দুবাই: ত্রয়োদশ আইপিএলেও সেই পরিচিত ছবি। প্রথম ম্যাচের হারের ধাক্কা কাটিয়ে ঘুরে দাঁড়িয়েছে মুম্বই ইন্ডিয়ান্স। ছন্দে ব্যাটসম্যানরা। ধারাল হয়ে উঠেছেন বোলাররা। ডেথ ওভারে দাপট দেখাচ্ছেন যশপ্রীত বুমরা-ট্রেন্ট বোল্টরা। অন্যদিকে প্রথম ম্যাচ জিতলেও ফের দুশ্চিন্তায় রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। দ্বিতীয় ম্যাচে কিংস ইলেভেন পঞ্জাবের কাছে হেরেছেন বিরাট কোহলিরা। ফের উদ্বেগ হয়ে উঠেছে ডেথ ওভার বোলিং।


আজ, সোমবার আইপিএলে মুখোমুখি সেই মুম্বই ও আরসিবি। পঞ্জাবের বিরুদ্ধে ডেল স্টেইন, উমেশ যাদব, শিবম দুবেরা এত রান দিয়েছেন যে, বোলিং বিভাগে পরিবর্তন হতে পারে আরসিবি-র। মহম্মদ সিরাজ ও ফিট হয়ে উঠলে ক্রিস মরিস খেলতে পারেন প্রথম একাদশে। অন্যদিকে ফিট হয়ে উঠলে জেমস প্যাটিনসনের পরিবর্তে খেলতে পারেন নাথান কুল্টার নাইল। দলের সঙ্গে তিনি অনুশীলন শুরু করেছেন। হার্দিক পাণ্ড্যকে বল করানোর ব্যাপারে সতর্ক থাকতে চাইছে মুম্বই শিবির। পিঠের অস্ত্রোপচারের পর যিনি মাঠে প্রত্যাবর্তন ঘটিয়েছেন।

কেমন হতে পারে দুই দলের সম্ভাব্য প্রথম একাদশ:

রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর 

অ্যারন ফিঞ্চ

দেবদত্ত পড়িক্কল

বিরাট কোহলি (অধিনায়ক)

এ বি ডিভিলিয়ার্স

জশ ফিলিপ

শিবম দুবে

ওয়াশিংটন সুন্দর

ডেল স্টেইন/ক্রিস মরিস

উমেশ যাদব

যুজবেন্দ্র চহাল

নবদীপ সাইনি

মুম্বই ইন্ডিয়ান্স

রোহিত শর্মা (অধিনায়ক)

কুইন্টন ডি'কক

সূর্যকুমার যাদব

সৌরভ তিওয়ারি

কায়রন পোলার্ড

হার্দিক পাণ্ড্য

ক্রুণাল পাণ্ড্য

জেমস প্যাটিনসন/নাথান কুল্টার নাইল

রাহুল চাহার

ট্রেন্ট বোল্ট

যশপ্রীত বুমরা