মুম্বই: দুই দলই এ মরশুমে আইএলের (IPL 2025) শুরুটা ভালভাবে করতে পারেনি। লিগ তালিকায় বেশ নীচের দিকেই দুুই দল। ছয় ম্যাচের পর দুই দলেরই ঝুলিতে মাত্র দুইটি জয় রয়েছে। তবে নড়বড়ে শুরুর পর মুম্বই ইন্ডিয়ান্স ও সানরাইজার্স হায়দরাবাদ (Mumbai Indians vs Sunrisers Hyderabad) দুই দলই নিজেদের গত ম্যাচে জয়ের সরণিতে ফিরেছে। আজ সেই জয়ের ধারা বজায় রাখার লক্ষ্যেই নামছে দুই দল। এক হাড্ডাহাড্ডি লড়াইয়ের অপেক্ষা ক্রিকেটপ্রেমীরা।
আজ আইপিএলে কোন দুটো দল মুখোমুখি হবে?
আইপিএলে আজ মুম্বই ইন্ডিয়ান্স বনাম সানরাইজার্স হায়দরাবাদ ২২ গজের লড়াইয়ে মাঠে নামবে।
কোথায় খেলা হবে মুম্বই বনাম সানরাইজার্সের দ্বৈরথ?
আজ মুম্বই নিজেদের ঘরের মাঠ ওয়াংখেড়ে স্টেডিয়ামে সানরাইজার্সের বিরুদ্ধে ম্যাচ খেলতে নামবে।
কখন শুরু হবে মুম্বই বনাম সানরাইজার্সের লড়াই?
আজ, ১৭ এপ্রিল, বৃহস্পতিবার খেলা শুরু হবে সন্ধে ৭.৩০ টায়, টস হবে তার ৩০ মিনিট আগে অর্থাৎ সন্ধে সাতটায়।
কোথায় দেখবেন মুম্বই বনাম সানরাইজার্সের ম্যাচ?
আইপিএলে মুম্বই বনাম সানরাইজার্সের ম্যাচটি দেখতে পাওয়া যাবে জিও স্টার নেটওয়ার্কে।
অনলাইনে কীভাবে দেখবেন এই খেলা?
টিভির সামনে বসার সুযোগ না থাকলেও কিন্তু চিন্তা নেই। জিও স্টার অ্যাপ এবং ওয়েবসাইটে দেখা যাবে মুম্বই বনাম সানরাইজার্সের ম্যাচ।
হেড-টু-হেড
দুই দল আইপিএলের মঞ্চে ২৩ বার একে অপরের মুখোমুখি হয়েছে। পরিসংখ্যানের বিচারে কিন্তু কেউই খুব একটা এগিয়ে বা পিছিয়ে নেই। ২৩ ম্যাচের মধ্যে মুম্বই ১৩টি ও সানরাইজার্স ১০টি ম্যাচ জিতেছে।
পিচ রিপোর্ট
ওয়াংখেড়ের পিচ মানেই ভাল বাউন্স, ভাল গতি যা ব্য়াটারদের শট খেলতে সুবিধা করে দেয়। এই ম্যাচেও তার অন্যথা হওয়ার সম্ভাবনা নেই। তবে যে পিচে আজ খেলা হবে, সেইদিক থেকে মোটামুটি সবদিকের বাউন্ডারির দূরত্বই সমান। অর্থাৎ কোনও এক বিশেষ দিকে শট মারার জন্য বা ডিফেন্ড করার জন্য দলগুলির অধিনায়কদের বাড়তি চিন্তাভাবনা করতে হবে না। এক বড় রানের ম্যাচ দেখার কিন্তু পূর্ণ সম্ভাবনা রয়েছে।
পরিবেশ
AccuWeather অনুযায়ী, মুম্বইয়ের তাপমাত্রা ম্যাচ শুরুর সময় ৩৩ ডিগ্রি থাকবে। রাত বাড়লেও তাপমাত্রা খুব কমার সম্ভাবনা নেই, তা ওই ৩০ ডিগ্রির আশেপাশে ঘোরাফেরা করারই পূর্বাভাস রয়েছে। আদ্রর্তা ৫৪ থেকে ৬৯ ডিগ্রির মধ্যে থাকবে। তবে বৃষ্টির কোনও সম্ভাবনা ম্যাচের সময় নেই।