নয়াদিল্লি: তিনি রোহিত শর্মা (Rohit Sharma) এবং মহেন্দ্র সিংহ ধোনি (Mahendra Singh Dhoni), আইপিএলের (IPL) দুই সফলতম অধিনায়কের নেতৃত্বেই খেলেছেন, জিতেছেন আইপিএল খেতাবও। ১৭তম আইপিএল মরশুম শুরুর আগে সেই আম্বাতি রায়াডুর (Ambati Rayudu) এক মন্তব্য ঘিরেই শোরগোল সোশ্যাল মিডিয়ায়। রায়াডু ধোনি পরবর্তী জমানায় রোহিতকে চেন্নাই সুপার কিংসের (I) অধিনায়কের ভূমিকায় দেখার আগ্রহ প্রকাশ করেছেন।
রায়াডু সাম্প্রতিক এক সাক্ষাৎকারে বলেন, 'রোহিত শর্মা আরও পাঁচ-ছয় বছর আইপিএ খেলতেই পারে। আর অধিনায়কত্ব করতে চাইলে ওর জন্য় গোটা বিশ্ব খোলা। ও যেখানে যে দলকে খুশি নেতৃত্ব দিতে পারে। আমি চাই ২০২৫ মরশুমে রোহিত সিএসকের হয়ে খেলুক। আর এমএস (ধোনি) অবসর নিলে ও দলকে নেতৃত্বও দিতে পারে।'
ভারতীয় দলের অধিনায়ক রোহিত। তবে এ মরশুম শুরুর আগেই মুম্বই ইন্ডিয়ান্স তাঁকে অধিনায়কের দায়িত্ব থেকে সরিয়ে দিয়েছে। তাঁর বদলে হার্দিক পাণ্ড্যকে দলের নেতৃত্ব দেওয়া হয়েছে। রায়াডুর মতে হার্দিকের পক্ষে মুম্বই ইন্ডিয়ান্সকে নেতৃত্ব দেওয়া সহজ হবে না, কারণ গুজরাত টাইটান্স এবং মুম্বই ইন্ডিয়ান্সের মধ্যে বিস্তর পার্থক্য রয়েছে। তবে আদৌ কি রোহিত মুম্বই ছেড়ে চেন্নাইয়ের উদ্দেশে রওনা দেবেন?
এমনটা হওয়া অসম্ভব কিন্তু নয়। ধোনির বয়স ৪২ পার করেছে। তাঁর আইপিএল ভবিষ্যৎ নিয়ে প্রশ্নচিহ্ন রয়েইছে। অপরদিকে, আইপিএল চেয়ারম্যান অরুণ ধুমাল জানিয়ে দিয়েছেন যে পরের মরশুমের আগে আইপিএলের মেগা নিলাম আয়োজিত হবে> অরুণ ধুমাল সাম্প্রতিক এক সাক্ষাৎকারে জানান, 'আমরা নিশ্চিতভাবেই মেগা নিলামের আয়োজন করব যেখানে প্রতিটি দল তিন থেকে চারজন খেলোয়াড়কেই ধরে রাখতে পারবে। বাকি দল নতুনভাবে গড়তে হবে। এটাই তো টুর্নামেন্টকে আরও রোমাঞ্চকর করে তোলে এবং এই ফর্ম্যাট অব্যাহত থাকবে।'
২০২২ সালে শেষবার আইপিএল মেগা নিলামের আসর বসেছিল। সেই নিলামে ২০৪ জন ক্রিকেটার চোখধাঁধানো ৫৫১ কোটি টাকায় বিক্রি হয়েছিলেন। ধুমাল আশাবাদী আসন্ন মেগা নিলামটিও আগেরবারের মতোই বিরাট এবং প্রভাবশালী হবে। তিনি আশাবাদী যে শুধু ভারত নয়, বিদেশেরও বহু প্রতিভা ওই নিলামে মাধ্যমে নিজেকে আইপিএলের মঞ্চে মেলে ধরার সুযোগ পাবেন। আফগানিস্তানের মতো দলগুলিও আইপিএলের সুবাদে লাভবান হয়েছে বলে দাবি ধুমালের।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে
আরও পড়ুন: আইপিএলে শুরু থেকেই খেলবেন ঋষভ? পন্থকে ঘিরে দিল্লির পরিকল্পনা নিয়ে খোলামেলা কোচ পন্টিং