চেন্নাই: বয়স ৪০-র গণ্ডি পেরিয়েছে বহুদিন। অনেকেই মনে করছেন এটাই তাঁর শেষ আইপিএল মরশুম (IPL 2024)। তবে মাঠে দেখা তা বোঝা দায়। চেন্নাই সুপার কিংস বনাম গুজরাত টাইটান্সের ম্যাচে (Chennai Super Kings vs Gujarat Titans) বাজপাখির মতো ছোঁ মেরে বিজয় শঙ্করের ক্যাচ ধরে ভাইরাল মহেন্দ্র সিংহ ধোনি (MS Dhoni)।


ম্যাচের অষ্টম ওভারে ডারিল মিচেলের বলে বিজয় শঙ্কর স্ট্রেট ড্রাইভ মারতে যান। তবে ব্যাটে বলে ঠিক সংযোগ হয়নি। বল তাঁর ব্যাটের কাণায় লেগে দ্রুত গতিতে প্রথম স্লিপের দিকে এগিয়ে যাচ্ছিল। কিন্তু ধোনির দুরন্তভাবে ডানদিকে ঝাঁপ মেরে এক অনবদ্য ক্যাচ ধরেন। দেখে কে বলবে তাঁর বয়স ৪২ পেরিয়েছে। কিংবদন্তি ধোনির এই ক্যাচ স্বাভাবিকভাবেই সোশ্যাল মিডিয়ায় হু হু করে ভাইরাল হয়।


 






 


এই ক্যাচের জেরে অষ্টম ওভারে ৫৫ রানে তিন উইকেট হারিয়ে বিরাট চাপে গুজরাত টাইটান্স। ম্যাচ জিততে গুজরাতের লক্ষ্য কিন্তু ২০৭ রান। এদিন প্রথম ইনিংসে নির্ধারিত ২০ ওভারে ছয় উইকেটের বিনিময়ে ২০৬ রান তোলে সিএসকে। শুরুতেই চেন্নাই সুপার কিংসের দুই ওপেনার রাচিন রবীন্দ্র ও রুতুরাজ গায়কোয়াড়ের অর্ধশতরানের পার্টনারশিপের পর শিবম দুবের দুরন্ত অর্ধশতরান। ঘরের মাঠে দ্বিতীয় ম্যাচ জয়ের লক্ষ্যে প্রথমে ব্যাট করে বোর্ডে ছয় উইকেটের বিনিময়ে ২০৬ রান তুলল চেন্নাই সুপার কিংস। গুজরাত টাইটান্সের হয়ে রশিদ খান দুই উইকেট নিলেও, ৪৯ রান খরচ করেন। রাচিন ও রুতুরাজ, দুই সিএসকে ওপেনারই ৪৬ রানের ইনিংস খেলেন। দুবে ২৩ বলে বিধ্বংসী ৫১ রানের ইনিংস খেলেন।


ওপেনারদের দাপটের পর মিডল ওভারে দুবের ঝোড়ো ব্যাটিংয়ের জেরে সিএসকে দু'শো রানের গণ্ডি পার করতে সক্ষম হয়। সিএসকে নিজেদের জয়ের ধারা অব্যাহত রাখে না গুজরাত গত মরশুমের ফাইনালে হারের বদলা নেয়, এখন সেটাই দেখার বিষয়। 


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে


আরও পড়ুন: 'সোশ্যাল মিডিয়া খুলতে মানা করা হয়েছিল', যশ দয়ালের মনে পাঁচ ছক্কার খাওয়ার ক্ষত এখনও দগদগে