চেন্নাই: আইপিএলের আগামী মরশুমে সঞ্জু স্যামসনকে খেলতে দেখা যাবে চেন্নাই সুপার কিংসের জার্সিতে। অন্যদিকে রবীন্দ্র জাডেজাকে দেখা যাবে ফের রাজস্থান রয়্যালসের জার্সিতে। তবে নতুন মরশুমে সিএসকে শিবিরে ধোনি রয়েছেন, সেখানে স্যামসন কি উইকেট কিপার ব্যাটার হিসেবে আদৌ খেলতে পারবেন? তবে একটি উপায় বাতলে দিয়েছেন রবিচন্দ্রন অশ্বিন।

Continues below advertisement

চেন্নাই সুপার কিংসের জার্সিতে দীর্ঘদিন ধরে খেলছেন মহেন্দ্র সিংহ ধোনি। তাঁর নেতৃত্বেই পাঁচবার আইপিএল জিতেছে চেন্নাই সুপার কিংস। কিন্তু সঞ্জু স্যামসন এখন ট্রেডে সিএসকে শিবিরে যোগ দিয়েছেন। সেক্ষেত্রে তিনিও তো উইকেট কিপার ব্যাটার। তাহলে কি ধোনির উপস্থিতিতে স্যামসন কি সুযোগ পাবেন একাদশে? 

Continues below advertisement

প্রখ্যাত সাংবাদিক বিমল কুমারের সঙ্গে এক সাক্ষাৎকারে রবিচন্দ্রন অশ্বিন জানিয়েছেন, ''চেন্নাই সুপার কিংস স্যামসনকে উইকেট কিপার ব্যাটার হিসেবে ব্যবহার করতে পারে। সেক্ষেত্রে মহেন্দ্র সিংহ ধোনিকে ইম্প্যাক্ট ব্যাটার হিসেবে খেলানো যেতে পারে।''

শনিবার স্যামসনকে ট্রেডের মাধ্যমে দলে নেওয়ার খবর সরকারিভাবে সিএসকের তরফে জানানো হয়েছেস্যামসন ২০২১ সাল থেকে রাজস্থান রয়্যালসকে নেতৃত্ব দিয়েছেনঅপরদিকে, গত মরশুমে রুতুরাজ গায়কোয়াড় চোট পেয়ে ছিটকে যাওয়ায় মহেন্দ্র সিংহ ধোনিকে পুনরায় হলুদ ব্রিগেডের নেতৃত্ব দিতে দেখা যায়। পরের মরশুমে কি রুতুই অধিনায়ক থাকবেন না মাহি বা স্যামসন কেউ দলকে নেতৃত্ব দেবেন, উঠছিল প্রশ্ন। আজই কিন্তু এক পোস্টের মাধ্যমে সিএসকের তরফে পরবর্তী মরশুমে দলকে কে নেতৃত্ব দেবেন, তা স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছেসিএসকের তরফে সোশ্যাল মিডিয়ায় লেখা হয়, 'আমাদের নেতৃত্ব দিয়ে এগিয়ে নিয়ে চল, অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড়'।

উল্লেখ্য, পরের আইপিএলে কোন দলের জার্সিতে দেখা যাবে স্যর জাডেজাকে। রবীন্দ্র জাডেজাকে ছেড়েই দিল সিএসকে। আগামী আইপিএলে রাজস্থান রয়্যালসের জার্সিতে দেখা যাবে স্পিনার অলরাউন্ডারকে। ১২ মরশুম চেন্নাইয়ের হয়ে খেলেছেন জাডেজাআড়াইশোর ওপর ম্যাচ খেলেছেন। পরের আইপিএলের আগে রাজস্থানে যোগ দিলেন। চেন্নাইয়ে তিনি ছিলেন ১৮ কোটি টাকায়। ১৪ কোটি টাকায় যোগ দিলেন রাজস্থান রয়্যালসে

উল্লেখ্য, জাডেজাকে পেতে সঞ্জু স্যামসনকে চেন্নাইয়ের হাতে তুলে দিল রাজস্থান রয়্যালস। গত মরশুম পর্যন্ত রাজস্থানের অধিনায়ক ছিলেন সঞ্জু। তবে পরের আইপিএলে তাঁকে দেখা যাবে মহেন্দ্র সিংহ ধোনিদের দলে। ১৮ কোটি টাকায় তাঁর সঙ্গে রাজস্থানের চুক্তি ছিল। চেন্নাইও সেই দামেই নিল তাঁকে। ১৭৭ আইপিএল ম্যাচ খেলা স্যামসনের তৃতীয় দল হবে চেন্নাই। এর আগে তিনি দিল্লি ক্যাপিটালসের হয়েও খেলেছেন।