নয়াদিল্লি: দিনকয়েক আগে, মঙ্গলবারে রাতে অনেক স্বপ্ন, আশা নিয়ে নরেন্দ্র মোদি স্টেডিয়ামে নেমেছিল পঞ্জাব কিংস। কিন্তু শেষমেশ চূড়ান্ত হতাশা নিয়ে আরসিবির বিরুদ্ধে হেরে মাঠ ছাড়তে হয় পঞ্জাব কিংসকে (Punjab Kings)। প্রথম আইপিএল (IPL 2025) খেতাব জয়ের স্বপ্ন অধরাই রয়ে যায়। সেই পরাজয়ের বেশ কয়েকদিন পর এবার অবশেষে মুখ খুললেন দলের অন্য়তম কর্ণধার প্রীতি জিন্টা (Preity Zinta)।

কিংস ফাইনালে আরসিবির বিরুদ্ধে ছয় রানে হেরে যায়। তবে মোটের ওপর তাদের মরশুমটা বেশ স্মরণীয় ছিল। শ্রেয়স আইয়ারের নেতৃত্বাধীন দল গোটা মরশুমে মাত্র ছয়টি ম্যাচে পরাজিত হয়। ১০ ম্যাচে জয় পায় তারা। লিগ তালিকায় শীর্ষেও শেষ করে কিংস। এই সুন্দর সফরটাই প্রীতি জিন্টা বেশ উপভোগ করেছেন বলেই জানান।

পঞ্জাব কর্ণধার সোশ্যাল মিডিয়ায় লেখেন, 'আমরা যে ফলাফল চেয়েছিলাম, তেমনটা হয়নি। কিন্তু গোটা সফরটা অনবদ্য ছিল। এটা উত্তেজনা, মনোরঞ্জনে ভরপুর হওয়ার পাশাপাশি অনুপ্রাণিত করার মতোই ছিল। তরুণ দলটা যে লড়াই করেছে গোটা টুর্নামেন্ট জুড়ে, সেটা আমার দারুণ লেগেছে। আমাদের সরপঞ্চ, আমাদের নেতা যেভাবে দলকে নেতৃত্ব দিয়েছেন, যে ভাবে আনক্যাপড ক্রিকেটাররা খেলেছে, সেটা আমার মনে ধরেছে।'

 

 

তিনি আরও যোগ করেন, 'এই বছরটা অনন্য ছিল। মাঝপথে গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের চোট ও জাতীয় দলের ম্যাচের জন্য অনেক ক্রিকেটার চলে গিয়েছে, মাঝমরশুমে টুর্নামেন্ট থামানো হয়, আমাদের ঘরের মাঠগুলি বাইরে আয়োজিত হয়, স্টেডিয়াম ম্যাচের মাঝে ফাঁকা করতে হয়। এই সবে মাঝেও আমরা ইতিহাস গড়েছি। সবকিছুর সঙ্গে মানিয়ে নিয়ে প্রায় এক দশক পর লিগ শীর্ষে শেষ করি। একেবারে টানটান ফাইনালের শেষ পর্যন্ত লড়াই করেছি। গোটা টুর্নামেন্ট জুড়ে এমন পেশাদারিত্ব দেখানোয় আমি প্রতিটি পঞ্জাব কিংস ক্রিকেটারের জন্য গর্বিত।' 

ম্যাচ শেষে কিংসের অধিনায়ক শ্রেয়স আইয়ারও কিন্তু পরের বছর ট্রফি জয়ের প্রতিজ্ঞা করেন। তিনি বলেন, 'এই দলের সকলের জন্য আমি অত্যন্ত গর্বিত। অনেক তরুণ ক্রিকেটাররাই এ মরশুমে নিজেদের অভিষেক ঘটিয়েছে। ওরা যে ভয়ডরহীন ক্রিকেটটা খেলেছে, সেটা কুর্নিশ করার মতো।'