আমদাবাদ: বুধবার, ২২ মে আমদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (Royal Challengers Bengaluru) ও রাজস্থান রয়্যালস (Rajasthan Royals) আইপিএলের এলিমিনেটরে (IPL 2024 Eliminator) একে অপরের মুখোমুখি হবে। তবে তার আগেরদিন অনুশীলনই করল না আরসিবি শিবির। এর কারণ কী? 


একাধিক রিপোর্ট অনুযায়ী ম্যাচের আগে আরসিবির তারকা ক্রিকেটার বিরাট কোহলির (Virat Kohli) নিরাপত্তা নিয়ে প্রশ্নচিহ্ন ছিল। গুজরাত পুলিশ আমদাবাদ বিমানবন্দর থেকে চার ব্যক্তিকে গ্রেফতার করে। এদের থেকে আগ্নেয়াস্ত্র এবং সন্দেহজনক ছবি এবং ভিডিও পাওয়া যায় যা সরাসরি বিরাট কোহলির নিরাপত্তা নিয়ে প্রশ্নচিহ্ন তুলে দেয়। আরসিবিকে সম্ভাব্য দুষ্কৃতি হানার বিষয়ে জানানো হলে তাঁরা কোনওরকম ঝুঁকি নিতে চায়নি। সেই কারণেই ম্যাচের আগেরদিন আরসিবি নিজেদের অনুশীলন বাতিল করে। রাজস্থানকেও এই বিষয়ে জানানো হয়। তবে তারা অনুশীলন করেন। কিন্তু দুই দলের কেউই সোমবার রাতে সাংবাদিক বৈঠক করেনি।


এই রিপোর্ট রীতিমতো শোরগোল ফেলে দেয়। তবে সম্প্রতি নতুন এক খবর শোনা যাচ্ছে। সেই খবর অনুযায়ী, আরসিবি কিন্তু কোনও দুষ্কৃতি হানার ভয়ে নয়, বরং প্রচণ্ড গরম এড়াতে নিজেদের অনুশীলন বাতিল করেছেন। আরসিবি এবং রাজস্থান রয়্যালস, উভয় দলেরই গুজরাত কলেজের মাঠে অনুশীলন করার কথা ছিল। বিরাটদের আরসিবির অনুশীলন করার কথা ছিল দুপুর দু'টো থেকে বিকেল পাঁচটা পর্যন্ত। অপরদিকে, রাজস্থানের ৩.৩০টে থেকে ৬.৩০টা পর্যন্ত অনুশীলন করার কথা ছিল। ৬.৩০টার পর অনুশীলনের সময় আলোর সমস্যা হবে। সেই কারণে তারপর আর গুজরাত কলেজের মাঠে অনুশীলন করার অবকাশ ছিল না।  


এমন পরিস্থিতিতে রাজস্থান নিজেদের অনুশীলন সারলেও, আমদাবাদের প্রচণ্ড গরমে আরসিবি নিজেদের অনুশীলন বাতিল করে। কালই আবার নরেন্দ্র মোদি স্টেডিয়ামে কলকাতা নাইট রাইডার্স এবং সানরাইজার্স হায়দরাবাদের প্রথম কোয়ালিফায়ার ম্যাচ ছিল। তাই মাঠে অনুশীলন করার সুযোগ ছিল না। বিকল্প হিসাবে আরসিবিকে স্টেডিয়ামের ইনডোরে অনুশীলন করারও বিকল্প দেওয়া হয়। কিন্তু তারা ম্যাচের আগেরদিন বিশ্রাম নেওয়ারই সিদ্ধান্ত নেয়। তবে দুই দলের কেউই সাংবাদিক বৈঠক করেনি। 


দুরন্ত ছন্দে থাকা আরসিবি অনুশীলন না করেও কি সাতে সাত অর্থাৎ নাগাড়ে সাত ম্যাচ জিতবে? না রাজস্থান রয়্যালস পাঁচ ম্যাচ পরে জয়ের সরণিতে ফিরবে, এখন সেটাই দেখার বিষয়। 


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


আরও পড়ুন: আইপিএলের সময় আন্তর্জাতিক ক্রিকেট হওয়া উচিত নয়, মত ইংল্যান্ড অধিনায়ক বাটলারের