দুবাই: ত্রয়োদশ আইপিএলে আজ, সোমবার মুখোমুখি রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ও দিল্লি ক্যাপিটালস। আগের ম্যাচে রান খরা কাটিয় উঠেছেন বিরাট কোহলি। অন্যদিকে কলকাতা নাইট রাইডার্সকে হারিয়ে চনমনে দিল্লি শিবিরও। কেমন হতে পারে আজ দুই দলের প্রথম একাদশ?
ম্যাচ শুরুর আগে সবচেয়ে বড় ধাক্কা খেয়েছে দিল্লি শিবির। জানা গিয়েছে, আঙুলের চোটের জন্য টুর্নামেন্ট থেকেই ছিটকে গিয়েছেন অন্যতম সেরা স্পিন-অস্ত্র অমিত মিশ্র। তাঁর পরিবর্তে প্রথম একাদশে ফিরতে পারেন অক্ষর পটেল। বাকি দলে খুব একটা বদলের সম্ভাবনা নেই।
অন্যদিকে, আগের ম্যাচের দল অপরিবর্তিত রাখতে পারেন বিরাটরাও। তবে চোট সারিয়ে দলে ফিরতে পারেন ক্রিস মরিস। তিনি খেলতে পারেন অ্যাডাম জাম্পার পরিবর্তে।
রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর
দেবদত্ত পড়িক্কল
অ্যারন ফিঞ্চ
বিরাট কোহলি (অধিনায়ক)
এ বি ডিভিলিয়ার্স
গুরকিরাত সিংহ
শিবম দুবে
ইসুরু উদানা
ওয়াশিংটন সুন্দর
ক্রিস মরিস
নভদীপ সাইনি
যুজবেন্দ্র চহাল
দিল্লি ক্যাপিটালস
শিখর ধবন
পৃথ্বী শ
শ্রেয়স আইয়ার (অধিনায়ক)
ঋষভ পন্থ
শিমরন হেটমায়ার
মার্কাস স্টোইনিস
হর্ষল পটেল
আর অশ্বিন
কাগিসো রাবাডা
অক্ষর পটেল
এনরিক নর্ৎজে
RCB vs DC, Dream11 Prediction: আইপিএলে আজ মুখোমুখি ব্যাঙ্গালোর-দিল্লি, কেমন হবে দু’দলের প্রথম একাদশ
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
05 Oct 2020 06:30 PM (IST)
Royal Challengers Bangalore vs Delhi Capitals, IPL 2020: ম্যাচ শুরুর আগে সবচেয়ে বড় ধাক্কা খেয়েছে দিল্লি শিবির। জানা গিয়েছে, আঙুলের চোটের জন্য টুর্নামেন্ট থেকেই ছিটকে গিয়েছেন অন্যতম সেরা স্পিন-অস্ত্র অমিত মিশ্র।
NEXT
PREV
আইপিএল (ipl) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -