নয়াদিল্লি: রবিবার রাতে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধেও খেলেছিলেন। উইকেট না পেলেও বল হাতে ৪ ওভারে মাত্র ২৭ রান খরচ করেছিলেন। দিল্লি ক্যাপিটালস ম্যাচ জেতার পরই সেই আর অশ্বিন সকলকে চমকে দিয়ে ঘোষণা করলেন, আইপিএল থেকে আপাতত সরে দাঁড়াচ্ছেন তিনি। তাঁর পরিবারের অনেকেই করোনার বিরুদ্ধে লড়াই করছেন এবং তিনি তাঁদের পাশে থাকতে চান।


করোনার জন্য আইপিএল থেকে সাময়িক সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিলেন দিল্লি ক্যাপিটালসের অফস্পিনার অশ্বিন। তবে তিনি করোনায় আক্রান্ত হননি। জৈব সুরক্ষা বলয়ে থেকে মানসিকভাবে বিপর্যস্তও হননি রাজস্থান রয়্যালসের ক্রিকেটার লিয়াম লিভিংস্টোনের মতো। কঠিন সময়ে পরিবারের পাশে থাকার জন্যই এবছর আইপিএল থেকে সাময়িক বিরতি নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন অশ্বিন। সাময়িক কারণ, পরিস্থিতি স্বাভাবিক হলে টুর্নামেন্টে ফেরার ইঙ্গিতও দিয়ে রেখেছেন তামিলনাড়ুর তারকা অফস্পিনার।


রবিবার গভীর রাতে অশ্বিন ট্যুইট করেন, ‘‌মঙ্গলবার থেকে এ বছরের আইপিএলে আমি বিরতি নেব। আমার পরিবার ও নিকট আত্মীয়রা কোভিড ১৯–এর বিরুদ্ধে লড়াই করছে। এই রকম কঠিন সময়ে তাদের পাশে থেকে সহযোগিতা করতে চাই। সবকিছু যদি ঠিকঠাক থাকে তাহলে পরের দিকে ফিরেও আসতে পারি।’‌ পাশাপাশি সকলকে ঘরে থাকার, নিরাপদে থাকার ও টিকা নেওয়ার পরামর্শও দিয়েছেন অশ্বিন।



অশ্বিনের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে দিল্লি ক্যাপিটালস টিম ম্যানেজমেন্ট। দলের পক্ষ থেকে ট্যুইট করে বলা হয়েছে, ‘‌অশ্বিনের কঠিন সময়ে দল ওর পাশেই আছে। দিল্লি ক্যাপিটালস অশ্বিনের পরিবারের সদস্যদের দ্রুত সুস্থতা কামনা করছে।’‌


করোনায় আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়ে মাঠে নেমে অক্ষর পটেল সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে দারুণ বোলিং করে দিল্লি ক্যাপিটালসকে জিতিয়েছেন। রয়্যাল চ্যালেঞ্জার্স বাঙ্গালোরের দেবদত্ত পাড়িক্কলও করোনাকে হারিয়ে মাঠে ফিরে দুর্দান্ত ছন্দে। একটি সেঞ্চুরিও করেছেন। তবে করোনা ভীতিতে দেশে ফিরে গিয়েছেন রাজস্থান রয়্যালসের অস্ট্রেলিয়ান পেসার অ্যান্ড্রু টাই, লিয়াম লিভিংস্টোন। চেন্নাই সুপার কিংসের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির বাবা–মা করোনায় আক্রান্ত। তবে তিনি খেলা চালিয়ে যাচ্ছেন। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের দুই অস্ট্রেলীয় ক্রিকেটার অ্যাডাম জাম্পা ও কেন রিচার্ডসন ব্যক্তিগত কারণ দেখিয়ে দেশে ফিরে গিয়েছেন।


শাহরুখের দলকে হারিয়ে শাহরুখের গান বাজিয়েই সেলিব্রেশন!