বেঙ্গালুরু: আর দিন দুয়েকের অপেক্ষা। তারপরেই শুরু হয়ে যাবে আইপিএলের (IPL 2024) মহারণ। টুর্নামেন্ট শুরুর আগে আজই রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের (Royal Challengers Bangalore) নতুন জার্সি প্রকাশিত। তবে শুধু জার্সি প্রকাশই নয়, আরসিবি আনবক্স ইভেন্টে দলের নতুন নাম, লোগো প্রকাশ্যে এল। সংবর্ধনা জানানো হল স্মৃতি মান্ধানার নেতৃত্বাধীন ডব্লিউপিএলজয়ী আরসিবি মহিলা দলকেও।


বিরাটদের জার্সিতে এবার লাল কালোর মিশেলের বদলে দেখা যাবে লাল নীলের সংমিশ্রণ। ২০০৮ সাল অর্থাৎ আইপিএলের শুরুর মরশুম থেকে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর নাম নিয়েই কোহলিদের ফ্র্যাঞ্চাইজি আইপিএল এবং ডব্লিউপিএলে প্রতিনিধিত্ব করেছে। তবে এবারের আইপিএল থেকে শহরের সরকারি নাম বেঙ্গালুরুর অনুকরণে ফ্র্যাঞ্চাইজির নাম বদলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (Royal Challengers Bengaluru) করা হল। নাম পরিবর্তনের পূর্বাভাস আগেভাগেই সোশ্যাল মিডিয়ায় না না পোস্টের মাধ্যমে দেওয়া হচ্ছিল। এবার সরকারিভাবে সেই নামবদল করাও হল।


 






আরসিবির নাম বদলের পাশাপাশি আনবক্স নামক এই ইভেন্টে মনোরঞ্জনেরও ব্যবস্থা ছিল। রঘু দীক্ষিত, অ্যালেন ওয়াকারের মতো নিজেদের ক্ষেত্রের তারকারা এই ইভেন্টে পারফর্ম করেন। খেতাবজয়ী স্মৃতি মান্ধানাদের গার্ড অফ অনার দিয়ে আরসিবি পুরুষ দল স্বাগতও জানায়। কানায় কানায় ভর্তি চিন্নাস্বামী স্টেডিয়ামে স্মৃতি মান্ধানারা খেতাব হাতে গোটা মাঠও প্রদক্ষিণ করেন। এই ইভেন্টে উপস্থিত ছিলেন আরসিবি প্রাক্তনী এবি ডি ভিলিয়ার্সও।


 






এই ইভেন্টেই কর্ণাটক রঞ্জি দলের প্রাক্তন অধিনায়ক তথা আরসিবির প্রাক্তন তারকা ফাস্ট বোলার বিনয় কুমারকে আরসিবির 'হল অফ ফেম'-এ জায়গা দেওয়া হয়। বিনয় আরসিবির জার্সিতে মোট পাঁচ মরশুম খেলেছেন। ২০১৩ মরশুমটা 'গার্ডেন সিটি'-র ফ্র্যাঞ্চাইজির হয়ে তাঁর সেরা মরশুম ছিল। ওই মরশুমে তিনি ২১.৪৩ গড়ে ২৩টি উইকেট নিয়েছিলেন। 


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে  


আরও পড়ুন: আইপিএলের জন্য ফিটনেস সার্টিফিকেট পেলেন না সূর্যকুমার! কবে ফিরবেন মাঠে?