মুম্বই: ভারতীয় ক্রিকেটারদের মধ্যে তিনিই প্রথম আইপিএল চলাকালীনই নিজেকে সরিয়ে নিয়েছিলেন। সেই সময় জানা গিয়েছিল, দিল্লি ক্যাপিটালসের অফস্পিনার পারিবারিক সমস্যার কারণে সরে দাঁড়িয়েছিলেন। পরিবারের সদস্যদের কয়েকজন করোনা আক্রান্ত হওয়ার কারণে আইপিএল স্থগিত হওয়ার আগেই নাম তুলে নিয়েছিলেন তিনি। সেই আর অশ্বিন এতদিন পর জানালেন, টুর্নামেন্ট থেকে সরে দাঁড়ানোর আগে শেষ কয়েকটা ম্যাচ কী অসহনীয় অবস্থার মধ্যে দিয়ে যেতে হয়েছে তাঁকে। অশ্বিন নিজের ইউটিউব চ্যানেলে জানালেন, ঠিক কী কারণে তিনি মাঝপথেই আইপিএল ছেড়ে বেরিয়ে আসতে কার্যত বাধ্য হয়েছিলেন।


সামনে ইংল্যান্ডের মাটিতে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। তারপরে জো রুটের ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলবে ভারত। যে দলের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য অশ্বিন। আগামী ২ জুন দলের বাকিদের সঙ্গে ইংল্যান্ডে উড়ে যাওয়ার কথা রয়েছে তাঁর। তার আগে নিজের ইউটিউব চ্যানেলে অশ্বিন বলেছেন, 'আমার বাড়ির প্রায় প্রত্যেকে করোনা আক্রান্ত হয়েছিল। এমনকী, আমার কয়েকজন আত্মীয়কে হাসপাতালে ভর্তি করতে হয়েছিল। গুরুতর ছিল তাঁদের অবস্থা। প্রায় ৮-৯ দিন কার্যত ঘুমোতে পারিনি।'


একদিকে করোনা আক্রান্ত পরিবার, অন্যদিকে আইপিএল! এই দুয়ের মধ্যে অশ্বিন বেছে নেন পরিবারকেই। স্ত্রী প্রীতির থেকে বাড়ির খবর জানতে পেরেই চেন্নাই ছুটে আসেন দেশের সিনিয়র স্পিনার। অশ্বিন নিজের ইউটিউব চ্যানেলে বলেছেন, 'বাড়ির প্রায় প্রত্যেকেই করোনাক্রান্ত হয়েছিল। এমনকী আমার বেশ কিছু তুতো ভাই-বোনেদের অবস্থা এতটাই আশঙ্কাজনক ছিল যে, ওদের হাসপাতালে ভর্তি করতে হয়। কোনওমতে সুস্থ হয়ে উঠেছে ওরা।'


অশ্বিন জানিয়েছেন, ঘুমোতে না পারার প্রভাব পড়েছিল পারফরম্যান্সে। তিনি বলেছেন, 'ঘুমোতে পারছিলাম না বলে শরীরের উপরে প্রচণ্ড চাপ পড়ছিল। না ঘুমিয়েই ম্যাচ খেলছিলাম। শেষে আর পারিনি। ভীষণ ক্লান্ত লাগছিল। বাধ্য হয়ে তাই মাঝপথে আইপিএল ছেড়ে বাড়ি ফিরে যাই। এমনকী, তারপরে আর কোনওদিন ক্রিকেট খেলতে পারব কি না সেটা নিয়ে প্রশ্ন জেগেছিল। তবু বলব, ওই সময়ে যা করেছি সেটাই সঠিক সিদ্ধান্ত ছিল।'