RCB vs RR, LIVE IPL 2020 LIVE Score Updates: উথাপ্পা-স্মিথের ঝোড়ো ব্যাটিং, কোহলিদের বিরুদ্ধে রাজস্থান তুলল ১৭৭/৬
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 17 Oct 2020 05:29 PM (IST)
আরসিবি বোলারদের মধ্যে ৪ উইকেট ক্রিস মরিসের। ২টি উইকেট যুজবেন্দ্র চহালের। ২ ওভারে ১৮ রান দিয়ে কোনও উইকেট পাননি শাহবাজ।
দুবাই: বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে টস জিতে প্রথম ব্যাটিং করে রাজস্থান রয়্যালস তুলল ১৭৭/৬। দলের হয়ে ব্যাট হাতে নজর কাড়লেন অধিনায়ক স্টিভ স্মিথ ও রবিন উথাপ্পা। শনিবার উথাপ্পাকে দিয়ে ইনিংস ওপেন করানো হয়। নিজের পরিচিত জায়গায় ফিরে উথাপ্পা ২২ বলে করলেন ৪১ রান। ৭টি চার ও একটি ছক্কা মেরেছেন তিনি। স্মিথ ৩৬ বলে করলেন ৫৭ রান। ৬টি বাউন্ডারি ও একটি ছক্কা মেরেছেন তিনি। ক্রিস মরিসের বলে তাঁর ক্যাচ অবিশ্বাস্য ক্ষিপ্রতায় তালুবন্দি করেন বাংলার শাহবাজ আমেদ। এদিনই যাঁর আইপিএলে অভিষেক হল। আরসিবি বোলারদের মধ্যে ৪ উইকেট ক্রিস মরিসের। ২টি উইকেট যুজবেন্দ্র চহালের। ২ ওভারে ১৮ রান দিয়ে কোনও উইকেট পাননি শাহবাজ।