চেন্নাই: মায়ের মৃত্যুর পর প্রথমবার রমজানের উপবাস করছেন আফগানিস্তানের তারকা লেগস্পিনার রশিদ খান। তাই বিষণ্ণ তিনি। সোশ্যাল মিডিয়ায় মায়ের উদ্দেশে আবেগঘন বার্তাও লিখলেন তিনি।
আইপিএলে ডেভিড ওয়ার্নারের সানরাইজার্স হায়দরাবাদের সেরা বোলিং অস্ত্র রশিদ। তাঁর গুগলি বুঝতে ব্যর্থ হন বিশ্বের তাবড় ব্যাটসম্য়ানেরা। এবার আইপিএল চলাকালীনই তিনি পবিত্র রমজানের উপবাস করছেন। শুক্রবার সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে তিনি লেখেন, 'এই প্রথমবার মাকে ছাড়া রমজানের উপবাস করছি। মা আমাকে অনেক কিছু শিখিয়েছে। শুধু শেখায়নি কীভাবে তাকে ছাড়া বাঁচতে হয়। মনে মনে এখনও মায়ের সঙ্গে কথা বলি। হৃদয় থেকে এখনও মাকে খুঁজি। তবে আমার অন্তরাত্মা জানে মা শান্তিতে আছে। আমার কাছে বিশ্বের সবচেয়ে দামি সম্পদ ছিল আমার মা। তোমাকে ভালবাসি মা, প্রত্যেক মুহূর্তে তোমার অভাব টের পাই।' দীর্ঘ পোস্টের সঙ্গে মায়ের সমাধিস্থলে দাঁড়িয়ে প্রার্থনা করার একটি ছবিও পোস্ট করেছেন আফগান লেগস্পিনার।
সুরেশ রায়না থেকে শুরু করে ক্রুণাল পাণ্ড্য, খলিল আমেদ, রশিদের আবেগঘন পোস্ট দেখে অনেকেই সমবেদনা জানিয়েছেন।
কয়েকদিন আগেই ভারতের জাতীয় দলের প্রাক্তন ওপেনার তথা ধারাভাষ্যকার আকাশ চোপড়া জানিয়েছিলেন, রশিদ খানের সামনে এবার সুবর্ণ সুযোগ রয়েছে আইপিএলে সবচেয়ে বেশি উইকেট শিকার করার। প্রথম পাঁচটি ম্যাচ চেন্নাইয়ে খেলবে সানরাইজার্স। পরের কয়েকটা ম্যাচ খেলতে হবে দিল্লিতে। দুটো মাঠেই সাধারণত ঘূর্ণি উইকেট হয়ে থাকে। আকাশ তাই মনে করেন, এই সুযোগটা কাজে লাগাতে চাইবেন রশিদ। গতবার তিনি ২০টি উইকেট পেয়েছিলেন। আফগান লেগস্পিনার এখনও পর্যন্ত আইপিএলে সর্বোচ্চ উইকেট শিকারি হননি। এবার তিনি সেই নজির গড়তে পারেন বলেই মনে করছেন আকাশ।
গত বছরের ১৮ জুন মারা যান রশিদের মা। এরপর প্রায় এক বছর হয়ে গিয়েছে। এখনও সেই শোক কাটিয়ে উঠতে পারেননি রশিদ। ক্রিকেট মাঠে নিজের সাফল্যের জন্য তিনি মাকে কৃতিত্ব দেন।