RCB vs SRH LIVE Score: ডু প্লেসি, কার্তিকের হাফসেঞ্চুরি, রেকর্ড ২৮৭ রান তাড়া করতে নেমে ২৬২ রানেই থামল আরসিবি

IPL 2024, RCB vs SRH LIVE Score: দুই দলের হেড-টু-হেডে সামান্য এগিয়ে সানরাইজার্স হায়দরাবাদ। আরসিবির ১০ জয়ের তুলনায় ১২টি ম্যাচ জিতেছে সানরাইজার্স। একটি ম্যাচ অমীমাংসিত শেষ হয়েছে।

ABP Ananda Last Updated: 15 Apr 2024 11:19 PM
RCB vs SRH LIVE Updates: দুরন্ত লড়াই

রেকর্ড রান তাড়া করতে নেমে দুরন্ত লড়াই করল আরসিবি। তবে শেষরক্ষা হল না। ২৬২ রানে থামল আরসিবির লড়াই।

RCB vs SRH LIVE: কামিন্সের দুরন্ত স্পেল

দুরন্ত গতিতে এগোচ্ছিল আরসিবির ইনিংস। কিন্তু বল হাতে নিয়েই ফের একবার ইনিংসে ব্রেক লাগালেন কামিন্স। ম্যাচের তৃতীয় সাফল্য পেলেন তিনি। ১৯ রান প্লেড অন হলেন লোমরোর। ১৫ ওভার শেষে আরসিবির স্কোর ১৮৭/৬।  

RCB vs SRH LIVE Updates: আরসিবির লড়াই

পাঁচ উইকেট পড়ে যাওয়ার পরেই আরসিবি কিন্তু লড়াই ছাড়ছে। দীনেশ কার্তিক এবং মাহিপাল লোমরোর দুরন্তভাবে লড়াই চালিয়ে যাচ্ছেন। ১৪ ওভার শেষে আরসিবির স্কোর ১৮১/৫ । শেষ দুই ওভারে উঠল ৪৬ রান। কার্তিক ৩৫ ও লোমরোর ১৯ রানে ব্যাট করছেন। ছয় ওভারে আরসিবির জয়ের জন্য চাই আরও ১০৭ রান।

RCB vs SRH LIVE: বড় ধাক্কা

একদিক থেকে উইকেট পড়লেও ইনিংস আগলে রেখেছিলেন ডু প্লেসি। ২৩ বলে অর্ধশতরান হাঁকান তিনি। তবে ৬২ রানে তাঁকে সাজঘরে ফেরালেন কামিন্স। একই ওভারে সৌরভ চৌহানকেও ফেরালেন কামিন্স। চার ওভারে পাঁচ উইকেট হারিয়ে আরসিবি প্রবল চাপে। ইনিংসের মাঝপথে স্কোর ১২২/৫।

RCB vs SRH LIVE Updates: অর্ধশতরানের গণ্ডি

চার ওভার শেষের আরসিবির স্কোর বিনা উইকেটে ৫৬। দুরন্ত গতিতে এগোচ্ছে আরসিবির ইনিংস।

RCB vs SRH LIVE: কোহলির ক্যাচ মিস

ইনিংসের প্রথম ওভারেই কোহলির ক্যাচ মিস করলেন অভিষেক শর্মা। আরসিবি ওপেনাররা কিন্তু শুরুটা ভালই করেছেন। ডু প্লেসি ২৩ ও কোহলি ১৬ রানে ব্যাট করছেন। ৩ ওভার শেষে স্কোর বিনা উইকেটে ৩৯।  

RCB vs SRH LIVE Updates: ফের রেকর্ড রান

এবারের আইপিএল মরশুমে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে রেকর্ড ২৭৭ রান করেছিল সানরাইজার্স হায়দরাবাদ। সেই রেকর্ড নিজেরাই ভেঙে দিলেন মারক্রামরা। আরসিবির বিরুদ্ধে তিন উইকেটে সানরাইজার্স তুলল ২৮৭। শেষ দুই ওভারে উঠল ৪৬ রান।

RCB vs SRH LIVE: ক্লাসেনের হাফসেঞ্চুরি

বিশাখের বলে ছক্কা হাঁকিয়ে ২৩ বলে অর্ধশতরান পূরণ করলেন হেনরিখ ক্লাসেন। ১৫ ওভারেই দু'শো রানের গণ্ডি পার করে ফেলল সানরাইজার্স। ১৫ ওভার শেষে স্কোর ২০৫/২। 

RCB vs SRH LIVE Updates: হেড ফেরার পর ক্লাসেনের দাপট

১০২ রানে হেডের ইনিংসে বিরাম লাগালেন লকি ফার্গুসন। তবে ক্লাসেন এবার আক্রমণাত্মক ব্যাটিং শুরু করেছেন। তিনি ১৯ বলে ৩৯ রানে ব্যাট করছেন। ১৪ ওভার শেষে সানরাইজার্সের স্কোর ১৮৯/২।

RCB vs SRH LIVE: হেডের সেঞ্চুরি

অনবদ্য, চিত্তাকর্ষক, বিধ্বংসী। ট্র্যাভিস হেডের আজকের ইনিংস সম্পর্কে যাই বলা হোক তা কম। মাত্র ৩৯ বলে সেঞ্চুরি হাঁকালেন সানরাইজার্স হায়দরাবাদ তারকা। এটি আইপিএল ইতিহাসের চতুর্থ দ্রুততম শতরান। তাঁর দৌরাত্ম্যেই ১২ ওভারে সানরাইজার্সের স্কোর ১৫৮/১। 

RCB vs SRH LIVE Updates: অবশেষে সাফল্য

অবশেষে আরসিবিকে ম্যাচের প্রথম সাফল্য এনে দিলেন রিস টপলি। ৩৪ রানে অভিষেককে ফেরালেন তিনি। তবে সানরাইজার্স ওপেনাররা শতরানের পার্টনারশিপ গড়ে ফেলেছেন। রানের ধারা অব্যাহত রাখতে ব্যাটিং অর্ডারে হেনরিখ ক্লাসেনকে প্রমোট করা হয়েছে। নয় ওভার শেষে সানরইজার্সের স্কোর ১১৯/১। ৭৯ রানে ক্রিজে উপস্থিত রয়েছেন ট্র্যাভিস হেড।

দুর্দান্ত পাওয়ার প্লে

পাওয়ার প্লে বিধ্বংসী মেজাজে ব্যাটিং করলেন দুই সানরাইজার্স ওপেনার। ছক্কা হাঁকিয়ে মাত্র ২০ বলে অর্ধশতরান পূরণ করলেন ট্র্যাভিস হেড। তিনি ৫২ রানে ব্যাট করছেন। ২৩ রানে অপরাজিত রয়েছেন অভিষেক শর্মা। ছয় ওভারে সানরাইজার্সের স্কোর বিনা উইকেটে ৭৬ রান। 

RCB vs SRH LIVE Updates: দাপুটে শুরু

প্রত্যাশামতোই বিধ্বংসী মেজাজে ব্যাট হাতে নিজেদের ব্যাটিং ইনিংসের শুরটা করেছেন সানরাইজার্সের দুই ওপেনার অভিষেক শর্মা ও ট্র্যাভিস হেড। দুই ওভার শেষে সানরাইজার্সের স্কোর বিনা উইকেটে ২৭। অভিষেক ১৪ ও হেড ১৩ রানে ব্যাট করছেন। 

RCB vs SRH LIVE: দুই তারকা বাদ

নাগাড়ে হারের খেসারত। আরসিবির একাদশ থেকে বাদ পড়লেন গ্লেন ম্যাক্সওয়েল এবং মহম্মদ সিরাজ। দুই তারকার কেউই তেমন ফর্মে নেই। পাশাপাশি ম্যাক্সওয়েলের চোট নিয়েও হালকা উদ্বেগ রয়েছে। 

RCB vs SRH LIVE Updates: টস জিতল আরসিবি

সানরাইজার্সের বিরুদ্ধে টস জিতলেন আরসিবির অধিনায়ক ফাফ ডু প্লেসি। টসে জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নিলেন তিনি।

প্রেক্ষাপট

বেঙ্গালুরু: একদিকে চলতি আইপিএলের (IPL 2024) সম্ভবত সবথেকে বিধ্বংসী ব্যাটিং লাইনআপ এবং তার বিপক্ষে এমন এক বোলিং আপ, যা প্রবল সমালোচনার সম্মুখীন হয়েছে। সানরাইরাইজার্স হায়দরাবাদ (Sunrisers Hyderabad) এই মরশুমেই আইপিএলের সর্বকালের সর্বাধিক ২৭৭ রান করেছে। আবার চলতি আইপিএলের পাওয়ার প্লেতে আরসিবির (RCB) বোলিং গড় ৯১.৭৫। এখনও অবধি মেগা টুর্নামেন্টের ১৭টি মরশুমে এত খারাপ বোলিং গড় আর কোনও দলের নেই। সুতরাং, আজকের ম্যাচে প্রচুর রানের সম্পূর্ণ সম্ভাবনা রয়েছে।


সানরাইজার্সের ব্যাটিং লাইন আপের শীর্ষে ট্র্যাভিস হেড, অভিষেক শর্মা, মিডল অর্ডারে হেনরিখ ক্লাসেন এবং লোয়ার অর্ডারে প্যাট কামিন্সের মতো তারকার উপস্থিতি যে কোনও প্রতিপক্ষ আক্রমণকে ভয় ধরানোর জন্য যথেষ্ট। চিন্নাস্বামীর ছোট মাঠে এই তারকারদের ব্যাট থেকে প্রচুর চার-ছক্কা দেখার আশায় থাকবেন সকলে। কিন্তু নবাবের শহরের ফ্র্যাঞ্চাইজির রেকর্ড চিন্নাস্বামীর মাঠে একেবারেই ভাল নয়। আটবার চিন্নাস্বামীতে মাঠে নেমে মাত্র দুইবার জিততে পেরেছে সানরাইজার্স। আইপিএলের আর কোনও দলের এই মাঠে এত খারাপ রেকর্ড নেই।


তবে সানরাইজার্সের কাছে আরসিবিকে তাদের ঘরের মাঠে হারানোর হয়তো এটাই সেরা সময়। বিরাট কোহলি চলতি আইপিএলের সর্বোচ্চ রানসংগ্রাহক। তাতে অবাক করার কিছু নেই। গত ম্যাচে ফাফ ডু প্লেসি, দীনেশ কার্তিকও রান পেয়েছেন। তবে আরসিবির ব্যাটিং লাইন আপে ধারাবাহিকতার অভাব রয়েছে। গ্লেন ম্যাক্সওয়েল নিজের 'বিগ শো'র কোনও ঝলকই এখনও অবধি এই মরশুমে দেখাতে পারেননি। অপরদিকে, বোলিংয়ে মহম্মদ সিরাজের চলতি মরশুমে যে একেবারেই ভাল কাটছে না, তার প্রমাণ পরিসংখ্যানই দেয়। ছয় ম্যাচে মাত্র চার উইকেট নিয়েছেন তারকা ফাস্ট বোলার। তাঁর ইকোনমি ১০.৪০। গ্লেন ম্যাক্সওয়েল চার উইকেট নিয়েছেন বটে, তবে তিনি বাদে আরসিবির কোনও স্পিনারই কার্যত বলার মতো কিছু করেননি। ফলে যা হওয়ার তাই হয়েছে।


বিগত চার ম্যাচেই হেরেছে আরসিবি। অধিনায়ক ডু প্লেসিও মেনে নিচ্ছেন তাঁর হাতে যথেষ্ট বোলিং অস্ত্র নেই। দলের ব্যাটারদেরই তাই বাড়তি দায়িত্ব নিতে হবে। হারের ধারা পিছনে ফেলে আরসিবি জয়ের সরণিতে ফিরবে না সানরাইজার্স মরশুমের চতুর্থ ম্যাচ জিতবে এখন সেটাই দেখার বিষয়।

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.