IPL 2024: ২ তরুণ অধিনায়কের মস্তিষ্কের লড়াই, আজ আইপিএলে গুজরাত বনাম চেন্নাই মহারণ

IPL 2024, CSK vs GT: গতবারের আইপিএল ফাইনালে মুখোমুখি হয়েছিল এই দুই দল। কিন্তু গতবার সিএসকের দায়িত্বে ছিলেন মহেন্দ্র সিংহ ধোনি। ও গুজরাত টাইটান্সের দায়িত্বে ছিলেন হার্দিক পাণ্ড্য।

Continues below advertisement

চেন্নাই: আজ আইপিএলে মুখোমুখি চেন্নাই সুপার কিংস ও গুজরাত টাইটান্স। চলতি আইপিএলের ২ সবচেয়ে নতুন অধিনায়কের মুখোমুখি মহারণ। রুতুরাজ গায়কোয়াডের সামনে শুভমন গিল। সিএসকে অধিনায়ক হিসেবে নিজের প্রথম ম্য়াচেই জয় ছিনিয়ে নিয়েছিলেন রুতুরাজ। অন্য়দিকে গুজরাত টাইটান্সও প্রথম ম্য়াচে মুম্বই ইন্ডিয়ান্সকে হারিয়েছে শুভমন গিলের নেতৃত্বে। গতবারের আইপিএল ফাইনালে মুখোমুখি হয়েছিল এই দুই দল। কিন্তু গতবার সিএসকের দায়িত্বে ছিলেন মহেন্দ্র সিংহ ধোনি। ও গুজরাত টাইটান্সের দায়িত্বে ছিলেন হার্দিক পাণ্ড্য। 

Continues below advertisement

কাদের ম্যাচ?

আজ আইপিএলে মুখোমুখি হতে চলেছে চেন্নাই সুপার কিংস ও গুজরাত টাইটান্স। 

ম্য়াচটি চেন্নাইয়ের এমএ চিদাম্বরম বা চিপক স্টেডিয়ামে আয়োজিত হবে। 

কখন শুরু?

ম্যাচ শুরু হবে ভারতীয় সময় সন্ধে ৭.৩০ থেকে। তার ৩০ মিনিট আগে অর্থাৎ ৭টায় টস আয়োজিত হবে।

কোথায় দেখবেন?

ম্যাচের সরাসরি সম্প্রচার দেখা যাবে স্টার নেটওয়ার্কের একগুচ্ছ চ্যানেলে।

অনলাইন স্ট্রিমিং?

টিভির সামনে বসার সুযোগ না থাকলে স্মার্টফোনে জিও সিনেমা অ্যাপে দেখতে পাওয়া যাবে এই সিরিজ়।

অধিনায়ক হিসেবে প্রথম ম্য়াচ খেলানোর পর ইতিমধ্যেই রুতুরাজ ও গিল দরাজ সার্টিফিকেট পেয়েছেন। কীভাবে দলের বিশ্বাস জিতে নিয়েছেন গিল অধিনায়ক হিসেবে তা জানিয়েছেন গুজরাত টাইটান্সের তরুণ পেসার স্পেনসার জনসন। অন্য়দিকে রুতুরাজের মাঠে ফিল্ডারদের নির্দেশনা। ফিল্ডিং সাজানো প্রভাব ফেলেছে চেন্নাই ম্য়াচেও। ধোনির ছত্রছায়ায় থেকে নিজেকে পুরোপুরি তৈরি করে নিতে চাইছেন তরুণ ওপেনার।

এখনও পর্যন্ত পাঁচবার মুখোমুখি হয়েছে চেন্নাই সুপার কিংস ও গুজরাত টইটান্স। আর তার মধ্যে তিনবারই জয় ছিনিয়ে নিয়েছে গুজরাত। তবে তা ছিল হার্দিক পাণ্ড্যর নেতৃত্বে। ২ বার জিতেছিল মহেন্দ্র সিংহ ধোনির সিএসকে। এবার কিন্তু দুই নতুন অধিনায়কের লড়াই। 

আজকের ম্য়াচে চেন্নাই তাঁদের ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে প্রথমে ব্যাটিং করতে নামলে খেলাতে পারে মুস্তাফিজুর রহমনকে। শুরুতে শিভম দুবেকে নামিয়ে পরে মুস্তাফিজকে ফিল্ডিংয়ের সময় খেলানো যেতে পারে। প্রথম যদি সিএসকের ফিল্ডিং হয়, তবে ঠিক উল্টোটা হতে পারে। আবার গুজরাতের ক্ষেত্রে এই বিষয়টাই হবে সাই সুদর্শন ও মোহিত শর্মার ক্ষেত্রে। তবে দুটো দলই তাঁদের একাদশ বদলাবে না, এটুকু বলাই যায়।

সিএসকে শিবিরে ইতিমধ্যেই যোগ দিয়েছেন মাথিসা পাথিরানা। শ্রীলঙ্কার এই পেসার অবশ্য হ্যামস্ট্রিংয়ের চোট সারিয়ে কবে পুরোপুরি ফিট হয়ে মাঠে নামবেন তা বলা মুশকিল। সেক্ষেত্রে আগের ম্য়াচের নায়ক মুস্তাফিজুরই কিন্তু একাদশে জায়গা পাকা করে নিয়েছেন আপাতত।

Continues below advertisement
Sponsored Links by Taboola