লখনউ: রবিবাসরীয় রাতে লখনউয়ের একানা স্টেডিয়ামে প্রথমবার আইপিএলের (IPL 2024) মঞ্চে গুজরাত টাইটান্সকে পরাজিত করে লখনউ সুপার জায়ান্টস (LSG vs GT)। সৌজন্যে যশ ঠাকুরের বোলিং। তরুণ ফাস্ট বোলার পাঁচ উইকেট নিয়ে দলের ৩৩ রানে জয় সুনিশ্চিত করেন। তবে মাত্র এক উইকেট নিলেও রবি বিষ্ণোইয়ের (Ravi Bishnoi) এক ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।
কেন উইলিয়ামসনকে ম্যাচের অষ্টম ওভারে আউট করেন বিষ্ণোই। তরুণ লেগ স্পিনারের ড্রিফটারে উইলিয়ামসন খানিকটা পরাস্ত হয়েই বল অন ড্রাইভ করার চেষ্টা করেন। তিনি মাটিতে বল রাখতে না পারলেও বোলারের থেকে অনেকটাই দূরে ছিল বলটি। তবে বিষ্ণোই তারপর যা করলেন, তাতে বিস্মিত গোটা ক্রিকেটবিশ্ব। নিজের ফলো থ্রুর বিপরীতে গিয়ে নিজেকে কার্যত বাজপাখির মতো হাওয়ায় ভাসিয়ে দেন লখনউ স্পিনার। তার বাড়ানো ডান হাতে তালুবন্দি হয় বল। বিষ্ণোইয়ের এই ক্যাচেই বিস্মিত নেটপাড়া।
এই প্রথম নয় বিষ্ণোই কিন্তু এর আগেও আইপিএলে অবিশ্বাস্য একাধিক ক্যাচ ধরেছেন। তাঁর ক্যাচ দেখে মুগ্ধ মতান্তরে সর্বকালের সেরা ফিল্ডার তথা লখনউয়ের ফিল্ডিং কোচ জন্টি রোডসও (Jonty Rhodes)। আইপিএলের সেরা করা এক ভিডিওতে বিষ্ণোইয়ের ক্যাচটিকে বিশ্লেষণ করতে দেখা যায় জন্টি রোডসকে।
বিষ্ণোইয়ের ক্যাচ প্রসঙ্গে প্রোটিয়া কিংবদন্তি বলেন, 'রবি আমাকে ক্লান্ত করে দেয়। একটা দিনও অনুশীলনকে ফাঁকি দেয় না। মাঠে রোজ ক্যাচ ধরে ও। ফিল্ডিং, ব্যাটিং তো অনুশীলন করেই, তবে ফিল্ডিংয়ের সময় ও আলাদাই উদ্যম দেখায়। বোলিংয়ের সময় ফলো থ্রুতে ক্যাচ ধরাটা তো খুবই মুশকিল। আমার মনে এক্ষেত্রে সব থেকে বড় বিষয় হল তুমি খানিকটা পিছিয়ে গিয়ে নিজেকে যথেষ্ট সময় দিয়ছো। এই অল্প সময়ের মধ্যে সবটা ঠিক করে নিয়েছিলে। কী ভাবছিলে বল তো তখন।'
জবাবে বিষ্ণোই বলেন, 'আমি কিন্তু সেইসময় কিছুই ভাবিনি। আমার ফলো থ্রুতে আমি বাঁ-দিকে চলে যাচ্ছিলাম, কিন্তু আমার মনে হয় আমি বলের কাছে পৌঁছতে পারব। আপনি তো বলেন, চেষ্টা না করলে, কী হতে পারে না পারে, তা কখনই জানা সম্ভব নয়।' প্রক্রিয়া যাই হোক না কেন, বিষ্ণোইয়ের এই ক্যাচ যে শোরগোল ফেলে দিয়েছে, তা বলাই বাহুল্য।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: ক্ষোভের থেকে হাত থেকে রেহাই! বিশেষ উপায়ে দর্শকদের ধন্যবাদ জানালেন মুম্বই অধিনায়ক হার্দিক