বেঙ্গালুরু: ক্রিকেট থেকে দু মাস বিরতি নিয়েছিলেন। একেবারে চলে গিয়েছিলেন লোকচক্ষুর আড়ালে। এরপর একদিন নিজেই সোশ্য়াল মিডিয়ায় জানালেন যে তিনি দ্বিতীয়বার বাবা হয়েছেন। বিরাট কোহলি (Virat Kohli) ও অনুষ্কা শর্মা (Anushka Sharma) দুজনেই তাঁদের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন যে পুত্রসন্তান এসেছে তাঁদের ঘরের। ছেলের নাম রেখেছিলেন অকায়। ছেলেকে নিয়ে তারকা দম্পতি ছিলেন লন্ডনে। সেখান থেকে ফিরে আইপিএলে আরসিবি শিবিরে যোগ দেন বিরাট। গতকাল পাঞ্জাব কিংসের বিরুদ্ধে ম্য়াচ জেতানো ৭৭ রানের ইনিংস খেলার পর বিরাট ভাগ করে নিলেন ক্রিকেট থেকে বিরতির ২ মাসের অভিজ্ঞতা।
গতকাল পাঞ্জাব ম্য়াচ জেতার পর বিরাট বলেন, ''আমরা দেশে ছিলাম না। আমরা এমন একটা জায়গায় ছিলাম, যেখানে লোকে আমাদের চিনতে পারছিল না। সাধারণ মানুষের মতো রাস্তায় হেঁটে বেড়াতে পারতাম। এই দু’মাসে পরিবারের সঙ্গে সময় কাটানো, সাধারণ মানুষের মতো অনুভূতি ফিরে পাওয়াটাই অকল্পনীয় অভিজ্ঞতা ছিল।'' বিরাট ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ থেকে সরে দাঁড়ানোর পর থেকে কোনও কিছুই জানা যাচ্ছিল যে যে কোহলি কেন সরে দাঁড়ালেন। তবে অনুষ্কা শর্মা সন্তানসম্ভবনা থাকার খবর আগেই ছড়িয়ে পড়েছিল। তখনই আন্দাজ করা গিয়েছিল যে হয়ত দ্বিতীয়বার বাবা হতে চলেছেন কোহলি। তাই হয়ত পরিবারকে সময় দিতে চান তিনি। এই সম্ভাবনা আরও উস্কে দিয়েছিলেন আরসিবিতে কোহলির একসময়ের সতীর্থ ও প্রাক্তন প্রোটিয়া তারকা এবি ডিভিলিয়ার্স।
নিজের অভিজ্ঞতা ভাগ করতে গিয়ে প্রাক্তন ভারত অধিনায়ক আরও বলেন, ''জীবনটা পুরো বদলে গিয়েছে দুই সন্তানের জন্মের পর। মেয়ে বড় হচ্ছে। ও আমাদের সঙ্গে প্রতিটা মুহূর্তে থাকে। এখন ছেলে এসেছে। এই দুই মাস পরিবারের সঙ্গে সময় কাটানোর সুযোগ দেওয়ায় আমি ভগবানের কাছে কৃতজ্ঞ। এটা একটা দারুণ অভিজ্ঞতা যে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি, কিন্তু কেউ আমাদের চিনতে পারছে না।'' গতকাল ৪৯ বলে ৭৭ রানের ইনিংস খেলেন বিরাট। ম্য়াচের সেরাও নির্বাচিত হন তিনি।
আরও পড়ুন: ২ তরুণ অধিনায়কের মস্তিষ্কের লড়াই, আজ আইপিএলে গুজরাত বনাম চেন্নাই মহারণ