মুম্বই: আইপিএলে ধারাবাহিক পারফরম্যান্স দেখা গিয়েছে এবার রিঙ্কু সিংহের। ব্যাট হাতে প্রতি ম্যাচেই কেকেআরকে ভরসা জুগিয়েছেন তিনি। ৫০.৮৭ গড়ে ব্যাটিং করেছেন তিনি। নাইট রাইডার্সের জার্সিতে চলতি মরসুমের আইপিএলে ১৩ ম্যাচ খেলে ৪০৭ রান করেছেন রিঙ্কু।
চলতি আইপিএলে প্লে অফের দরজা নাইটদের জন্য খুলবে কি না তা আজ বিকেলের ম্যাচের পরই বোঝা যাবে। লখনউ সুপারজায়ান্টসের বিরুদ্ধে আজ খেলতে নামবে কেকেআর। সেই ম্যাচে বিশাল ব্যবধানে জিততে হবে নাইটদের। আর তার জন্য রিঙ্কু সিংহের ব্যাটে রান পাওয়াটা খুব দরকার বলে মনে করেন হরভজন সিংহ। এমনকী আন্দ্রে রাসেল নয়, রিঙ্কুকেই কেকেআরের এক্স ফ্যাক্টর বলছেন ভাজ্জি।
কী বলছেন হরভজন?
কেকেআর বনাম এলএসজি ম্যাচের আগে ভাজ্জি বলছেন, ''এই মুহূর্তে রিঙ্কুই কেকেআরের এক্স ফ্যাক্টর। রাসেল না। রাসেলের জমানা শেষ হয়ে গিয়েছে। চলতি আইপিএলে রিঙ্কু যা ব্যাটিং করেছে, তাতে প্রতিপক্ষ শিবির তাঁকে সমীহ করছে এখন। রিঙ্কুকে যত আগে নামানো হবে, ততই ভাল কেকেআরের জন্য। ওঁর মধ্যে অসাধারণ ক্ষমতা রয়েছে। ম্যাচের পরিস্থিতি অনুযায়ী ব্যাট করতে পারে। সুযোগকে বারবার কাজে লাগিয়েছে এই তরুণ। খুব তাড়াতাড়ি ওকে ভারতের জার্সিতেও হয়ত দেখতে পাব।''
vs LSG)। যে ম্যাচকে বলা হচ্ছে মরণ-বাঁচন ম্যাচ। প্লে অফে ওঠার দৌড়ে থাকতে জিততেই হবে কেকেআরকে। কিন্তু ম্যাচ জিতলেও কি প্লে অফে ওঠা সম্ভব নাইটদের? অঙ্ক দেখলে হতাশ হতে পারেন নাইট সমর্থকেরা। মনে হতে পারে, এ-ও কি সম্ভব?
পয়েন্ট টেবিলে আপাতত সাত নম্বরে রয়েছে কেকেআর। ১৩ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে। তবে নাইটদের উদ্বেগে রাখছে নেট রান রেট। যাতে বেশ পিছিয়ে কেকেআর।
দশ দলের আইপিএলে একমাত্র দল হিসাবে প্লে অফ নিশ্চিত করে ফেলেছে গুজরাত টাইটান্স। ১৩ ম্যাচে ১৮ পয়েন্ট হার্দিক পাণ্ড্যদের। বাকি কোনও দলই ১৮ পয়েন্টে পৌঁছতে পারবে না। তাই গুজরাত টাইটান্সের পয়েন্ট টেবিলের শীর্ষে থেকে যাওয়া নিশ্চিত। শেষ ম্যাচে হারলেও। ১৩ ম্যাচে ১৫ পয়েন্ট পেয়ে দ্বিতীয় স্থানে চেন্নাই সুপার কিংস। অর্থাৎ, কেকেআরের ধরাছোঁয়ার বাইরে সিএসকে। মহেন্দ্র সিংহ ধোনিদের শেষ ম্যাচ দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে। সেই ম্যাচের ফলাফলের ওপর কেকেআরের ভাগ্য নির্ভরশীল নয়।
১৩ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে লখনউ সুপার জায়ান্টস তিন নম্বরে। পয়েন্টের বিচারে তাদেরও ধরা সম্ভব নয় কেকেআরের। তবে শেষ ম্যাচে কেকেআরকে হারাতেই হবে ক্রুণাল পাণ্ড্যদের। তাতে লখনউকে পেরনো যাবে না। তবে প্লে অফের দৌড়ে থাকা যাবে।