চেন্নাই: এবারেও পারল না রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। নাগাড়ে অষ্টমবার চেন্নাই সুপার কিংসের ঘরের মাঠ চিপক থেকে আরসিবিকে খালি হাতেই ফিরতে হচ্ছে। প্রথমে ব্যাট করে আরসিবি ছয় উইকেটের বিনিময়ে ১৭৩ রান তুলেছিল। জবাবে আট বল বাকি থাকতে সহজেই ছয় উইকেটে ম্যাচ জিতে নেয় সিএসকে (CSK vs RCB)। হারের পর কিন্তু আরসিবি অধিনায়ক ফাফ ডু প্লেসি (Faf du Plessis) দলের ব্যাটারদের দিকেই আঙুল তুললেন।
ফাফের মতে তাঁর দল ১৫ থেকে ২০ রান কম করেছিল এবং প্রথম ১০ ওভারে ব্যাটিংটাও ভাল হয়নি। তিনি বলেন, 'প্রথম ছয় ওভারের পর তো রানের গতি খানিকটা কমেই। চেন্নাই কিন্তু মাঝের ওভারগুলিতে খুবই ভাল। ওদের স্পিনাররা চাপ তৈরি করে। আমরা মনে হয় ১৫-২০ রান কম করেছি। প্রথম ১০ ওভারে আমরা যেমন ব্যাট করছিলাম, পিচটা কিন্তু ততটাও খারাপ ছিল না। রান তাড়া করতে নেমে রাশ বরাবরই ওদের হাতে ছিল। আমরা একটু চাপ তৈরি করে কয়েকটি উইকেট নিতে সক্ষম হই বটে, তবে যথেষ্ট রানই ছিল না।'
তবে ম্যাচ হারলেও দীনেশ কার্তিক এবং অনুজ রাওয়াতকে প্রশংসায় ভরান আরসিবি অধিনায়ক। ষষ্ঠ উইকেটে দুইজনে ৯৫ রানের পার্টনারশিপ গড়েন। অনুজ ৪৮ এবং দীনেশ কার্তিক অপরাজিত ৩৮ রানের ইনিংস খেলেন। 'এই পিচে সবসময়ই প্রথমে ব্যাট করাটা লাভদায়ক। গত বছর তো প্রথমে ব্যাট করা দলগুলিই এখানে জিতছিল, অন্তত পরিসংখ্যান সেটাই বলছে। পরের দিকে আমাদের স্পিনাররা যখন বল করছিল, তখন কিন্তু বল একটু ঘুরতে শুরু করেছিল। দীনেশ হালে খুব বেশি ক্রিকেট খেলেনি। তাই প্রথম ম্যাচেই ভাল ইনিংস খেলে শুরুটা ভাল করা ওর জন্য ব্যক্তিগতভাবে খুবই ভাল। অনুজ কিন্তু আমাদের বেশ প্রভাবিত করেছে। ওর বয়স কমন হলেও, এই বয়সেই ও মাথা ঠান্ডা রেখে দারুণ খেলল এবং শেষের দিকে ওর শক্তিপ্রদর্শনও করে।' বলেন ফাফ।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে
আরও পড়ুন: বড় রান এল না, তবুও প্রথম ভারতীয় ব্যাটার হিসেবে কুড়ির ফর্ম্য়াটে এই অনন্য নজির বিরাটের