নয়াদিল্লি: আইপিএলের (IPL 2024) শুরুটা দুই দলের কারুরই ভালভাবে হয়নি। তবে নিজেদের শেষ চার ম্যাচের মধ্যে তিনটিতে জয় পেয়েছে দিল্লি ক্যাপিটালস (Delhi Capitals)। অপরদিকে, নাগাড়ে দুই জয়ের পর শেষ তিন ম্যাচের মধ্যে দুইটিতে হেরেছে মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians)। দুই দলের ক্ষেত্রেই প্লে-অফের দৌড়ে বজায় থাকতে দুই পয়েন্ট খুব জরুরি। এমন পরিস্থিতিতে রাজধানীতে শনিবার মুখোমুখি হচ্ছে মুম্বই ও দিল্লি।
নয়াদিল্লির ফ্রাঞ্চাইজির হয়ে এ মরশুমের সবথেকে ইতিবাচক দিক হল অধিনায়ক ঋষভ পন্থের (Rishabh Pant) ব্যাটিং ফর্ম। দুর্ঘটনার পরে আইপিএলের মাধ্যমেই প্রতিযোগিতামূলক ক্রিকেটে প্রত্যাবর্তন ঘটিয়েছিলেন পন্থ। তিনি কেমন ফর্মে থাকবেন সেই নিয়ে প্রশ্নচিহ্ন ছিলই। তবে সেইসব সংশয়কে ব্যাট হাতে বাউন্ডারি পার করেছেন পন্থ। তিন অর্ধশতরানসহ নয় ম্যাচে ৪৮.৮৬ গড়ে ৩৪২ রান করে ফেলেছেন পন্থ। মুম্বই ম্যাচেও তাঁর দিকে তাকিয়ে থাকবে দিল্লি। কারণ দলের আরেক অভিজ্ঞ তারকা ডেভিড ওয়ার্নার মুম্বইয়ের বিরুদ্ধে খেলবেন না।
গত ম্যাচে অজ়ি তারকা খেলেননি। এই ম্যাচের আগে দিল্লির ডিরেক্টর অফ ক্রিকেট সৌরভ গঙ্গোপাধ্যায় জানিয়ে দেন ওয়ার্নার ফিট নন এবং তার পাশপাশি ঈশান্ত শর্মাও চোটের কারণে মুম্বইয়ের বিরুদ্ধে খেলবেন না। দিল্লির চাপের বিষয় দলের ফাস্ট বোলিং। এনরিক নখিয়ার এই মরশুমটা খানিকটা দুঃস্বপ্নের মতোই কাটছে। তার ওপর ঈশান্ত নেই। তাই দিল্লির চাপ একটু বাড়বেই বটে। তবে কুলদীপ যাদব এবং অক্ষর পটেলের ফর্ম দিল্লির ভরসার কারণ হতে পারে। কুলদীপ ও অক্ষর মিলে ১৯ উইকেট নিয়েছেন ইতিমধ্যেই।
মুম্বইয়ের হয়ে সেক্ষেত্রে রোহিত শর্মা, সূর্যকুমার যাদব, তিলক বর্মাদের দিকে দিল্লির স্পিন সামলানোর দায়িত্ব থাকবে। বোলিংয়ের ক্ষেত্রে অবশ্য মুম্বই দুই ফাস্ট বোলার যশপ্রীত বুমরা (Jasprit Bumrah) এবং জেরাল্ড কোয়েৎজে দুরন্ত ছন্দে। একজন ১৩ ও একজন ১২টি উইকেট নিয়েছেন। ম্যাচের আগেরদিন অবশ্য বল নয়, বুমরাকে কিন্তু দেখা গেল ব্যাট হাতে। ব্যাটিংয়ে মুম্বইয়ের ধারাবাহিকতার অভাব রয়েছে বলেই মনে করা হচ্ছে। এবার কি সেই দায়িত্বও নিজের কাঁধে তুলে নিলেন বুমরা! দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ম্যাচের আগে শুক্রবার, ২৫ এপ্রিল মুম্বইয়ের অনুশীলনে ব্যাটার বুমরাকে দারুণ ছন্দে দেখা গেল।
মুম্বই ইন্ডিয়ান্সের তরফে বুমরার ব্যাটিংয়ের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা হয়েছে। সেখানে ফ্লিক, স্যুইপ, স্ট্রেট ড্রাইভ, কভার ড্রাইভ, কী না দেখা গেল বুমরার ব্যাট থেকে। সেই ভিডিওটির ক্যাপশনে বুমরার ব্যাটিং সম্পর্কে মুুম্বইের তরফে লেখা হয়, 'আজ ব্যাটিং তেরা জাস্সি ভাই করেগা।!' ব্যাট হাতেও কি বুমরার ঝলক দেখবে কোটলা? ৪০ ওভার শেষে কোন দল হাসবে, সেটাই দেখার বিষয়।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: ব্যাটারদের তাণ্ডবে বড় ক্ষতি মুম্বই ইন্ডিয়ান্সের, ভাঙল দামি ক্যামেরা