জয়পুর: জাতীয় দলের জার্সিতে সুযোগ পেয়েও ঠিকভাবে কাজে লাগাতে পারেননি এখনও পর্যন্ত। কিন্তু আইপিএলে (IPL) রাজস্থান রয়্যালস (Rajasthan Royals)  শিবিরের অধিনায়ক হিসেবে দায়িত্ব সামলাচ্ছেন। আর ঠাণ্ডা মাথা, নিঁখুত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা, দল পরিচালনার জন্য প্রশংসা কুড়িয়েছেন। এবার সেই তালিকায় যোগ দিলেন দক্ষিণ আফ্রিকার প্রাক্তন অধিনায়ক কিংবদন্তি এবি ডিভিলিয়ার্স। তিনি মনে করেন যে স্যামসনের আগামীতে জাতীয় দলকে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা রয়েছে। 


কী বলছেন এবিডি?


এক সাক্ষাৎকারে এবি ডিভিলিয়ার্স বলেন, ''আমি মনে করি স্যামসন দুর্দান্ত একজন প্লেয়ার। কিন্তু তার থেকেও বেশি ওঁর অধিনায়কত্ব বেশি নজর কেড়েছে। ভীষণ ঠাণ্ডা মাথার ছেলে ও। আমি মনে প্রাণে বিশ্বাস করি যে স্যামসনের একদিন দেশের জার্সিতে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা রয়েছে। কে জানে যে আজ থেকে কয়েক বছর পরে হয়ত ভারতীয় ক্রিকেট দলের একটি ফর্ম্যাটে হয়ত স্যামসনই অধিনায়ক হতে পারে। যদি অধিনায়ক হিসেবে নিজে সফল হন, তবে জাতীয় দলে ওঁর উপস্থিতি ভারতীয় ক্রিকেটের জন্যই ভাল হবে'' উল্লেখ্য, রাজস্থান রয়্যালসের জার্সিতে এখন স্যামসনই সর্বাধিক রানের মালিক। অজিঙ্ক রাহানেকে টপকে গিয়েছেন স্যামসন। পাঞ্জাব কিংসের বিরুদ্ধে ১৯৮ রান তাড়া করতে নেমে ২৫ বলে ৪২ রানের ইনিংস খেলেন। নিজের ইনিংসে পাঁচটি বাউন্ডারি ও ১টি ছক্কা হাঁকান স্যামসন। 


ইডেন মাতালে শাহরুখ


বৃহস্পতিবার ইডেনে এসে ম্যাচ দেখেন টিম মালিক শাহরুখ খান। ছিলেন অন্যতম মালিক জুহি চাওলাও। আরসিবির বিরুদ্ধে ম্যাচ শেষ হওয়ার পর ড্রেসিংরুমে গিয়েছিলেন শাহরুখ। সঙ্গে ছিলেন মেয়ে সুহানা, কেকেআরের সিইও বেঙ্কি মাইসোর, জুহির স্বামী তথা অন্যতম মালিক জয় মেটা। শাহরুখ সকল ক্রিকেটারদের উৎসাহ দেন। তারপরই নতুন পুরস্কার চালু করার কথা ঘোষণা করেন দলের সিইও বেঙ্কি মাইসোর।


তিনি বলেন, 'এখানে শাহরুখ স্যার রয়েছেন। জয়, জুহি, সুহানারা রয়েছে। আমরা এবার থেকে একটা নতুন পুরস্কার চালু করছি। এক্স ফ্যাক্টর। যা ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়। আজকের এক্স ফ্যাক্টর পুরস্কার পাচ্ছেন শার্দুল ঠাকুর।' সকলে মিলে শার্দুলকে অভিনন্দন জানান। পরে সেই ভিডিও প্রকাশ করে কেকেআর।


আরসিবির বিরুদ্ধে ৮৯ রানে পাঁচ উইকেট হারিয়ে একসময় ধুঁকছিল কেকেআর (KKR vs RCB)। কিন্তু সেই সময়ই নাইটদের হয়ে ব্যাট ধরেন শার্দুল ঠাকুর (Shardul Thakur) ও রিঙ্কু সিংহ। শুরুটা কিছুটা নড়বড়েভাবে করলেও, একের পর এক বড় শটে তাক লাগিয়ে দেন শার্দুল। নিজের কেরিয়ারের প্রথম আইপিএল অর্ধশতরানও হাঁকিয়ে ফেলেন শার্দুল। ২৯ বলে ৬৮ রানের ইনিংস খেলেন তিনি। তাঁকেই ম্যাচের সেরা নির্বাচিত করা হয়।