মুম্বই: মহেন্দ্র সিংহ ধোনি (Mahendra Singh Dhoni) অধিনায়ক হিসেব ফিরতেই দলও ছন্দে ফিরেছে। জয়ের সরণিতে ফিরেছে সিএসকে। এবার ঈদের (Eid) আনন্দে মেতে উঠলেন দলের সব ক্রিকেটাররা। ঈদের সেলিব্রেশন করতে দেখা গেল ধোনি সহ দলের প্রত্যেককেই। চলল দেদার খানাপিনা। টিম হোটেলে ক্রিকেটাররা তাঁদের পরিবারের সঙ্গে সময় কাটালেন। তাঁদের নিয়ে মেতে উঠলেন ঈদের আনন্দে। এম এস ধোনি, মঈন আলি, ডোয়েন ব্র্যাভো, রবিন উথাপ্পা, আম্বাতি রায়ডু প্রত্যেকেই তাঁদের স্ত্রী ও সন্তানদের নিয়ে এসেছিলেন। সিএসকের ইনস্টাগ্রামে সেই ভিডিও প্রকাশ পেয়েছে।
নিজেদের শেষ ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে দুর্দান্ত জয় ছিনিয়ে নিয়েছিল চেন্নাই সুপার কিংস। মাত্র ১ রানের জন্য শতরাম মিস করেছিলেন। কিন্তু দলকে দুশোর গণ্ডি পার করে দিয়েছিলেন। ডেভন কনওয়ের অপরাজিত ৮৮। সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে প্রথমে ব্যাট করে ২০২ রান বোর্ডে তুলে নিয়েছিল চেন্নাই সুপার কিংস। রান তাড়া করতে নেমে শুরুটা দারুণ করেছিল সানরাইজার্স হায়দরাবাদ। ২ ওপেনার অভিষেক শর্মা ও কেন উইলিয়ামসন শুরু থেকেই চালিয়ে খেলছিলেন। বিশেষ করে অভিষেক ছিলেন মারমুখি মেজাজে। অভিষেক শর্মা ২৪ বলে ৩৯ রান করে আউট হন। পরের বলেই রাহুল ত্রিপাঠীর খাতা খোলার আগেই ফিরে যান। পরপর ২ বলে ২ উইকেট তুলে নেন মুকেশ চৌধুরী। এরপর মার্করমকে সঙ্গে নিয়ে দলকে এগিয়ে নিয়ে যান কেন উইলিয়াসন। চেষ্টা করেছিলেন বৈতরণী পার করার। কিন্তু পারলেন না। ৪৭ রান করে ফিরতে হয় তাঁকেও। নিকোলাস পুরান চালিয়ে খেলছিলেন লোয়ার অর্ডারে নেমে। শেষ ওভারে দরকার ছিল ৩৮ রান। কিন্তু পুরান ২৪ রানই তুলতে পারেন। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৮৯ রানই বোর্ডে তুলতে পারে হায়দরাবাদ।