চেন্নাই: আইপিএলের (IPL 2024)দু দিন আগেই আচমকা চেন্নাই সুপার কিংসের নেতৃত্ব থেকে সরে দাঁড়িয়েছেন মহেন্দ্র সিংহ ধোনি (Mahendra Singh Dhnoni)। তাঁর পরিবর্তে অধিনায়ক হিসেবে বেছে নেওয়া হয়েছে রুতুরাজ গায়কোয়াড (Ruturaj Gaikwad)। ধোনি নিজেই তরুণ ওপেনারকে অধিনায়ক পদের জন্য বেছে নিয়েছেন। এই নিয়ে সিএসকের চতুর্থ অধিনায়ক হলেন রুতুরাজ। এর আগে এই দলে মহেন্দ্র সিংহ ধোনি ছাড়া অধিনায়কত্ব করেছেন সুরেশ রায়না (Suresh Raina) ও রবীন্দ্র জাডেজা (Ravindra Jadeja)। জাডেজা যদিও বেশি ম্য়াচ খেলেননি অধিনায়ক হিসেবে। ২০২২ সালে ২ টো ম্য়াচের পরই সরে দাঁড়িয়েছিলেন তিনি।
এর আগে আচমকাই টেস্ট ক্রিকেট ছেড়ে দিয়েছিলেন সিরিজের মাঝপথে। সাদা বলের ফর্ম্য়াটে জাতীয় দলের নেতৃত্ব থেকেও সরে দাঁড়িয়েছিলেন হঠাৎ করেই। ২০২০ সালে কোভিডের মাঝেই এরপর ক্রিকেটকে বিদায় জানান। এবার ফের একবার হঠাৎ করেই সবাই যখন ধোনির নেতৃত্বে সিএসকের কাপ জয়ের সম্ভাবনা দেখছে, তখনই রুতুরাজকে অধিনায়কত্বের ব্য়াটন তুলে দিলেন। তবে এতে অবাক হচ্ছেন না এসময়ে জাতীয় দল ও আইপিএল দল সিএসকেতে ধোনির সতীর্থ অশ্বিন। তিনি বলছেন, ''এটা অপরিহার্য একটা সিদ্ধান্ত। ভীষণ প্রয়োজন ছিল। আমি ধোনিকে ভালমতই চিনি। ও সবসময় দলকে আগে রেখেছে। দলের ভালর স্বার্থে সবসময় সিদ্ধান্ত নিয়েছে এর আগেও। তার জন্য়ই ২ বছর আগে নেতৃত্বের আর্মব্যান্ডটা ও জাডেজাকে পরিয়ে দিয়েছিল। আর এখন রুতুরাজকে।''
উল্লেখ্য, ২০১৯ সাল থেকে রুতু সিএসকের সঙ্গে যুক্ত রয়েছেন। হলুদ জার্সিতে খেলেছেন ৫২টি ম্যাচও। আইপিএলে তাঁর কাছে অধিনায়কত্ব নতুন হলেও, তিনি কিন্তু ঘরোয়া ক্রিকেটে মহারাষ্ট্রকে নেতৃত্ব দেন। তাই অধিনায়কত্বের অভিজ্ঞতা তাঁর রয়েইছে। তবে ধোনির জুতোয় পা গলানো যে একেবারেই সহজ হবে না, তা বলাই বাহুল্য। এদিকে, আজ থেকে শুরু হতে চলেছে আইপিএল। প্রথম ম্য়াচেই পি চিদাম্বরম স্টেডিয়ামে আরসিবির বিরুদ্ধে খেলতে নামবে চেন্নাই সুপার কিংস। সিএসকে বনাম আরসিবির লড়াইয়ে কে এগিয়ে, কে পিছিয়ে? সিএসকে এবং আরসিবি আইপিএলের মঞ্চে মোট ৩১ বার একে অপরের বিরুদ্ধে মাঠে নেমেছে। এর মধ্যে আরসিবি জিতেছে মাত্র ১০টি ম্যাচ, ২০টি ম্যাচেই জয়ী হয়েছে সিএসকের হলুদ ব্রিগেড। একটি ম্যাচ অমীমাংসিত শেষ হয়েছে।
আরও পড়ুন: আইপিএল শুরু হওয়ার আগে আরও শক্তিশালী হল মুম্বই, যোগ দিলেন সেরা পেস অস্ত্র