিসেবে সফল এম এস। ঠাণ্ডা মাথার কোচ ফ্লেমিং। এছাড়া জাডেজার মত সিনিয়র প্লেয়ার আছে দলে। একটা সাংস্কৃতিক আবহ রয়েছে দলটায়। এমন দলকে হারানো সত্যিই কঠিন ভীষণ।"


গত আইপিএলে গুজরাট টাইটান্সকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল চেন্নাই। সেই প্রসঙ্গ টেনে এবিডি বলেন, "সিএসকে গতবারের চ্যাম্পিয়ন দল। ওরা এবারও চাইবে নিজেদের ট্রফি ধরে রাখতে। কিন্তু তার জন্য আলাদা চাপ নেই ওই শিবিরে। আর এই বিষয় টাই অন্য দলের থেকে সিএসকে কে আরও বেশি করে আক্রমণাত্মক করে তুলেছে৷"


তবে এরই মধ্যে সিএসকে অধিনায়কের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠছে। এই বিষয়ে চেন্নাইয়ের সিইও কে বিশ্বনাথন জানিয়েছেন, ''আমাদের শ্রীনিবাসন এটা খুব স্পষ্ট করে দিয়েছেন যে, অধিনায়ক ও সহ-অধিনায়ক নিয়োগ নিয়ে কোনও কথা হবে না। সিদ্ধান্ত নেওয়ার জন্য এটা কোচ এবং অধিনায়কের ওপর ছেড়ে দেওয়া হয়েছে। তিনি বলেছেন যে, অধিনায়ক এবং কোচ মিলে সিদ্ধান্ত নেবেন এবং আমাদেরকে জানাবেন। এরপরই আমরা সবাইকে এই বিষয়ে জানিয়ে দেব।'' এর আগে ২০২২ সালে জাডেজার ওপর নেতৃত্বভার দেওয়া হয়েছিল। কিন্ত তিনি ব্যর্থ হন। ফের ধোনিকেই নেতৃত্বভার দেওয়া হয়। আগামী ২২ মার্চ থেকে শুরু আইপিএল। প্রথম ম্য়াচেই ঘরের মাঠে আরসিবির বিরুদ্ধে খেলতে নামবে সিএসকে।