শারজা: ত্রয়োদশ আইপিএলে আজ, শুক্রবার মুখোমুখি রাজস্থান রয়্যালস ও দিল্লি ক্যাপিটালস। পাঁচ ম্যাচের মধ্যে চারটিতে জিতেছে দিল্লি। পয়েন্ট টেবিলে তারা দু নম্বরে এবং রাজস্থানকে হারাতে পারলে শীর্ষে উঠে আসার সুযোগ শ্রেয়স আইয়ারদের সামনে। সেদিক থেকে পাঁচ ম্যাচের মধ্যে দুটিতে জিতে কিছুটা চাপে রাজস্থান।


দিল্লির হয়ে পেস বিভাগে বড় ভরসা কাগিসো রাবাডা ও এনরিকে নর্ৎজের ফর্ম। পাশাপাশি ব্যাটে-বলে ছাপ রাখছেন মার্কাস স্টোইনিস। বিদেশিদের কোটায় এই তিনজনের স্থান নিশ্চিত। চতুর্থ বিদেশি শিমরন হেটমায়ার। ওপেনিংয়ে পৃথ্বী ও শিখর। ব্যাটিংয়ে ভরসা শ্রেয়স, ঋষভ, হেটমায়াররা।

শারজায় দুই ম্যাচ খেলে দুটিতেই জিতেছে রাজস্থান। জশ বাটলারের ফর্ম স্বস্তি দিতে পারে। তবে প্রথম দুই ম্যাচের পর রানের মধ্যে নেই সঞ্জু স্যামসন। বেন স্টোকস পৌঁছে গেলেও তাঁর কোয়ারেন্টিন পর্ব এখনও কাটেনি। তাই আজকের ম্যাচে ব্রিটিশ অলরাউন্ডারকে পাওয়া যাবে না।

রাজস্থান রয়্যালস

যশস্বী জয়সবাল

জশ বাটলার

সঞ্জু স্যামসন

স্টিভ স্মিথ (অধিনায়ক)

মহীপাল লোমর

রাহুল তেওয়াটিয়া

টম কারান/ডেভিড মিলার

শ্রেয়স গোপাল

জোফ্রা আর্চার

কার্তিক ত্যাগী

অঙ্কিত রাজপুত

দিল্লি ক্যাপিটালস

পৃথ্বী শ

শিখর ধবন

শ্রেয়স আইয়ার (অধিনায়ক)

ঋষভ পন্থ

শিমরন হেটমায়ার

মার্কাস স্টোইনিস

অক্ষর পটেল

আর অশ্বিন

হর্ষল পটেল

এনরিক নর্ৎজে

কাগিসো রাবাডা