আমদাবাদ: ঐতিহাসিকভাবে মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians) আইপিএলের শুরুটা মন্থর গতিতেই করে থাকে। এবারের মরশুমেও (IPL 2024) ছবিটা বদলাল না। প্রথম ম্যাচে নিজের প্রাক্তন দল গুজরাত টাইটান্সের বিরুদ্ধে (GT vs MI) আমদাবাদে হার্দিক পাণ্ড্যর (Hardik Pandya) প্রত্যাবর্তনটা সুখকর হল না। ছয় রানে হারতে হল মুম্বই ইন্ডিয়ান্স। আর এই ম্যাচ শেষেই রোহিত শর্মা (Rohit Sharma) এবং হার্দিক পাণ্ড্যকে গভীর আলোচনায় দেখা গেল।


নতুন মরশুমের আগে গুজরাত থেকে ট্রেডিংয়ের মাধ্যমে মুম্বই ইন্ডিয়ান্সে ফিরেছিলেন হার্দিক। শুধু পুরনো ফ্র্যাঞ্চাইজিতে ফেরাই নয়, আইপিএলের সফলতম অধিনায়ক (যুগ্মভাবে) রোহিত শর্মাকে সরিয়ে হার্দিককে ফ্র্যাঞ্চাইজির অধিনায়কের দায়িত্বও দেওয়া হয়। এই নিয়ে কম বিতর্ক হয়নি। মুম্বই সমর্থকদেরই একাংশ রোহিতকে নেতৃত্ব থেকে সরানোয় প্রবল ক্ষোভ প্রকাশ করেন। এবার আইপিএলের ম্যাচ শেষে প্রাক্তন ও বর্তমানের কথোপকথনের ভিডিও ভাইরাল হল।


 






 


ম্যাচ শেষে ভাইরাল হওয়া ভিডিওর শুরুতে রোহিতকে প্রথমে পিছন থেকে এসে হার্দিক জড়িয়ে ধরেন বটে। তবে রোহিত ঘুরে গিয়ে বেশ গম্ভীর মুখে হার্দিকের সঙ্গে গভীর আলোচনায় মগ্ন হন। ম্যাচে ১৬৯ রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমেছিল মুম্বই ইন্ডিয়ান্স। রোহিত-ঈশান জুটি নেমেছিলেন ওপেনিংয়ে। ইনিংসের প্রথম ওভারের চতুর্থ বলেই খাতা খোলার আগেই প্যাভিলিয়নে ফেরেন ঈশান। তাঁকে ফিরিয়ে দেন আজমতুল্লা ওমারজ়াই। প্রথম ম্য়াচ খেলতে নামা নমন ধীর ২০ রান করে প্যাভিলিয়নে ফেরেন। মুম্বই শিবিরের প্রথম দুটো উইকেটই তুলে নেন ওমরাজই। রোহিত শর্মা ছিলেন নিজের চেনা মেজাজেই।


 এদিন যখন আউট হলেন তখন তাঁর নামের পাশে জ্বলজ্বল করছে ২৯ বলে ৪৩ রান। সাতটি বাউন্ডারি ও ১টি ছক্কা হাঁকিয়েছিলেন তিনি। রোহিত ফিরে যাওয়ার পর ডেওয়াল্ড ব্রেভিস ও তিলক ভার্মা মিলে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন দলের স্কোরবোর্ড। ব্রেভিস ৩৮ বলে ৪৬ রান করেন। তিলক ১৯ বলে ২৫ রান করেন। হার্দিক নিজেও রান পেলেন না। মাত্র ৪ বলে ১১ রান করে আউট হলেন তিনি। ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৬২ রানই বোর্ডে তুলতে পারে মুম্বই। 


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে


আরও পড়ুন: দ্বিতীয় ম্যাচের আগেই শক্তি বাড়ল দিল্লি ক্যাপিটালসের, দলে যোগ দিলেন তারকা ফাস্ট বোলার