ঢাকা: দীর্ঘ টালবাহানার পর আইপিএল খেলতে আসছেন লিটন দাস। কেকেআর শিবিরে যোগ দিচ্ছেন তিনি। কলকাতা শিবিরে লিটন ছাড়াও ছিলেন শাকিব আল হাসান। কিন্তু আগেই টুর্নামেন্ট থেকে নিজের নাম তুলে নিয়েছিলেন অভিজ্ঞ অলরাউন্ডার। তবে লিটন খেলবেন আইপিএলে। কিন্তু কেকেআর শিবিরে প্রথম একাদশে কি আদৌ জায়গা মিলবে বাংলাদেশের তারকা উইকেট কিপার ব্য়াটারের? এই প্রশ্নই তুলেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান নাজমুল হোসেন পাপন। রিজার্ভে বেঞ্চে বসে না থেকে দেশের জার্সিতে খেলার বার্তাও দিয়েছেন তিনি।
কী বলছেন নাজমুল হোসেন পাপন?
এক সাংবাদিক বৈঠকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান নাজমুল হোসেন পাপন বলেন, ''লিটন, শাকিবকে ছেড়ে দেওয়া হয়েছে আইপিএলের জন্য। টুর্নামেন্টে শুরুর তিন মাস আগে আমাদের কাছে আইপিএলের তরফে জানতে চাওয়া হয়েছিল যে কবে থেকে পাওয়া যাবে লিটনদের, সেই ভাবেই আমরাও বলে দিয়েছিলাম।'' এরপরই পাপ উল্টো সাংবাদিকদের প্রশ্ন করেন যে, ''টেস্টের অধিনায়ক ও সহ অধিনায়ক ২ জনকেই ছেড়ে দেওয়া হয়েছে। কিন্তু ওখানে গিয়ে ওঁদেরকে খেলাবে তো? যদি না খেলায়, তবে রিজার্ভ বেঞ্চে বসে থাকার থেকে দেশের হয়ে খেলাটা ভাল নয় কি?''
শাকিব আল হাসান (Shakib Al Hasan) জানিয়ে দিয়েছেন, তিনি আইপিএলে (IPL 2023) খেলবেন না। টুর্নামেন্ট শুরু হওয়ার পর শাকিব সরে দাঁড়ানোয় বিপাকে পড়েছিল কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)। শাকিবের পরিবর্ত হিসাবে দলে নেওয়া হয়েছে ইংল্যান্ডের জেসন রয়কে (Jason Roy)। যিনি শনিবারই আমদাবাদে গিয়ে নাইট শিবিরে যোগ দিলেন।
কিন্তু বাংলাদেশের আর এক তারকা, লিটন দাস, তাঁর কী আপডেট? কবে আইপিএলে দেখা যাবে তাঁকে? আদৌ খেলবেন তো? নাকি শাকিবের মতোই সরে দাঁড়াবেন টুর্নামেন্ট থেকে?
গত কয়েকদিন ধরে এই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে নাইট সমর্থকদের মধ্যে। অনেকেই বেশ উদ্বিগ্ন হয়ে ভাবতে শুরু করেন যে, শেষ মুহূর্তে না লিটনও সরে দাঁড়ান আইপিএল থেকে। অবশেষে শনিবার বড় ঘোষণা করল কেকেআর। জানিয়ে দিল, কবে শিবিরে যোগ দিচ্ছেন লিটন।
দেশের মাটিতে আয়ার্ল্যান্ডের সঙ্গে টেস্ট ম্যাচ খেলছিলেন লিটন। ৪ এপ্রিল থেকে শুরু হয়েছিল ম্যাচ। তবে শনিবার, ম্যাচের চতুর্থ দিনই খেলার ফয়সালা হয়ে যায়। বাংলাদেশ ৭ উইকেটে হারিয়ে দেয় আইরিশদের। তারপর থেকেই জল্পনা শুরু হয়ে যায় যে, তাহলে কি গুজরাত টাইটান্সের বিরুদ্ধে লিটনকে পেয়ে যাবে কেকেআর? শনিবারই কি ঢাকা থেকে আমদাবাদ পৌঁছে যাবেন লিটন?