অকল্যান্ড: আইপিএল খেলে সরাসরি দেশে ফিরতে পারেননি। কেউ উইলিয়ামসন, ট্রেন্ট বোল্টরা ভারত থেকে উড়ে গিয়েছেন মলদ্বীপ। সেখানে কোয়ারেন্টিন পর্ব কাটাতে হচ্ছে তাঁদের। তারপর সেখান থেকেই সরাসরি ইংল্যান্ডে উড়ে যাবেন নিউজ়িল্যান্ড ক্রিকেট দলের তারকারা। জো রুটদের বিরুদ্ধে দুই টেস্ট ম্যাচের সিরিজ খেলবেন বলে। তবে সেই সিরিজে ঘোরতর অনিশ্চিত ট্রেন্ট বোল্ট। দলের সেরা পেসার বাড়ি ফিরতে চাইছেন। তবে নিউজ়িল্যান্ডের কোচ গ্যারি স্টিড বলেছেন, ভারতের বিরুদ্ধে টেস্টের বিশ্ব চ্যাম্পিয়নশিপের ফাইনাল ম্যাচ খেলবেন বোল্ট।
আইপিএলে রোহিত শর্মার মুম্বই ইন্ডিয়ান্সের অন্যতম সেরা বোলিং অস্ত্র ট্রেন্ট বোল্ট। করোনা সংক্রমণের বাড়বাড়ন্তের ধাক্কায় মাঝপর্বেই স্থগিত হয়ে গিয়েছে আইপিএল। বিদেশি ক্রিকেটারেরাও বাড়ির পথে রওনা হয়ে গিয়েছেন। তবে অস্ট্রেলিয়া ও নিউজ়িল্যান্ডের ক্রিকেটারেরা সরাসরি নিজেদের দেশে যেতে পারেননি। তাঁরা ভারত থেকে মলদ্বীপে গিয়েছেন। তাঁদের প্রথমে বলা হয়েছিল যে, মলদ্বীপে দিন তিনেক কোয়ারেন্টিনে কাটাতে হবে। কিন্তু পরে সেটা বেড়ে এক সপ্তাহের কোয়ারেন্টিনে দাঁড়ায়। স্টিড অবশ্য বলেছেন, একদিক থেকে কোয়ারেন্টিনের মেয়াদ বাড়ায় ভালই হয়েছে কারণ তাতে ক্রিকেট থেকে আরও কয়েকদিনের বিরতি পাওয়া যাবে। তাঁর মতে, মাঝে মধ্যে ক্রিকেট থেকে একেবারে দূরে সরে থাকা কাজে দেয়।
জানা গিয়েছে, মলদ্বীপ থেকেই কিউয়ি ক্রিকেটারেরা ইংল্যান্ডে রওনা হয়ে যাবেন। সেখানে জো রুটদের বিরুদ্ধে দুই টেস্ট ম্যাচের সিরিজ খেলবেন কেন উইলিয়ামসনরা। তারপর ১৮ জুন থেকে ২২ জুন পর্যন্ত বিরাট কোহলির দলের বিরুদ্ধে সাউদাম্পটনে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। যে ম্যাচে সেরা একাদশকে নামাতে চায় দু দলই।
এর মাঝেই শোনা গিয়েছে যে, বোল্ট বাড়িতে ফিরতে চান। পরিবারের সঙ্গে দেখা করতে চান। কিন্তু কঠোর নিভৃতবাস নিয়মের জন্য তিনি বাড়ি গেলে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে মাঠে নামতে পারবেন না। এমনকী, দ্বিতীয় টেস্টে তাঁর খেলার ওপরও প্রশ্নচিহ্ন থাকবে। তবে স্টিড জানিয়েছেন, কোহলিদের বিরুদ্ধে মাঠে দেখা যাবে দলের সেরা পেসারকে।