কলকাতা: ব্যাট হাতে তিনি দুরন্ত ছন্দে। সানরাইজার্স হায়দরাবাদের (SRH vs RCB) বিরুদ্ধে তাঁর ৬৩ বলে ১০০ রানের ইনিংসের রেশ সকলের চোখে লেগে রয়েছে। যে ইনিংসে একটি ১০৩ মিটারের ছক্কা মেরেছেন বিরাট কোহলি (Virat Kohli)। আর সেই ছক্কা নিয়েই খুনসুটি করলেন সতীর্থ ম্যাক্সওয়েলের সঙ্গে।
ম্যাচের পর রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ড্রেসিংরুমে ফিরে কোহলি বলেন, 'আমি এই ছক্কাটা মনে রাখব। এই আইপিএলে মারা আমার সবচেয়ে বড় ছক্কা।' যা শুনে ম্যাক্সওয়েলের টিপ্পনি, 'আরে ওদিকে তো মাঠের বাউন্ডারি মাত্র ৫৯ গজের।' কোহলি অবশ্য সতীর্থের খুনসুটিতেও অবিচল। পাল্টা বলেন, 'সেই জন্যই তো অত বড় মেরেছি। যাতে বল গ্যালারিতেই পড়ে।'
কোহলির সেঞ্চুরির রেশ সর্বত্র। এবার পথ নিরাপত্তার প্রচারে সেই বিরাট কোহলির দ্বারস্থ কলকাতা পুলিশ।
কীভাবে?
কলকাতা পুলিশের তরফে বিরাট কোহলির একটি ছবি পোস্ট করা হয়েছে। নিজামের শহরে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে সেঞ্চুরির পর কোহলির হেলমেট খুলে সেলিব্রশেনরে দৃশ্য। পাশে আরেকটি ছবি। যা লখনউ সুপার জায়ান্টসের আফগান তারকা নবীন উল হকের সোশ্যাল মিডিয়া থেকে নেওয়া। সেখানে দেখা যাচ্ছে, টিভিতে মুম্বই ইন্ডিয়ান্সের খেলা দেখতে দেখতে আম খাচ্ছেন আফগানিস্তানের তরুণ ক্রিকেটার। প্লেটের ওপর আধখাওয়া আম। দুটি ছবি পোস্ট করে কলকাতা পুলিশের তরফে লেখা হয়েছে, 'বিরাট রাজার আম দরবার, লক্ষ্যে পৌঁছে হেলমেটে ছাড়'। যার মর্মার্থ, রাস্তায় থাকাকালীন হেলমেট ব্যবহার করুন। গন্তব্যে পৌঁছে তবে খুলুন। ঠিক যেভাবে সেঞ্চুরির পর হেলমেট খুলে অভিবাদন গ্রহণ করছেন কোহলি।
সম্প্রতি বিভিন্ন ক্রিকেটারদের ছবি দিয়ে সোশ্যাল মিডিয়ায় সচেতনতামূলক পোস্ট করতে দেখা যাচ্ছে কলকাতা পুলিশকে। কোহলির ছবি দিয়ে পোস্টও সেই অভ্যাস মেনেই।
আরও পড়ুন: প্রচণ্ড গরম থেকে শরীরকে বাঁচাতে পাতে রাখুন এই খাবারগুলি
আরও পড়ুন: কোহলিদের বিরাট জয়ে কোণঠাসা কেকেআর, প্লে অফে যেতে হলে চাই অলৌকিক ফল