দুবাই: বছর খানেকেরও অধিক সময় মাঠের বাইরে। তবে গাড়ি দুর্ঘটনার ভয়াবহতা ফের একবার প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরতে চলেছেন ঋষভ পন্থ (Rishabh Pant)। সব কিছু ঠিকঠাক আসন্ন আইপিএলের (IPL 2024) শুরু থেকেই খেলতে দেখা যাবে তাঁকে। পন্থই দিল্লি ক্যাপিটালসকে নেতৃত্ব দেবেন বলেও জানিয়ে দিয়েছেন ফ্র্যাঞ্চাইজির এক কর্ণধার। তবে এতদিন পরে মাঠে ফেরাটা তো একেবারেই সহজ নয়। তাঁকে নিয়ে কী পরিকল্পনা দিল্লি ম্যানেজমেন্টের।


সাম্প্রতিক এক সাক্ষাৎকারে দিল্লির কোচ রিকি পন্টিংয়ের (Ricky Ponting) গলায় পন্থকে নিয়ে আশার সুর শোনা যায়। তিনি বলেন, 'আমাদের সামনে এক বড় সিদ্ধান্ত অপেক্ষা করে রয়েছে। ও ফিট থাকলে তো সরাসরি অধিনায়কের দায়িত্ব সামলাবে। তবে ফিট না হলে ওকে ভিন্নভাবে আমাদের ব্যবহার করতে হবে। সেক্ষেত্রে কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হবে।'


২৩ মার্চ পাঞ্জাব কিংসের ম্যাচ বিরুদ্ধে আইপিএলের দ্বিতীয় ম্যাচেই মাঠে নামছে দিল্লি ক্যাপিটালস। মেগা টুর্নামেন্টের আগে পন্থ ফিট হওয়ার লক্ষ্যে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে কড়া কসরত করেছেন। ম্যাচ প্র্যাক্টিস সেশনে অংশগ্রহণ করেছেন। এনসিএ-তে এই কসরত তাঁকে টুর্নামেন্টের আগে বেশ ভাল পরিস্থিতিতে রাখবে বলে আশাবাদী পন্টিং।  


'ও বিগত কয়েক সপ্তাহে বেশ কয়েকটি অনুশীলন ম্যাচ খেলেছে, যেটা আমাদের জন্য সুখবর। ওই এই ফিটনেস ফিরে পেতে যে কী পরিমাণ খাটা খাটনি করেছে, সেটা আমি জানি। ও এই ম্যাচগুলির একটিতে কিপিং করেছে, ফিল্ডিং করেছে আর ব্যাটিং করা নিয়ে এখনও কোনও সমস্যা হচ্ছে না ওর। এক সময় সত্যিই আমরা এ বারের আইপিএলেও ওকে পাব কি না, সেই নিয়ে উদ্বিগ্ন ছিলাম। ওর না থাকাটা গত মরশুমে আমাদের জন্য বিরাট বড় ধাক্কা ছিল। শেষ ১২-১৪ মাসে ওকে যা কিছুর সম্মুখীন হতে হয়েছে, তা যে কতটা কঠিন, আমরা কল্পনাও করতে পারব না।'


দিল্লি ক্যাপিটালস কোচ হিসাবে নয়, সাধারণ ক্রিকেটপ্রেমী হিসাবেই পন্থের প্রত্যাবর্তনের জন্য অধীর আগ্রহে রয়েছেন বলে জানান পন্টিং। তবে পন্থের ফিটনেস নিয়ে কিন্তু জল্পনা অব্যাহত। জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির ফিটনেস সার্টিফিকেট পাওয়ার পরই পন্থ আইপিএলে অংশগ্রহণ করতে পারবেন। দিল্লি ক্যাপিটালসের ডিরেক্টর অফ ক্রিকেট সৌরভ গঙ্গোপাধ্যায় জানিয়েছিলেন দলের অধিনায়ক ৫ মার্চের মধ্যেই ফিটনেস সার্টিফিকেট পেয়ে যাবেন। তবে তিনি এখনও সেটা পাননি বলেই রিপোর্টে দাবি করা হচ্ছে। এই সার্টিফিকেট না পাওয়ায় দিল্লি ক্যাপিটালস সরকারিভাবে পন্থকে নিজেদের স্কোয়াডে নিতেও পারছে না। ফলে তাঁকে নিয়ে জল্পনা অব্যাহত।  


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে 


আরও পড়ুন: জলে গেল রিচার লড়াই, আরসিবিকে হারিয়ে প্লে-অফে দিল্লি ক্যাপিটালস