মুম্বই: আইপিএলের লিগ পর্যায়ের আজকের ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদের (Sunrisers Haderabad) বিরুদ্ধে খেলতে নামছে মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians)। প্রথম দলের কাছে এই ম্যাচ প্লে অফের দৌড়ে থাকার জন্য খুবই গুরুত্বপূর্ণ। যদিও সম্ভাবনা খুবই কম। কিন্তু তবুও কেন উইলিয়ামসন বাহিনী এই ম্যাচ বড় ব্যবধানে জিততে চাইবে। অন্যদিকে মুম্বই ইন্ডিয়ান্স ইতিমধ্যেই ছিটকে গিয়েছে প্লে অফের দৌড় থেকে। তবে তারা চাইবে এই ম্যাচ জিতে টুর্নামেন্ট ভালভাবে শেষ করতে। 


আজ আইপিএল 


সানরাইজার্স হায়দরাবাদ বনাম মুম্বই ইন্ডিয়ান্স


কোথায় খেলা


ওয়াংখেড়ে স্টেডিয়াম, মুম্বই


কখন শুরু


খেলা শুরু সন্ধে ৭.৩০


কোথায় দেখা যাবে


ম্যাচের সরাসরি সম্প্রচার স্টার স্পোর্টস ওয়ান, স্টার স্পোর্টস থ্রি, স্টার গোল্ড চ্যানেলে ও ডিজনি প্লাস হটস্টার মোবাইল অ্যাপে


পয়েন্ট টেবিলে কে কোথায়?


আইপিএলের পয়েন্ট টেবিলে ১২ ম্যাচে ১০ পয়েন্ট ঝুলিতে পুরে নিয়েছে সানরাইজার্স হায়দরাবাদ। শেষ পাঁচ ম্যাচে টানা হারতে হয়েছে কেন উইলিয়ামসনের দলকে। ফলে কিছুটা চাপে পড়ে গিয়েছে তারা। ঝুলিতে মাত্র ১০ পয়েন্ট রয়েছে কমলা বাহিনীর। এই পরিস্থিতি প্লে অফের দৌড়ে থাকতে বাকি ২ ম্যাচে জয়ই শুধু নয়, বিশাল বড় ব্যবধানে জয়ও দরকার সানরাইজার্সের। এমনকী অন্য দলের দিকেও তাকিয়ে থাকতে হবে। মুম্বই অবশ্য আগেই প্লে অফের দৌড় থেকে ছিটকে গিয়েছে। 


কলকাতার প্লে অফের সুযোগ


শ্রেয়স আইয়ারের দলের জন্যও এখনও আইপিএলের প্লে অফে খেলার সুযোগ থাকতে পারে। কিন্তু যদিও অন্য দলের ওপরও তা নির্ভর করছে। প্রথমত কেকেআরকে তাদের শেষ ম্যাচে লখনউ সুপারজায়ান্টসের বিরুদ্ধে বড় ব্যবধানে জয় ছিনিয়ে নিতে হবে। দ্বিতীয়ত গুজরাতের বিরুদ্ধে আরসিবিকে হারতেই হবে। সেক্ষেত্রে ফাফ ডু প্লেসির দল ১৪ পয়েন্টেই আটকে থাকবে। নেট রান রেটে কলকাতা আরসিবিকে টেক্কা দিয়ে দেবে। সেক্ষেত্রে দ্বিতীয় স্থানে থেকে প্লে অফে জায়গা করে নেবে রাজস্থান, যদি তারা তাদের শেষ ম্যাচে জিতে লিগ পর্যায় শেষ করে।