কলকাতা: আইপিএল (IPL Auction) দামের নিরিখে তিনি কিংবদন্তি সৌরভ গঙ্গোপাধ্যায়ের রেকর্ড ভেঙে নতুন মাইলফলক তৈরি করেছিলেন। দিল্লি ক্যাপিটালস তাঁকে সাড়ে পাঁচ কোটি টাকায় কিনেছিল। মুকেশ কুমারই (Mukesh Kumar) ছিলেন আইপিএলে সর্বোচ্চ দর পাওয়া বাংলার ক্রিকেটার (Bengal Cricket Team)।
টাকার অঙ্কে সেই নজির ছাপিয়ে গেলেন মুকেশ কুমার। সোমবার, নিলামের দ্বিতীয় দিন তাঁকে নিয়ে দর কষাকষি তুঙ্গে উঠল। শেষ পর্যন্ত ৮ কোটি টাকায় তাঁকে কিনল দিল্লি ক্যাপিটালস। যে দলের হয়ে আগের আইপিএলেও খেলেছেন ডানহাতি পেসার। যদিও এবারের নিলামেই মহম্মদ শামিকে ১০ কোটি টাকা দিয়ে কিনেছে সানরাইজার্স হায়দরাবাদ। শামিই এখন আইপিএলের ইতিহাসে বাংলার ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে দামি।
আরও পড়ুন: ক্যাপ্টেন করতে চেয়ে ফোন, ধরেননি শ্রেয়স? নিলামের দিনই বিতর্কে গতবারের চ্যাম্পিয়ন অধিনায়ক
দুইয়ে রয়েছেন মুকেশ। তবে এককভাবে নন। যুগ্মভাবে। কারণ, এদিনই ৮ কোটি টাকায় বিক্রি হয়েছেন বাংলার আর এক পেসার আকাশ দীপও।
গত মরশুমে দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলেছেন মুকেশ। নতুন বলে কার্যকরী মুকেশ। নিলামে তাঁর ন্যূনতম দর ছিল ২ কোটি টাকা। লড়াই শুরু করে চেন্নাই সুপার কিংস। পাঞ্জাবও দর কষাকষিতে যোগ দেয়। শীঘ্রই তাঁর দাম ছাড়িয়ে যায় ৪ কোটি টাকা। একটা সময় পাঞ্জাব তাঁকে নেওয়ার দৌড়ে এগিয়ে গিয়েছিল। তারা সাড়ে ৬ কোটি টাকা দর দেওয়ার পর সিএসকে লড়াই থেকে ছেড়ে দেয়। এরপরই দিল্লিকে জিজ্ঞেস করা হয়, তারা রাইট টু ম্যাচ কার্ড ব্যবহার করবে কি না। দিল্লি আরটিএম কার্ড ব্যবহার করতে চায়। তখনই পাঞ্জাবকে নিয়ম মেনে জিজ্ঞেস করা হয়, তারা সর্বোচ্চ কত দাম দিতে পারবে। পাঞ্জাব জানায়, ৮ কোটি টাকা দর দেবে তারা। দিল্লি সেই দামেই কেনে ডানহাতি মিডিয়াম পেসারকে।
আরও পড়ুন: শ্রেয়সকেও দামে ছাপিয়ে গেলেন পন্থ, ২৭ কোটি টাকায় দিল্লির হাত থেকে ছিনিয়ে নিল লখনউ